ইসলামপুরে ভাঙা ব্রিজ নিয়ে দুর্ভোগে হাজার হাজার মানুষ

প্রতিনিধি
প্রকাশ : ২২ মে ২০২১, ২০: ৪২

ইসলামপুর (জামালপুর): জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নে মোহাম্মদপুর ও মালমারা বাজারসংলগ্ন এলাকার সেতুটি গেল বছর বন্যায় বিধ্বস্ত হয়। এখনো তা সংস্কার না করায় চরম দুর্ভোগে রয়েছে এই অঞ্চলের মানুষ। মোহাম্মদপুর ও মালমারা দুই বাজারের ব্যবসায়ীরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

গত বছর বন্যার সময় মোহাম্মদপুর ও মালমারা বাজারের কাছের এই সেতুর সংযোগ সড়কটি ধসে পড়ে। দীর্ঘ এক বছর পেরিয়ে গেলেও এই সংযোগ সড়ক আর নির্মিত হয়নি। এত দীর্ঘ সময় স্থানীয় এলাকাবাসী ভোগান্তিতে থাকলেও বিষয়টি নজরে আসেনি কর্তৃপক্ষের।

স্থানীয়দের অভিযোগ, সেতুটির সামনে বাঁশের আড়াআড়ি বাঁধ দেওয়ায় বন্যার পানির প্রচণ্ড স্রোতে দুপাশের সংযোগ সড়ক ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় সেতুটি। এতে এ অঞ্চলের কয়েক হাজার মানুষ ও দুই বাজারের শত শত ব্যবসায়ী চরম দুর্ভোগের মধ্যে পড়েন। দীর্ঘ দিন পেরিয়ে গেলেও সেতুটি সংস্কারের কোনো উদ্যোগ দেখা যায়নি।

গোয়ালেরচর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুস সালাম বলেন, এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ এ সেতু এক বছর আগে ভেঙে গেলেও স্থানীয় প্রকৌশল বিভাগ কোনো নজর দেয়নি।

বিষয়টি সম্পর্কে জানতে উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হকের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে উপজেলা চেয়ারম্যান জামাল আবদুন নাছের আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এরই মধ্যে ব্রিজটি পরিদর্শন করেছি। অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত