ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইটভাটা থেকে সবুজ আলী (৩৬) নামের এক শ্রমিককে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে নির্যাতনের শিকার ওই শ্রমিককে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ইটভাটার মালিক মো. খাইরুল আলম রাসেল (৪২) এবং ম্যানেজার মো. আসাদ মিয়াকে (৭০) গ্রেপ্তারের পর আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়।
নির্যাতনের শিকার সবুজ আলী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাম্ভান গ্রামের মো. আবজালের ছেলে। তিনি উপজেলার তরফ পাচাইল গ্রামে অবস্থিত এজিবি ব্রিকস ইটভাটার শ্রমিক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দুই মাস আগে নাটোরের হালশা এলাকার ইটভাটার সর্দার আনসার আলী ঈশ্বরগঞ্জ উপজেলার এজিবি ব্রিকস ইট ভাটার মালিকের কাছ থেকে অগ্রিম ৩ লাখ টাকা নিয়ে সবুজ আলীসহ মোট ১৮ জন শ্রমিক দেন। পরে তিনি লাপাত্তা হয়ে গেলে অন্য শ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরে তাঁরাও চলে যায়। থেকে যায় সবুজ আলী।
এ অবস্থায় পারিশ্রমিক না পেয়ে সবুজ আলী চলে যেতে চাইলে ইটভাটার মালিক ও ম্যানেজার বিষয়টি টের পান। এ অবস্থায় গত ৫ ফেব্রুয়ারি থেকে সবুজকে পায়ে লোহার শিকল পড়িয়ে কাজ করানো শুরু করেন। দিনভর তাঁকে কাজ করিয়ে রাতে মালিকের কক্ষে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হতো। এ ঘটনা জানতে পেরে সবুজের বাবা আবজাল হোসেন থানায় লিখিত অভিযোগ দেন।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইটভাটা থেকে সবুজ আলী (৩৬) নামের এক শ্রমিককে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাতে নির্যাতনের শিকার ওই শ্রমিককে শিকলে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে এ ঘটনায় ইটভাটার মালিক মো. খাইরুল আলম রাসেল (৪২) এবং ম্যানেজার মো. আসাদ মিয়াকে (৭০) গ্রেপ্তারের পর আজ শনিবার তাঁদের আদালতে পাঠানো হয়।
নির্যাতনের শিকার সবুজ আলী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার সাম্ভান গ্রামের মো. আবজালের ছেলে। তিনি উপজেলার তরফ পাচাইল গ্রামে অবস্থিত এজিবি ব্রিকস ইটভাটার শ্রমিক।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, দুই মাস আগে নাটোরের হালশা এলাকার ইটভাটার সর্দার আনসার আলী ঈশ্বরগঞ্জ উপজেলার এজিবি ব্রিকস ইট ভাটার মালিকের কাছ থেকে অগ্রিম ৩ লাখ টাকা নিয়ে সবুজ আলীসহ মোট ১৮ জন শ্রমিক দেন। পরে তিনি লাপাত্তা হয়ে গেলে অন্য শ্রমিকেরা বিষয়টি বুঝতে পেরে তাঁরাও চলে যায়। থেকে যায় সবুজ আলী।
এ অবস্থায় পারিশ্রমিক না পেয়ে সবুজ আলী চলে যেতে চাইলে ইটভাটার মালিক ও ম্যানেজার বিষয়টি টের পান। এ অবস্থায় গত ৫ ফেব্রুয়ারি থেকে সবুজকে পায়ে লোহার শিকল পড়িয়ে কাজ করানো শুরু করেন। দিনভর তাঁকে কাজ করিয়ে রাতে মালিকের কক্ষে একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হতো। এ ঘটনা জানতে পেরে সবুজের বাবা আবজাল হোসেন থানায় লিখিত অভিযোগ দেন।
এ প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ আহম্মেদ বলেন, এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।’
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
২৭ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে