ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ইউপি সদস্যকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ১২০ জনপ্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা পরিষদের ডাকবাংলো থেকে মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন তাঁরা।
গত বুধবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের পাশে হামলার শিকার হন ওয়ার্ড সদস্য আবুল বাশার। ১০-১৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এর আগে ২ ফেব্রুয়ারি উচাখিলা ইউপির সংরক্ষিত ওয়ার্ড সদস্য রোকসানা আক্তারকে মারধরের অভিযোগ ওঠে চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে।
চেয়ারম্যান সেলিম পরিষদে নিজের কক্ষে সেদিন বৈঠকে বসেন। সেখানে মতবিরোধকে কেন্দ্র করে নারী ইউপি সদস্য রোকসানাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে এলোপাতাড়ি কিলঘুষি মারেন ও জুতাপেটা করেন। এ নিয়ে ৪ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা করা হয়। তবে আদালত থেকে জামিন নেন তিনি। নারী ইউপি সদস্যের পক্ষ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলায় আরেক ইউপি সদস্য আবুল বাশারকে শায়েস্তা করতে বুধবার হামলা করা হয় বলে অভিযোগ সেলিম চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করছেন সেলিম চেয়ারম্যান।
ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার ঘটনায় গতকাল সন্ধ্যায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে একত্র হন ১১টি ইউনিয়ন ও পৌরসভার নারী-পুরুষ সদস্যরা। ১২০ জনপ্রতিনিধি ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বৈঠক করেন। পরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। অপর দিকে ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে উচাখিলা বাজারে বিক্ষোভ মিছিল হয়। স্থানীয়দের ব্যানারে এতে অংশ নেয় ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত একাধিক ইউপি সদস্য জানান, হামলার শিকার ইউপি সদস্য আবুল বাশার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার পর তাঁর পক্ষ নেওয়ায় আবুল বাশারের ওপর হামলা চালানো হয় বলে দাবি তাঁদের। তাঁরা বলেন, আবুল বাশারের ওপর নির্যাতনের ঘটনায় উপযুক্ত বিচার না হলে আগামী রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সেলিম বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন।’
সেলিম বলেন, ‘ঘটনার দিন দুপুরে সব মেম্বারকে নিয়ে পরিষদে বসাছিলাম। কিছুক্ষণ পর আবুল বাশার এবং মাসুদ মেম্বার একটি মোটরসাইকেল নিয়ে পরিষদ থেকে বেরিয়ে যান। একটু পর খবর আসে বাশার মেম্বারকে চার-পাঁচজন ছেলে স্কুল গেটের সামনে মারধর করেছে। আমি গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করি, কিন্তু তারা কেউ ছেলেগুলোকে চিনতে পারেনি। পরে আহত ইউপি সদস্যকে চিকিৎসার ব্যবস্থা নিতে বলি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে দুই ইউপি সদস্যকে মারধরের ঘটনায় ইউপি চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিমের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ১২০ জনপ্রতিনিধি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর জেলা পরিষদের ডাকবাংলো থেকে মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন তাঁরা।
গত বুধবার বিকেলে উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদের পাশে হামলার শিকার হন ওয়ার্ড সদস্য আবুল বাশার। ১০-১৫ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। এর আগে ২ ফেব্রুয়ারি উচাখিলা ইউপির সংরক্ষিত ওয়ার্ড সদস্য রোকসানা আক্তারকে মারধরের অভিযোগ ওঠে চেয়ারম্যান সেলিমের বিরুদ্ধে।
