গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পাশ থেকে বড় দুটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে একটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং আরেকটি এক ব্যবসায়ী কেটেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার বিকেলে গাছ দুটি জব্দ করেছে গৌরীপুর বন বিভাগ।
জানা গেছে, গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর মোড়ের একটি রেইনট্রিগাছ কেটে ফেলেন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান। বন বিভাগ বলছে, গাছটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এদিন একই ইউনিয়নের গাগলার মোড়ে একটি মরা গাছ কেটে ফেলেন স্থানীয় ব্যবসায়ী আন্তাল হক। এটির ডাল-পালা কেটে গোড়া কাটার পর বাধার সম্মুখীন হন তিনি। গাছটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাছগুলো শ্রমিকেরা কাটতে শুরু করেন। সরকারি গাছগুলো কীভাবে কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে তা কেউ জানেন না।
অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। শাহজাহান আমাকে কিছু জানাননি।’
ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ‘রেইনট্রিগাছটি মসজিদে দেওয়ার জন্য কাটা হয়েছে। ইউপি চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানানো হয়নি, পরে জানাব।’
এদিকে সাংবাদিকদের দেখে অভিযুক্ত আন্তাল হক পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর বন বিভাগের মাঠকর্মী মিলন কস্তা বলেন, ‘মরা রেইনট্রিগাছটি জব্দ করা হয়েছে। তবে অপরটি পুরোপুরি কাটতে পারেননি। এগুলো এখন বন বিভাগের জিম্মায় রয়েছে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজখবর নিচ্ছি। সত্যতা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে গৌরীপুর-শাহগঞ্জ সড়কের পাশ থেকে বড় দুটি সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। এর মধ্যে একটি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং আরেকটি এক ব্যবসায়ী কেটেছেন বলে অভিযোগ উঠেছে।
আজ শনিবার বিকেলে গাছ দুটি জব্দ করেছে গৌরীপুর বন বিভাগ।
জানা গেছে, গৌরীপুর-শাহগঞ্জ সড়কের অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর মোড়ের একটি রেইনট্রিগাছ কেটে ফেলেন ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহজাহান। বন বিভাগ বলছে, গাছটির আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। এদিন একই ইউনিয়নের গাগলার মোড়ে একটি মরা গাছ কেটে ফেলেন স্থানীয় ব্যবসায়ী আন্তাল হক। এটির ডাল-পালা কেটে গোড়া কাটার পর বাধার সম্মুখীন হন তিনি। গাছটির আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে গাছগুলো শ্রমিকেরা কাটতে শুরু করেন। সরকারি গাছগুলো কীভাবে কাটা হচ্ছে, কেন কাটা হচ্ছে তা কেউ জানেন না।
অচিন্তপুর ইউপি চেয়ারম্যান মো. জায়েদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘সরকারি গাছ কাটার বিষয়ে আমি কিছু জানি না। শাহজাহান আমাকে কিছু জানাননি।’
ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, ‘রেইনট্রিগাছটি মসজিদে দেওয়ার জন্য কাটা হয়েছে। ইউপি চেয়ারম্যান সাহেবকে বিষয়টি জানানো হয়নি, পরে জানাব।’
এদিকে সাংবাদিকদের দেখে অভিযুক্ত আন্তাল হক পালিয়ে যাওয়ায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
গৌরীপুর বন বিভাগের মাঠকর্মী মিলন কস্তা বলেন, ‘মরা রেইনট্রিগাছটি জব্দ করা হয়েছে। তবে অপরটি পুরোপুরি কাটতে পারেননি। এগুলো এখন বন বিভাগের জিম্মায় রয়েছে।’
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) আফরোজা আফসানা আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। খোঁজখবর নিচ্ছি। সত্যতা পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৩২ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
৩৪ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
৩৫ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
৩৭ মিনিট আগে