জামালপুর প্রতিনিধি
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। গতকাল সোমবার জামালপুরের মাদারগঞ্জে পৌরভবনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক ইমরান বলেন, ‘আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের স্বাধীনতা অনেক কষ্ট অর্জিত হয়েছে। এ স্বাধীনতা ও স্বাধীনতার সুফল—আজকের যোগাযোগ উন্নয়ন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।’
তিনি আরো বলেন, ‘আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না- আমি এটি বিশ্বাস করি। উন্নয়ন অব্যাহত থাকবে, উন্নয়ন হতে থাকবে। এক সময় অবশ্যই আমার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেলান্দহ-মাদারগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজমের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘আমার পড়াশোনা করে যতটুকু মনে হয়েছিল যে, আমি ঢাকা থেকে দূরে, আমার নিজ জেলা খুলনা থেকে ৫০০ কিলোমিটার দূরে একটি অনুন্নত জেলায় যাচ্ছি। কিন্তু যোগদানের পরে এসে আমি দেখলাম এই অনুন্নত জেলাটাকে জাস্ট সোজাসুজি পরিবর্তিত করে দিয়েছে আমাদের আজকের প্রিয় প্রধান অতিথি। এটাকে একটা আধুনিক উন্নত জেলায় রূপান্তরিত করেছেন ওনার দীর্ঘ কর্মজীবনে। আমরা তাঁর জন্য একটা করতালি দিতে পারি।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘এ জেলা নিয়ে স্টাডি করে যতটুকু বুঝেছি, এক সময় জেলাটি যমুনা, ব্রহ্মপুত্র ও ঝিনাই নদী দ্বারা খণ্ড-বিখণ্ড ছিল। প্রায় প্রতিদিনের অনুসর্গ বন্যা আর নদী ভাঙনের কারণে এটি দেশের তৃতীয় দরিদ্র জেলা হিসেবে পরিচিত ছিল। সেই অবস্থা থেকে একজন মানুষ তাঁর একজীবনের দীর্ঘ অক্লান্ত পরিশ্রমে এত পরিবর্তন করতে পারে, তাঁকে কাছ থেকে না দেখলে এবং এই জেলাকে না দেখলে বুঝতাম না। আপনাদের সৌভাগ্য যে, আপনারা এমন একজন নেতা পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মেলান্দহ থেকে এখানে আমি ৩০-৪০ মিনিটে এসেছি। আমি শুনেছি এখান থেকে ৩-৪ ঘণ্টায় যাওয়া যেত না। কোর্টে যেতে এক বেলা সময় করে যেতে হতো। শুকনো খাবার ও আপনাদের প্রিয় মিল্লি-ভাত নিয়ে যেতেন। একবেলা আগে আপনারা রওনা হতেন। কোর্ট যেতেন, পরে গিয়ে থাকতেন, পরের দিন আসতেন। আর এখন ৩০ মিনিটেই যাচ্ছেন আবার ৩০ মিনিটেই চলে আসছে। এটি সম্ভব হয়েছে শুধু মাত্র বর্তমান সরকারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কারণে।’
এ সময় তিনি জাতির জনকসহ দেশের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনের প্রতি শ্রদ্ধা জানান।
মাদারগঞ্জ উপজেলার খরকা বিলের পাশে নবনির্মিত পৌরভবন উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা হয়। পৌর মেয়র গোলাম কিবরিয়া কবিরের সভাপতিত্বে ও প্যানেল মেয়র সৈকত আলীর সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি মির্জা আজম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বক্তব্য দেন।
এ আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আবারো নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ। গতকাল সোমবার জামালপুরের মাদারগঞ্জে পৌরভবনের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