চেয়ারম্যান সেলিম পরিষদে নিজের কক্ষে সেদিন বৈঠকে বসেন। সেখানে মতবিরোধকে কেন্দ্র করে নারী ইউপি সদস্য রোকসানাকে চুলের মুঠি ধরে টানাহেঁচড়া করে এলোপাতাড়ি কিলঘুষি মারেন ও জুতাপেটা করেন। এ নিয়ে ৪ ফেব্রুয়ারি ইউপি চেয়ারম্যানকে আসামি করে মামলা করা হয়। তবে আদালত থেকে জামিন নেন তিনি। নারী ইউপি সদস্যের পক্ষ নিয়ে সংবাদমাধ্যমে কথা বলায় আরেক ইউপি সদস্য আবুল বাশারকে শায়েস্তা করতে বুধবার হামলা করা হয় বলে অভিযোগ সেলিম চেয়ারম্যানের বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করছেন সেলিম চেয়ারম্যান।
ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার ঘটনায় গতকাল সন্ধ্যায় জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গণে একত্র হন ১১টি ইউনিয়ন ও পৌরসভার নারী-পুরুষ সদস্যরা। ১২০ জনপ্রতিনিধি ইউপি সদস্যের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বৈঠক করেন। পরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল নিয়ে থানায় গিয়ে লিখিত অভিযোগ দেন। অপর দিকে ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে গতকাল বিকেলে উচাখিলা বাজারে বিক্ষোভ মিছিল হয়। স্থানীয়দের ব্যানারে এতে অংশ নেয় ইউনিয়নের সর্বস্তরের জনগণ।
বিক্ষোভ মিছিলে উপস্থিত একাধিক ইউপি সদস্য জানান, হামলার শিকার ইউপি সদস্য আবুল বাশার বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। নারী ইউপি সদস্যকে লাঞ্ছিত করার পর তাঁর পক্ষ নেওয়ায় আবুল বাশারের ওপর হামলা চালানো হয় বলে দাবি তাঁদের। তাঁরা বলেন, আবুল বাশারের ওপর নির্যাতনের ঘটনায় উপযুক্ত বিচার না হলে আগামী রোববার কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে ইউপি সদস্য আবুল বাশারের ওপর হামলার অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সেলিম বলেন, ‘আমাকে হেয়প্রতিপন্ন করতেই আমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে প্রতিপক্ষের লোকজন।’
সেলিম বলেন, ‘ঘটনার দিন দুপুরে সব মেম্বারকে নিয়ে পরিষদে বসাছিলাম। কিছুক্ষণ পর আবুল বাশার এবং মাসুদ মেম্বার একটি মোটরসাইকেল নিয়ে পরিষদ থেকে বেরিয়ে যান। একটু পর খবর আসে বাশার মেম্বারকে চার-পাঁচজন ছেলে স্কুল গেটের সামনে মারধর করেছে। আমি গিয়ে স্থানীয়দের জিজ্ঞেস করি, কিন্তু তারা কেউ ছেলেগুলোকে চিনতে পারেনি। পরে আহত ইউপি সদস্যকে চিকিৎসার ব্যবস্থা নিতে বলি।’
অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পি এস এম মোস্তাছিনুর রহমান বলেন, ‘ইউপি সদস্যের ওপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের গজারিয়ায় বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে সাব্বির হোসেন নামের এক এসএসসি পরীক্ষার্থীর হাত থেকে কবজি বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীর সহপাঠী ও স্বজনেরা।
৭ মিনিট আগেঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত থেকে পালিয়ে যাওয়া ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম আরিফ আত্মসমর্পণ করেছেন। সোমবার আত্মসমর্পণের পর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আরিফুল ইসলাম আরিফ হাতিরঝিল থানায় দায়ের করা একটি ডাকাতি ম
১০ মিনিট আগেদুপুরে মহাখালীতে সড়ক অবরোধের সময় শিক্ষার্থীদের আন্দোলন থেকে আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটিতে হামলা করা হয়। এতে নারী–শিশুসহ অনেক যাত্রী আহত হন। এ ঘটনার পরেও চালক ট্রেনটি কমলাপুরে নিয়ে আসেন। সেই ট্রেনটি বিকেল ৫টার দিকে আবার নোয়াখালী অভিমুখে যাত্রা করে।
১৩ মিনিট আগেসৌদি আরবের রাজধানী রিয়াদে সড়ক দুর্ঘটনায় মো. হৃদয় ইসলাম নামের বাংলাদেশি এক যুবক মারা গেছেন। গতকাল রোববার সৌদি আরবের সময় রাত ৯টার দিকে ওই দেশের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
২৪ মিনিট আগে