খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ১৬: ১০

নেত্রকোনার খালিয়াজুরীতে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তানবীর মিয়া (১৯) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এতে আরও দুই জেলে গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার ইয়ারাবাজ হাওরে এ ঘটনা ঘটে। আহতদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। 

তানবীর মিয়া উপজেলা সদরের গছিখাই গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আহতরা হলেন উপজেলার গছিখাই গ্রামের কুতুবউদ্দিন ভূঁইয়ার ছেলে জাহিদুল ইসলাম (২৩) ও পিয়াস (১৮)। বজ্রপাতে হতাহতের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন খালিয়াজুরীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে তানবীরসহ তিনজন ইয়ারাবাজ হাওরে নৌকায় করে মাছ ধরতে যান। রাত দেড়টার দিকে বৃষ্টি ও বজ্রপাত হয়। এ সময় বজ্রপাতে তানবীরসহ তিনজনই গুরুতর আহত হন। আশপাশের জেলেরা দেখতে পেয়ে তাঁদেরকে উদ্ধার করে তীরে নিয়ে আসেন। এরপর স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তানবীরকে মৃত ঘোষণা করেন। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে মমেক হাসপাতালে পাঠান হয়। 

ওসি মকবুল হোসেন বলেন, ‘নিহতের লাশ সুরতহাল প্রতিবেদন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আর গুরুতর আহত দুজনকে মমেক হাসপাতালে পাঠানো হয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত