গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
নির্মাণাধীন নেত্রকোণা-ঈশ্বরগঞ্জ মহাসড়ক দিয়ে অবৈধ ভারতীয় পণ্য ও মাদক চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। আর এ কাজে গৌরীপুর থানা-পুলিশ ও স্থানীয় একাধিক প্রভাবশালী মহল রীতিমতো প্রটোকল দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার (৩ মার্চ) সকালে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল। এ সময় ব্যাপক তোপের মুখে পড়েন গৌরীপুর থানার ওসি।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।
জানা গেছে, নির্মাণাধীন মহাসড়কটি আজও উদ্বোধন হয়নি। তবে সেই অপেক্ষায় বসে নেই চোরাকারবারীরা, বরং নিরাপদ পথ হিসেবে এ সড়কটি হয়ে উঠেছে তাদের প্রধান ট্রানজিট। ভারত থেকে চোরাই পথে সীমান্ত ফাঁকি দিয়ে আসা অবৈধ চিনি, বিভিন্ন ধরনের মসলা ও মাদকদ্রব্য নেত্রকোণা জেলা শহর থেকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা, শাহগঞ্জ বাজার, অচিন্তপুর ও বোকাইনগর ইউনিয়নের ওপর দিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানযোগে পাচার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত ২০-২৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান দিয়ে এসব চোরাই পণ্য পরিবহন করা হয়। এর সঙ্গে জড়িত স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রভাবশালী লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শাহগঞ্জ বাজারে ইলেকট্রনিকস পণ্য ব্যবসায়ী রানা, সুজন, লংকাখলা গ্রামের সুমন, শাহগঞ্জ বাজারের মনোহারি ব্যবসায়ী নাজিম উদ্দিনের দোকানে ভোরবেলা এসব ট্রাক থেকে প্রায়ই পণ্য নামান। কোনো সমস্যা হলে তাঁরাই আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন। মোটা অংকের চুক্তিতে পণ্যসহ ট্রাকগুলোকে গৌরীপুরের সীমানা পার করে দেয় প্রভাবশালী আরেকটি মহল।
তাঁরা আরও জানান, এসব ট্রাকের সামনে বা পেছনে প্রায়ই পুলিশের টহল গাড়ি বা মোটরসাইকেলে সাদা পোশাকের পুলিশ দেখা যায়।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শাহগঞ্জ বাজারের মনোহারী ব্যবসায়ী নাজিম উদ্দিন পরে দেখা করে নিজের বক্তব্য জানাবেন বলে জানান। এ ছাড়া অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল বলেন, ‘এটা খুবই লজ্জাজনক বিষয় যে, গৌরীপুরের ওপর দিয়ে পুলিশের প্রহরায় ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচার হচ্ছে।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি সঠিক নয়। এসব চোরাই পণ্য পাচারের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। পাচার বন্ধ করতে পুলিশ কঠোরভাবে কাজ করবে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকা বলেন, চোরাচালান ও মাদকের ব্যাপারে প্রশাসন জিরো ট্রলারেন্সে আছে। আইন-শৃঙ্খলা সভায় যে বিষয়টি আলোচনা হয়েছে, তা খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাচার বন্ধ করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’
নির্মাণাধীন নেত্রকোণা-ঈশ্বরগঞ্জ মহাসড়ক দিয়ে অবৈধ ভারতীয় পণ্য ও মাদক চোরাচালানের অভিযোগ দীর্ঘদিনের। আর এ কাজে গৌরীপুর থানা-পুলিশ ও স্থানীয় একাধিক প্রভাবশালী মহল রীতিমতো প্রটোকল দিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে।
আজ রোববার (৩ মার্চ) সকালে গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপন করেন গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল। এ সময় ব্যাপক তোপের মুখে পড়েন গৌরীপুর থানার ওসি।
বিষয়টি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আল ফারুক, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল ইসলাম, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি প্রমুখ।
জানা গেছে, নির্মাণাধীন মহাসড়কটি আজও উদ্বোধন হয়নি। তবে সেই অপেক্ষায় বসে নেই চোরাকারবারীরা, বরং নিরাপদ পথ হিসেবে এ সড়কটি হয়ে উঠেছে তাদের প্রধান ট্রানজিট। ভারত থেকে চোরাই পথে সীমান্ত ফাঁকি দিয়ে আসা অবৈধ চিনি, বিভিন্ন ধরনের মসলা ও মাদকদ্রব্য নেত্রকোণা জেলা শহর থেকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা, শাহগঞ্জ বাজার, অচিন্তপুর ও বোকাইনগর ইউনিয়নের ওপর দিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যানযোগে পাচার হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন ভোর পর্যন্ত ২০-২৫টি ট্রাক ও কাভার্ড ভ্যান দিয়ে এসব চোরাই পণ্য পরিবহন করা হয়। এর সঙ্গে জড়িত স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রভাবশালী লোকজন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শাহগঞ্জ বাজারে ইলেকট্রনিকস পণ্য ব্যবসায়ী রানা, সুজন, লংকাখলা গ্রামের সুমন, শাহগঞ্জ বাজারের মনোহারি ব্যবসায়ী নাজিম উদ্দিনের দোকানে ভোরবেলা এসব ট্রাক থেকে প্রায়ই পণ্য নামান। কোনো সমস্যা হলে তাঁরাই আশ্রয়-প্রশ্রয় দিয়ে থাকেন। মোটা অংকের চুক্তিতে পণ্যসহ ট্রাকগুলোকে গৌরীপুরের সীমানা পার করে দেয় প্রভাবশালী আরেকটি মহল।
তাঁরা আরও জানান, এসব ট্রাকের সামনে বা পেছনে প্রায়ই পুলিশের টহল গাড়ি বা মোটরসাইকেলে সাদা পোশাকের পুলিশ দেখা যায়।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে শাহগঞ্জ বাজারের মনোহারী ব্যবসায়ী নাজিম উদ্দিন পরে দেখা করে নিজের বক্তব্য জানাবেন বলে জানান। এ ছাড়া অভিযুক্ত অন্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাঁদের পাওয়া যায়নি।
গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল বলেন, ‘এটা খুবই লজ্জাজনক বিষয় যে, গৌরীপুরের ওপর দিয়ে পুলিশের প্রহরায় ভারতীয় চোরাই পণ্য ও মাদক পাচার হচ্ছে।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় আজকের পত্রিকাকে বলেন, ‘অভিযোগটি সঠিক নয়। এসব চোরাই পণ্য পাচারের সঙ্গে পুলিশের কোনো সম্পর্ক নেই। পাচার বন্ধ করতে পুলিশ কঠোরভাবে কাজ করবে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ আজকের পত্রিকা বলেন, চোরাচালান ও মাদকের ব্যাপারে প্রশাসন জিরো ট্রলারেন্সে আছে। আইন-শৃঙ্খলা সভায় যে বিষয়টি আলোচনা হয়েছে, তা খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। পাচার বন্ধ করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।’
ঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফল আমিন চৌধুরী বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে তাদের শান্ত করার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪-৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। একপর্যায়ে স্বপন স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। বিষয়টি তাৎক্
৪০ মিনিট আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
১ ঘণ্টা আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
২ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২ ঘণ্টা আগে