ময়মনসিংহ প্রতিনিধি
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু-পাশের দুই লেনের প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বেশির ভাগ সময় বালু-পণ্যবোঝাই ট্রাক এবং কাভার্ডভ্যানের দখল থাকে। এ কারণে ওই সড়কে অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। তবে ঈদে ওই যানবাহনগুলোর কোনো ব্যবস্থা না করা হলে ঈদে অতিরিক্ত পরিবহনগুলো মিলে আরও তীব্র যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকেরা।
তবে যানজট নিরসনে ও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় রাস্তার দু-পাশে শত শত বালুভর্তি ট্রাক দাঁড় করিয়ে রেখেছেন চালকেরা। এসব ট্রাক থেকে বালু নামিয়ে রাখা হয় মহাসড়কের পাশে। এতে করে রাস্তা সংকীর্ণ হওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। চুরখাই ছাড়াও ত্রিশাল উপজেলার বইলর, ত্রিশাল বাসস্ট্যান্ড, ভালুকার পল্লিবিদ্যুৎ, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বালু, পণ্যবোঝাই ট্রাক এবং কাভার্ডভ্যানের দখলে থাকায় চালকেরা যানজটের আশঙ্কা করছেন।
শেরপুর থেকে ঢাকাগামী সারদা পরিবহনের চালক হজরত আলী বাবু জানান, শেরপুর থেকে ঢাকা যেতে বেশ কিছু স্থানে যানজট হয়। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ঈদে মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারবে। বিশেষ করে ময়মনসিংহ এলাকায় শম্ভুগঞ্জ, ঢাকা বাইপাস মোড়, চুরখাই, বইলর, ত্রিশাল এবং ভালুকার কিছু অংশে পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন কোম্পানির কাভার্ডভ্যান মহাসড়কের দু-পাশে দাঁড়ানো থাকে। সেগুলো যানজটের অন্যতম কারণ।
সোনার বাংলা পরিবহনের চালক জহিরুল হক জানান, মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র চলাচল বন্ধ না হলে বরাবরের মতো এ বছরও যানজট হবে। এসব অবৈধ যানের পাশাপাশি মহাসড়কের দুপাশে বালুভর্তি ট্রাক যানজটের অন্যতম কারণ হবে। কারণ বালুভর্তি ট্রাকের কারণে প্রতিনিয়ত আমাদের যানজটের মধ্যে পড়তে হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। প্রায় সময় ঘটছে দুর্ঘটনাও।
ট্রাকচালক মো. রুকনুজ্জামান বলেন, ‘নেত্রকোনার দুর্গাপুর থেকে ঢাকার দিকে বালুভর্তি যেসব ট্রাক যায় সেগুলো চুরখাই এলাকায় দাঁড় করিয়ে অতিরিক্ত বালু আনলোড করা হয়। আমাদের স্ট্যান্ড না থাকায় আমরা দীর্ঘদিন ধরেই মহাসড়কের পাশাপাশি বালু ট্রাক দাঁড় করিয়ে রাখতে বাধ্য হচ্ছি। প্রশাসন বলেছে আমাদের একটি স্ট্যান্ড করে দেবে, তাহলে আর এ সমস্যা হবে না।’
ট্রাকের অপর এক চালক আক্কাছ আলী বলেন, ‘চুরখাইসহ মহাসড়কের বিভিন্ন স্থানে সাত থেকে আটশো বালুভর্তি ট্রাক দাড় করিয়ে অতিরিক্ত বালু নামানো হয়। এতে কিছুটা যানজট হয়। তবে আমরা অনেকটা বাধ্য হয়েই মহাসড়কের পাশে ট্রাক দাড় করাই। অনেক সময় প্রশাসন থেকে অভিযান করলেও আমরা নিরুপায়।’
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তা মেরামতের পাশাপাশি আমাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার পাশে কোনোভাবেই যেন বড় গাড়িগুলো দাঁড়াতে না পারে, সে বিষয়েও তদারকি থাকবে। সার্বক্ষণিক আমাদের মনিটরিং টিম কাজ করবে।’
যানজট নিরসনে ঈদের তিন দিন আগ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল ধরনের বালু ও পণ্যবোঝাই ট্রাক বন্ধে হুঁশিয়ারি দিয়ে জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘যানজট নিরসনে আগামী ১৮ এপ্রিল থেকে ঈদের দিন রাত পর্যন্ত পুলিশের ৭৫০ জন সদস্য ২৪ ঘণ্টা মাঠে থাকবে। পণ্যবোঝাই ট্রাকসহ কোনো ধরনের গাড়ি মহাসড়কের পাশে পার্কিং করা যাবে না। কেউ আইনের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দু-পাশের দুই লেনের প্রায় কয়েক কিলোমিটার জুড়ে বেশির ভাগ সময় বালু-পণ্যবোঝাই ট্রাক এবং কাভার্ডভ্যানের দখল থাকে। এ কারণে ওই সড়কে অধিকাংশ সময় যানজটের সৃষ্টি হয়। তবে ঈদে ওই যানবাহনগুলোর কোনো ব্যবস্থা না করা হলে ঈদে অতিরিক্ত পরিবহনগুলো মিলে আরও তীব্র যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকেরা।
তবে যানজট নিরসনে ও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে নানা উদ্যোগের কথা জানিয়েছেন কর্তৃপক্ষ।
গতকাল রোববার সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই এলাকায় রাস্তার দু-পাশে শত শত বালুভর্তি ট্রাক দাঁড় করিয়ে রেখেছেন চালকেরা। এসব ট্রাক থেকে বালু নামিয়ে রাখা হয় মহাসড়কের পাশে। এতে করে রাস্তা সংকীর্ণ হওয়ায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজটের। চুরখাই ছাড়াও ত্রিশাল উপজেলার বইলর, ত্রিশাল বাসস্ট্যান্ড, ভালুকার পল্লিবিদ্যুৎ, স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় বালু, পণ্যবোঝাই ট্রাক এবং কাভার্ডভ্যানের দখলে থাকায় চালকেরা যানজটের আশঙ্কা করছেন।
শেরপুর থেকে ঢাকাগামী সারদা পরিবহনের চালক হজরত আলী বাবু জানান, শেরপুর থেকে ঢাকা যেতে বেশ কিছু স্থানে যানজট হয়। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে ঈদে মানুষ স্বস্তিতে ঘরে ফিরতে পারবে। বিশেষ করে ময়মনসিংহ এলাকায় শম্ভুগঞ্জ, ঢাকা বাইপাস মোড়, চুরখাই, বইলর, ত্রিশাল এবং ভালুকার কিছু অংশে পণ্যবোঝাই ট্রাকসহ বিভিন্ন কোম্পানির কাভার্ডভ্যান মহাসড়কের দু-পাশে দাঁড়ানো থাকে। সেগুলো যানজটের অন্যতম কারণ।
সোনার বাংলা পরিবহনের চালক জহিরুল হক জানান, মহাসড়কে ইজিবাইক, মাহেন্দ্র চলাচল বন্ধ না হলে বরাবরের মতো এ বছরও যানজট হবে। এসব অবৈধ যানের পাশাপাশি মহাসড়কের দুপাশে বালুভর্তি ট্রাক যানজটের অন্যতম কারণ হবে। কারণ বালুভর্তি ট্রাকের কারণে প্রতিনিয়ত আমাদের যানজটের মধ্যে পড়তে হচ্ছে। এগুলো দেখার কেউ নেই। প্রায় সময় ঘটছে দুর্ঘটনাও।
ট্রাকচালক মো. রুকনুজ্জামান বলেন, ‘নেত্রকোনার দুর্গাপুর থেকে ঢাকার দিকে বালুভর্তি যেসব ট্রাক যায় সেগুলো চুরখাই এলাকায় দাঁড় করিয়ে অতিরিক্ত বালু আনলোড করা হয়। আমাদের স্ট্যান্ড না থাকায় আমরা দীর্ঘদিন ধরেই মহাসড়কের পাশাপাশি বালু ট্রাক দাঁড় করিয়ে রাখতে বাধ্য হচ্ছি। প্রশাসন বলেছে আমাদের একটি স্ট্যান্ড করে দেবে, তাহলে আর এ সমস্যা হবে না।’
ট্রাকের অপর এক চালক আক্কাছ আলী বলেন, ‘চুরখাইসহ মহাসড়কের বিভিন্ন স্থানে সাত থেকে আটশো বালুভর্তি ট্রাক দাড় করিয়ে অতিরিক্ত বালু নামানো হয়। এতে কিছুটা যানজট হয়। তবে আমরা অনেকটা বাধ্য হয়েই মহাসড়কের পাশে ট্রাক দাড় করাই। অনেক সময় প্রশাসন থেকে অভিযান করলেও আমরা নিরুপায়।’
ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী খলিলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে রাস্তা মেরামতের পাশাপাশি আমাদের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাস্তার পাশে কোনোভাবেই যেন বড় গাড়িগুলো দাঁড়াতে না পারে, সে বিষয়েও তদারকি থাকবে। সার্বক্ষণিক আমাদের মনিটরিং টিম কাজ করবে।’
যানজট নিরসনে ঈদের তিন দিন আগ থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সকল ধরনের বালু ও পণ্যবোঝাই ট্রাক বন্ধে হুঁশিয়ারি দিয়ে জেলা পুলিশ সুপার মো. মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘যানজট নিরসনে আগামী ১৮ এপ্রিল থেকে ঈদের দিন রাত পর্যন্ত পুলিশের ৭৫০ জন সদস্য ২৪ ঘণ্টা মাঠে থাকবে। পণ্যবোঝাই ট্রাকসহ কোনো ধরনের গাড়ি মহাসড়কের পাশে পার্কিং করা যাবে না। কেউ আইনের ব্যত্যয় ঘটালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৯ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১০ ঘণ্টা আগে