জেলা প্রশাসক ইমরান বলেন, ‘আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের স্বাধীনতা অনেক কষ্ট অর্জিত হয়েছে। এ স্বাধীনতা ও স্বাধীনতার সুফল—আজকের যোগাযোগ উন্নয়ন, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। যে সরকার এই উন্নয়ন করেছে, সেই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সেই সরকারকে পুনরায় নির্বাচিত করে আবার ক্ষমতায় আনতে হবে। এটা হবে আমাদের প্রত্যেকের অঙ্গীকার।’
তিনি আরো বলেন, ‘আপনারা নিজের চোখে দেখে সরকারের প্রতি অকৃতজ্ঞ হবেন না- আমি এটি বিশ্বাস করি। উন্নয়ন অব্যাহত থাকবে, উন্নয়ন হতে থাকবে। এক সময় অবশ্যই আমার জাতির পিতার স্বপ্নের সোনার বাংলায় পরিণত হবে।’
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেলান্দহ-মাদারগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা আজমের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সী প্রশংসাও করেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘আমার পড়াশোনা করে যতটুকু মনে হয়েছিল যে, আমি ঢাকা থেকে দূরে, আমার নিজ জেলা খুলনা থেকে ৫০০ কিলোমিটার দূরে একটি অনুন্নত জেলায় যাচ্ছি। কিন্তু যোগদানের পরে এসে আমি দেখলাম এই অনুন্নত জেলাটাকে জাস্ট সোজাসুজি পরিবর্তিত করে দিয়েছে আমাদের আজকের প্রিয় প্রধান অতিথি। এটাকে একটা আধুনিক উন্নত জেলায় রূপান্তরিত করেছেন ওনার দীর্ঘ কর্মজীবনে। আমরা তাঁর জন্য একটা করতালি দিতে পারি।’
জেলা প্রশাসক আরও বলেন, ‘এ জেলা নিয়ে স্টাডি করে যতটুকু বুঝেছি, এক সময় জেলাটি যমুনা, ব্রহ্মপুত্র ও ঝিনাই নদী দ্বারা খণ্ড-বিখণ্ড ছিল। প্রায় প্রতিদিনের অনুসর্গ বন্যা আর নদী ভাঙনের কারণে এটি দেশের তৃতীয় দরিদ্র জেলা হিসেবে পরিচিত ছিল। সেই অবস্থা থেকে একজন মানুষ তাঁর একজীবনের দীর্ঘ অক্লান্ত পরিশ্রমে এত পরিবর্তন করতে পারে, তাঁকে কাছ থেকে না দেখলে এবং এই জেলাকে না দেখলে বুঝতাম না। আপনাদের সৌভাগ্য যে, আপনারা এমন একজন নেতা পেয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মেলান্দহ থেকে এখানে আমি ৩০-৪০ মিনিটে এসেছি। আমি শুনেছি এখান থেকে ৩-৪ ঘণ্টায় যাওয়া যেত না। কোর্টে যেতে এক বেলা সময় করে যেতে হতো। শুকনো খাবার ও আপনাদের প্রিয় মিল্লি-ভাত নিয়ে যেতেন। একবেলা আগে আপনারা রওনা হতেন। কোর্ট যেতেন, পরে গিয়ে থাকতেন, পরের দিন আসতেন। আর এখন ৩০ মিনিটেই যাচ্ছেন আবার ৩০ মিনিটেই চলে আসছে। এটি সম্ভব হয়েছে শুধু মাত্র বর্তমান সরকারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের কারণে।’
এ সময় তিনি জাতির জনকসহ দেশের ৩০ লাখ শহীদ এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনের প্রতি শ্রদ্ধা জানান।
মাদারগঞ্জ উপজেলার খরকা বিলের পাশে নবনির্মিত পৌরভবন উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভা হয়। পৌর মেয়র গোলাম কিবরিয়া কবিরের সভাপতিত্বে ও প্যানেল মেয়র সৈকত আলীর সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথি মির্জা আজম ছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকি বিল্লাহ, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, জামালপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বক্তব্য দেন।
এ আলোচনা সভায় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
২৬ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৩৬ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে