জামালপুর প্রতিনিধি
পাওনা টাকা সময় মতো দিতে না পারায় দরিদ্র এক রিকশাচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তগ উঠেছে ওই ইউনিয়নের পলিশা তুলসীবাড়ি গ্রামের হাফিজুর রহমানের বিরুদ্ধে।
খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ রিকশাচালক কামাল শেখকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত হাফিজুরের বড় ভাই কামাল হোসেনকে গ্রেপ্তারর করে। এই ঘটনায় কামাল শেখ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঁচাসড়া গ্রামের দরিদ্র রিকশাচালক কামাল শেখ সংসারের অভাবের কারণে ৩ মাস আগে পার্শ্ববর্তী গ্রামের হাফিজুর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। এক মাসের মধ্যে টাকা দিতে ফেরত দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তিনি ফেরত দিতে পারেননি।
গতকাল শুক্রবার বিকেলে কামাল শেখ পাশে গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে খিচুড়ি রান্না করার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেখানে যাওয়ার পথে রাস্তায় ওৎ পেতে থাকা হাফিজুর রহমান এবং তার বড় ভাই কামাল হোসেন রিকশাচালককে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে বেঁধে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। খবর পেয়ে কামাল শেখের স্ত্রী মনোয়ারা এবং তাঁর দুই শিশু সন্তান তাঁকে উদ্ধার করতে এলে তাদেরকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
পরে এলাকাবাসী জামালপুর সদর থানায় খবর দিলে পুলিশ হাফিজুর রহমানের বাড়িতে গিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় কামালকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত হাফিজুর রহমানের বড় ভাই কামাল হোসেনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ঘটনার খবর পেয়ে হাফিজুরের বাড়ি থেকে গাছে সঙ্গে বাঁধা অবস্থায় কামাল শেখকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত হাফিজুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় রিকশাচালক কামাল শেখ বাদী হয়ে চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
পাওনা টাকা সময় মতো দিতে না পারায় দরিদ্র এক রিকশাচালককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্তগ উঠেছে ওই ইউনিয়নের পলিশা তুলসীবাড়ি গ্রামের হাফিজুর রহমানের বিরুদ্ধে।
খবর পেয়ে জামালপুর সদর থানার পুলিশ রিকশাচালক কামাল শেখকে উদ্ধার করে। ঘটনার সঙ্গে জড়িত হাফিজুরের বড় ভাই কামাল হোসেনকে গ্রেপ্তারর করে। এই ঘটনায় কামাল শেখ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কাঁচাসড়া গ্রামের দরিদ্র রিকশাচালক কামাল শেখ সংসারের অভাবের কারণে ৩ মাস আগে পার্শ্ববর্তী গ্রামের হাফিজুর রহমানের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। এক মাসের মধ্যে টাকা দিতে ফেরত দেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তিনি ফেরত দিতে পারেননি।
গতকাল শুক্রবার বিকেলে কামাল শেখ পাশে গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে খিচুড়ি রান্না করার কথা বলে বাড়ি থেকে বের হয়। সেখানে যাওয়ার পথে রাস্তায় ওৎ পেতে থাকা হাফিজুর রহমান এবং তার বড় ভাই কামাল হোসেন রিকশাচালককে রাস্তা থেকে তুলে নিয়ে বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে বেঁধে বাঁশ দিয়ে পেটাতে থাকেন। খবর পেয়ে কামাল শেখের স্ত্রী মনোয়ারা এবং তাঁর দুই শিশু সন্তান তাঁকে উদ্ধার করতে এলে তাদেরকেও মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন।
পরে এলাকাবাসী জামালপুর সদর থানায় খবর দিলে পুলিশ হাফিজুর রহমানের বাড়িতে গিয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় কামালকে উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত হাফিজুর রহমানের বড় ভাই কামাল হোসেনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, ঘটনার খবর পেয়ে হাফিজুরের বাড়ি থেকে গাছে সঙ্গে বাঁধা অবস্থায় কামাল শেখকে উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত হাফিজুরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এই ঘটনায় রিকশাচালক কামাল শেখ বাদী হয়ে চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী বাস চাপায় জুলি আক্তার (৩৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরামতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৫ মিনিট আগেনাটোর সদর উপজেলায় প্রশ্নপত্র দেখানোর প্রলোভন এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৯ মিনিট আগেপাকিস্তানের সঙ্গে অ্যাকাডেমিকসহ সকল সম্পর্কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০১৫ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত হয়। গত ১৩ নভেম্বরের সিন্ডিকেট সভায় নিষেধা
১৮ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১১৩ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৩ ডিসেম্বর।
৩৩ মিনিট আগে