ময়মনসিংহ প্রতিনিধি
ব্রহ্মপুত্র নদে লঞ্চ-স্টিমার চলবে আগামী বছর থেকে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ব্রহ্মপুত্র নদের চলমান খননকাজের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, জেলা প্রেসক্লাব, জনউদ্যোগ, নাগরিক আন্দোলনের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্প পরিচালক প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার বলেন, ‘২ হাজার ৭৬৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে জামালপুরের পোল্লাকান্দি থেকে গাজীপুরের কাপাসিয়ার টোক পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের ২২৭ কিলোমিটার খননকাজের চলমান রয়েছে। করোনা বিপত্তির কারণে এই পর্যন্ত ১০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।’
সবকিছু স্বাভাবিক থাকলে ২০২৩ সালের জুন মাসের মধ্যেই এই নদে লঞ্চ-স্টিমার চলবে বলেও জানান তিনি।
ব্রহ্মপুত্র নদে লঞ্চ-স্টিমার চলবে আগামী বছর থেকে। মঙ্গলবার বিকেলে ময়মনসিংহে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ব্রহ্মপুত্র নদের চলমান খননকাজের অগ্রগতি পর্যালোচনা ও অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
ময়মনসিংহ জেলা প্রশাসক এনামুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ এর প্রকল্প পরিচালক প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার। এ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, জেলা প্রেসক্লাব, জনউদ্যোগ, নাগরিক আন্দোলনের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্প পরিচালক প্রকৌশলী রাকিবুল ইসলাম তালুকদার বলেন, ‘২ হাজার ৭৬৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে জামালপুরের পোল্লাকান্দি থেকে গাজীপুরের কাপাসিয়ার টোক পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদের ২২৭ কিলোমিটার খননকাজের চলমান রয়েছে। করোনা বিপত্তির কারণে এই পর্যন্ত ১০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।’
সবকিছু স্বাভাবিক থাকলে ২০২৩ সালের জুন মাসের মধ্যেই এই নদে লঞ্চ-স্টিমার চলবে বলেও জানান তিনি।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২২ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৪ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৪ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৬ মিনিট আগে