নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসূতি মৃত্যুর পর থেকে ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ মালিকপক্ষের লোকজন পালিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় ডিজিটাল সেবা হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম রিপা আক্তার (২২)। তিনি জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের রফিক মিয়ার স্ত্রী।
রফিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার আমার স্ত্রী রিপাকে ডিজিটাল সেবা নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারের পর মেয়ে সন্তানের জন্ম হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিপা ও আমাদের সন্তান সম্পূর্ণ ভালো ছিল।’ তিনি আরও বলেন, ‘পরে নতুন একজন নার্স এসে রিপার হাতে থাকা ক্যানোলা খুলে দেয়। রিপাকে একটি ইনজেকশনও দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই আমার স্ত্রীর শরীর নিস্তেজ হয়ে যায়। পরে ও সেখানে মারা যায়। এ ঘটনার পর থেকে নার্সসহ হাসপাতালে কর্তব্যরত সবাই পালিয়ে যায়।’ তবে মেয়েশিশুটি সুস্থ আছে বলে জানান তিনি।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
নেত্রকোনায় একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রসূতি মৃত্যুর পর থেকে ক্লিনিকের চিকিৎসক, নার্সসহ মালিকপক্ষের লোকজন পালিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌর শহরের বনুয়াপাড়া এলাকায় ডিজিটাল সেবা হাসপাতালে এ ঘটনা ঘটে।
নিহত প্রসূতির নাম রিপা আক্তার (২২)। তিনি জেলার মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামের রফিক মিয়ার স্ত্রী।
রফিক মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘গত বুধবার আমার স্ত্রী রিপাকে ডিজিটাল সেবা নামের ওই ক্লিনিকে ভর্তি করা হয়। রাতে অস্ত্রোপচারের পর মেয়ে সন্তানের জন্ম হয়। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রিপা ও আমাদের সন্তান সম্পূর্ণ ভালো ছিল।’ তিনি আরও বলেন, ‘পরে নতুন একজন নার্স এসে রিপার হাতে থাকা ক্যানোলা খুলে দেয়। রিপাকে একটি ইনজেকশনও দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরপরই আমার স্ত্রীর শরীর নিস্তেজ হয়ে যায়। পরে ও সেখানে মারা যায়। এ ঘটনার পর থেকে নার্সসহ হাসপাতালে কর্তব্যরত সবাই পালিয়ে যায়।’ তবে মেয়েশিশুটি সুস্থ আছে বলে জানান তিনি।
খবর পেয়ে বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকালে ওই হাসপাতাল পরিদর্শন করেছে পুলিশ।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম (পিপিএম) বলেন, ‘হাসপাতালে গিয়ে কাউকেই পাওয়া যায়নি। সবাই পালিয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর স্বজনদের সঙ্গে কথা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
৪১ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
১ ঘণ্টা আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে