নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় চেয়ারম্যানপুত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের দুই সহযোগী পালিয়ে যান। আজ রোববার বিকেলে তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার হোগলা ইউনিয়নের উকুয়াকান্দা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পূর্বধলার সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের ছেলে মো. তুষার আহম্মদ (৩৫) এবং দেওটুকুন এলাকার নজরুল তালুকদারের ছেলে বাপ্পা (৩৫)। এ ঘটনায় মাইক্রোবাসের চালক বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল বিকেলে উপজেলার উকুয়াকান্দা সড়কে একটি মাইক্রোবাসকে দুটি মোটরসাইকেলে পথরোধ করেন চার ব্যক্তি। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসের চালক ও হেলপারকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে যান। এ সড়ক দিয়ে যেতে হলে তাদের মাসোহারা দিতে হবে বলে তাঁদের পকেটে থাকা পাঁচ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে ফোন করে বাড়ি থেকে আরও এক লাখ টাকা আনতে বলে ডিবি পরিচয়ধারীরা। মাইক্রোবাসের হেলপার মো. আনোয়ার হোসেন কৌশলে পুলিশকে এ ঘটনা ফোনে জানান।
ঘটনা জেনে পুলিশ দ্রুত সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুষার আহম্মেদ ছাড়া বাকিরা পালিয়ে যান। পরে তুষারের দেওয়া তথ্যে রাতেই বাপ্পাকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম জানায় তুষার। তাঁরা হলেন পূর্বধলা উপজেলার মহিষবেড় গ্রামের মো. বাচ্চু (৪৫) ও ভিকুনিয়া গ্রামের সাগর আহম্মদ (৩৪)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পূর্বধলায় পুলিশের পরিচয়ে ছিনতাই-চাঁদাবাজি করছিল এই চক্রটি। মানুষ তাদের সত্যিকার পুলিশ ভেবে আমাদের নামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নালিশ করছিল। আমরা এ বিষয়টি নিয়ে বিব্রত ছিলাম। অনেক দিন থেকেই ওই চক্রের সদস্যদের ধরার জন্য চেষ্টা করছিলাম। এবার তাদের হাতেনাতে ধরতে পেরেছি।’
ওসি আরও বলেন, ‘তুষার এই কাজে তাঁর সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এ চক্রের পালিয়ে যাওয়া দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
নেত্রকোনার পূর্বধলায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ে চাঁদাবাজির সময় চেয়ারম্যানপুত্রসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের দুই সহযোগী পালিয়ে যান। আজ রোববার বিকেলে তাঁদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার হোগলা ইউনিয়নের উকুয়াকান্দা সড়ক থেকে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন পূর্বধলার সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুলের ছেলে মো. তুষার আহম্মদ (৩৫) এবং দেওটুকুন এলাকার নজরুল তালুকদারের ছেলে বাপ্পা (৩৫)। এ ঘটনায় মাইক্রোবাসের চালক বাদী হয়ে পূর্বধলা থানায় মামলা করেছেন। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গতকাল বিকেলে উপজেলার উকুয়াকান্দা সড়কে একটি মাইক্রোবাসকে দুটি মোটরসাইকেলে পথরোধ করেন চার ব্যক্তি। তাঁরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাইক্রোবাসের চালক ও হেলপারকে নামিয়ে নির্জন স্থানে নিয়ে যান। এ সড়ক দিয়ে যেতে হলে তাদের মাসোহারা দিতে হবে বলে তাঁদের পকেটে থাকা পাঁচ হাজার ১৫০ টাকা ছিনিয়ে নেয়। পরে ফোন করে বাড়ি থেকে আরও এক লাখ টাকা আনতে বলে ডিবি পরিচয়ধারীরা। মাইক্রোবাসের হেলপার মো. আনোয়ার হোসেন কৌশলে পুলিশকে এ ঘটনা ফোনে জানান।
ঘটনা জেনে পুলিশ দ্রুত সেখানে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তুষার আহম্মেদ ছাড়া বাকিরা পালিয়ে যান। পরে তুষারের দেওয়া তথ্যে রাতেই বাপ্পাকে আটক করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ব্যক্তিদের নাম জানায় তুষার। তাঁরা হলেন পূর্বধলা উপজেলার মহিষবেড় গ্রামের মো. বাচ্চু (৪৫) ও ভিকুনিয়া গ্রামের সাগর আহম্মদ (৩৪)।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পূর্বধলায় পুলিশের পরিচয়ে ছিনতাই-চাঁদাবাজি করছিল এই চক্রটি। মানুষ তাদের সত্যিকার পুলিশ ভেবে আমাদের নামে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নালিশ করছিল। আমরা এ বিষয়টি নিয়ে বিব্রত ছিলাম। অনেক দিন থেকেই ওই চক্রের সদস্যদের ধরার জন্য চেষ্টা করছিলাম। এবার তাদের হাতেনাতে ধরতে পেরেছি।’
ওসি আরও বলেন, ‘তুষার এই কাজে তাঁর সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় করা মামলায় ওই দুজনকে গ্রেপ্তার দেখিয়ে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে এ চক্রের পালিয়ে যাওয়া দুজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।’
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
২ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
৩ ঘণ্টা আগে