কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফের পাহাড়ের একটি গোপন আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা শিশুসহ ৩১ জনকে উদ্ধার এবং দুই দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাত ১০ টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবজিত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব বলছে, টেকনাফে বেড়াতে গিয়ে অপহরণের শিকার এক যুবকের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব এই গোপন আস্তানার সন্ধান পায়। আটক ব্যক্তিরা হলো, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পানখালী এলাকার মৃত অছিউর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার (৪৪) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৬)।
উদ্ধার হওয়াদের মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও শিশু ২৩ জন।
উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলো, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়কোবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭) ও নজির আহমদের ছেলে মোহাম্মদ শহিদ (১৭), একই ইউনিয়নের সাদেকেরকাটা এলাকার মো. ফরিদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মকশেট আজম এলাকার আবুল কালামের ছেলে আতিকুর রহমান (২২) এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার এক নারী।
ভুক্তভোগীদের বরাতে এএসপি দেবজিত পাল বলেন, গত ১২ নভেম্বর উখিয়া উপজেলার মোছাখোলা এলাকার এখলাছ মিয়া ও তার এক চাচাতো ভাইসহ ২-৩ জন বন্ধু মিলে টেকনাফে বেড়াতে যায়। সেখানে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে মেরিন ড্রাইভে ছবি তোলার সময় ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে চোখ বেঁধে ফেলে। এ অবস্থায় তাদের স্থানীয় একটি পাহাড়ের ভেতরে নিয়ে যায়। সেখানে ছোট একটি খুপরি ঘরে আগে থেকে ৪০-৪৫ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করতে দেখতে পায় জিম্মি হওয়া যুবকেরা।
ভুক্তভোগী এখলাছ মিয়ার বরাতে দেবজিত পাল বলেন, মানব পাচারকারীরা তাকে মারধর করে নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেও মুক্তিপণের টাকা না পাওয়ায় মানব পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তাকেসহ ১৫ থেকে ২০ জনকে মালয়েশিয়া পাচারের জন্য পাহাড় চূড়ার ঘর থেকে সাগর পাড়ের ট্রলারের কাছে নিয়ে যায়। এ সময় সে কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি র্যাবকে জানায়।
এ তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ৫-৬ জন লোক দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ৩১ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের বরাতে এএসপি দেবজিত পাল জানান, সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে দালালেরা তাদের পাহাড়ে চূড়ায় জিম্মি করে রাখে। পরে স্বজনদের কাছ থেকে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। যারা মুক্তিপণ দিতে ব্যর্থ হয়েছে তাদের মালয়েশিয়া পাচারের নামে অন্য কোথাও জিম্মি রাখতে ট্রলার যোগে নিয়ে যাচ্ছিল।
আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
কক্সবাজারের টেকনাফের পাহাড়ের একটি গোপন আস্তানা থেকে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করা শিশুসহ ৩১ জনকে উদ্ধার এবং দুই দালালকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল সোমবার রাত ১০ টায় র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবজিত পাল বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাব বলছে, টেকনাফে বেড়াতে গিয়ে অপহরণের শিকার এক যুবকের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব এই গোপন আস্তানার সন্ধান পায়। আটক ব্যক্তিরা হলো, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পানখালী এলাকার মৃত অছিউর রহমানের ছেলে মোহাম্মদ আনোয়ার (৪৪) এবং টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার মৃত মোহাম্মদ রফিকের ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৬)।
উদ্ধার হওয়াদের মধ্যে ২৬ জন রোহিঙ্গা ও ৫ জন বাংলাদেশি। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৩ জন নারী ও শিশু ২৩ জন।
উদ্ধার হওয়া বাংলাদেশিরা হলো, মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের কায়কোবাদ এলাকার আব্দুল কাদেরের ছেলে মোহাম্মদ রফিকুল ইসলাম (২৭) ও নজির আহমদের ছেলে মোহাম্মদ শহিদ (১৭), একই ইউনিয়নের সাদেকেরকাটা এলাকার মো. ফরিদের ছেলে মো. গিয়াস উদ্দিন (২২), চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মকশেট আজম এলাকার আবুল কালামের ছেলে আতিকুর রহমান (২২) এবং টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকার এক নারী।
ভুক্তভোগীদের বরাতে এএসপি দেবজিত পাল বলেন, গত ১২ নভেম্বর উখিয়া উপজেলার মোছাখোলা এলাকার এখলাছ মিয়া ও তার এক চাচাতো ভাইসহ ২-৩ জন বন্ধু মিলে টেকনাফে বেড়াতে যায়। সেখানে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার মেরিন ড্রাইভে ঘুরতে বের হন। বিকেল সাড়ে ৫টার দিকে মেরিন ড্রাইভে ছবি তোলার সময় ৬-৭ জন অজ্ঞাত ব্যক্তি অস্ত্রের মুখে তাদের জিম্মি করে চোখ বেঁধে ফেলে। এ অবস্থায় তাদের স্থানীয় একটি পাহাড়ের ভেতরে নিয়ে যায়। সেখানে ছোট একটি খুপরি ঘরে আগে থেকে ৪০-৪৫ জন নারী, পুরুষ ও শিশু অবস্থান করতে দেখতে পায় জিম্মি হওয়া যুবকেরা।
ভুক্তভোগী এখলাছ মিয়ার বরাতে দেবজিত পাল বলেন, মানব পাচারকারীরা তাকে মারধর করে নির্যাতন চালিয়ে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেও মুক্তিপণের টাকা না পাওয়ায় মানব পাচারকারীরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে তাকেসহ ১৫ থেকে ২০ জনকে মালয়েশিয়া পাচারের জন্য পাহাড় চূড়ার ঘর থেকে সাগর পাড়ের ট্রলারের কাছে নিয়ে যায়। এ সময় সে কৌশলে পালিয়ে গিয়ে বিষয়টি র্যাবকে জানায়।
এ তথ্যের ভিত্তিতে রোববার মধ্যরাতে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে র্যাবের একটি দল অভিযান চালায়। এতে সন্দেহজনক ৫-৬ জন লোক দৌড়ে পালানোর সময় দুজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা ৩১ জনকে উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়াদের বরাতে এএসপি দেবজিত পাল জানান, সাগরপথে মালয়েশিয়া নেওয়ার কথা বলে দালালেরা তাদের পাহাড়ে চূড়ায় জিম্মি করে রাখে। পরে স্বজনদের কাছ থেকে জনপ্রতি ১ লাখ টাকা করে মুক্তিপণ আদায় করে। যারা মুক্তিপণ দিতে ব্যর্থ হয়েছে তাদের মালয়েশিয়া পাচারের নামে অন্য কোথাও জিম্মি রাখতে ট্রলার যোগে নিয়ে যাচ্ছিল।
আটক দালালদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গত মাসে দুই জাহাজে আগুনের পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তবে জাহাজ দুটির ক্রুদের অদক্ষতা, অবহেলা ও যথাযথ প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে তদন্ত কমিটি।
২৫ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের র্যাগিংয়ের সময় হাতেনাতে ধরে লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগেদখল করা জায়গায় ভবন নির্মাণ করেছে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। এখন ওই ভবন জেলা ও মহানগর বিএনপির কার্যালয় করতে ‘ভাড়া’ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই ভবনে বিএনপির পক্ষ থেকে সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এখন পুরোদমে শুরু হয়েছে সাজসজ্জার কাজ।
৩৮ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনাসংক্রান্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. কলিমুল্লাহর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৪১ মিনিট আগে