বারহাট্টা সাবেক উপজেলা চেয়ারম্যান খোকন ঢাকায় গ্রেপ্তার

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩: ১৬

নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল কবীর খোকনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ 
বৃহস্পতিবার রাজধানীর কল্যাণপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

ময়মনসিংহ র‍্যাব-১৪, কিশোরগঞ্জ (সিপিসি-২) এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। 

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট খায়রুল কবির খোকনের নেতৃত্বে নেতা কর্মীরা উপজেলার মাইল্যাব নামে একটি ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ২ লাখ টাকার বেশি মালামাল লুট ও ক্ষতি করে। এ ঘটনায় ১৯ আগস্ট আশিক মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। 

গত ৫ আগস্ট সরকার পতনের পর এলাকা ছেড়ে গা ঢাকা দেন খায়রুল কবির খোকন। এ মামলার পলাতক আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব কর্মকর্তা মো. আশরাফুল কবির আজকের পত্রিকাকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে খায়রুল কবির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।’ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বারহাট্টা থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত