ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় মিনি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ড্রাম ট্রাক আরোহী হাফেজ মাওলানা মুফতি আব্দুস সাত্তার (২৮) ও মাওলানা মুফতি সাজ্জাদ হোসাইন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি আব্দুস সাত্তার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে এবং মুফতি সাজ্জাদ হোসাইন নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তাঁদের একজন কাঁচামালের ব্যবসা করতেন, অন্যজন হাসপাতালের ক্যানটিন চালাতেন।
ফায়ার সার্ভিস ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৪টার দিকে মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইন ঢাকা থেকে কাঁচামাল কিনে মিনি ট্রাক বোঝাই করে ময়মনসিংহে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে পৌঁছালে মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা খায়। তাতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় চালকের পাশে বসে থাকা আব্দুস সাত্তার ও সাজ্জাদ হোসাইন ঘটনাস্থলেই মারা যান। আব্দুস সাত্তার ময়মনসিংহের চড়পাড়া মোড়ে কাঁচামালের ব্যবসা করতেন এবং সাজ্জাদ হোসাইন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানটিন চালাতেন।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি। লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহত মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় মিনি ট্রাকের পেছনে ধাক্কা খেয়ে ড্রাম ট্রাক আরোহী হাফেজ মাওলানা মুফতি আব্দুস সাত্তার (২৮) ও মাওলানা মুফতি সাজ্জাদ হোসাইন নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মুফতি আব্দুস সাত্তার ময়মনসিংহের ফুলপুর উপজেলার বেরুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে এবং মুফতি সাজ্জাদ হোসাইন নেত্রকোনার মদন উপজেলার চানগাঁও রত্নপুর গ্রামের আলাল উদ্দিনের ছেলে। তাঁদের একজন কাঁচামালের ব্যবসা করতেন, অন্যজন হাসপাতালের ক্যানটিন চালাতেন।
ফায়ার সার্ভিস ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, আজ শুক্রবার ভোর ৪টার দিকে মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইন ঢাকা থেকে কাঁচামাল কিনে মিনি ট্রাক বোঝাই করে ময়মনসিংহে যাচ্ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার ভরাডোবা শিল্প পুলিশ লাইনের সামনে পৌঁছালে মিনি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা খায়। তাতে মিনি ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় চালকের পাশে বসে থাকা আব্দুস সাত্তার ও সাজ্জাদ হোসাইন ঘটনাস্থলেই মারা যান। আব্দুস সাত্তার ময়মনসিংহের চড়পাড়া মোড়ে কাঁচামালের ব্যবসা করতেন এবং সাজ্জাদ হোসাইন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যানটিন চালাতেন।
ভালুকা ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুজনের লাশ উদ্ধার করি। লাশ দুটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’
ভরাডোবা হাইওয়ে পুলিশ পরিদর্শক রিয়াদ মাহমুদ বলেন, দুর্ঘটনায় নিহত মুফতি আব্দুস সাত্তার ও মুফতি সাজ্জাদ হোসাইনের লাশ তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩২ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩৩ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৪ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩৬ মিনিট আগে