নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোলিং চেয়ার ঘুরিয়ে নবীন এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক জাহানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করা হয়।
এর আগে জুনিয়রকে নির্যাতন করার ঘটনায় আন্দোলন শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে গত ১৪ মার্চ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর দে এর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে বসেছিলেন। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।
এদিকে আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি বিকেল ৪টায় বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্তে বলা হয়, সৌমিক জাহানকে (চারুকলা বিভাগ) সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হলো। একইসাথে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদুপরি তাঁর অভিভাবকেকে আগামী শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ করা হয়েছে।
এছাড়াও সভায় অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রাজু মিয়া (লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ), নাজমুল হুদা দেওয়ানী (অর্থনীতি), আফজাল হোসাইন শান্ত (চারুকলা) ও খন্দকার রিফাদুল হাসানের (চারুকলা) আসন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্তে আরও বলা হয়, র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহানের পরিবারকে বহন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে নির্যাতনের শিকার হন সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্র। আর অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহান চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে রোলিং চেয়ার ঘুরিয়ে নবীন এক ছাত্রকে নির্যাতনের ঘটনায় চারুকলা বিভাগের শিক্ষার্থী সৌমিক জাহানকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির বৈঠকে তাঁকে বহিষ্কার করা হয়।
এর আগে জুনিয়রকে নির্যাতন করার ঘটনায় আন্দোলন শুরু করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে গত ১৪ মার্চ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড সৌমিত্র শেখর দে এর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকে বসেছিলেন। পরে উপাচার্যের সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত করে শিক্ষার্থীরা।
এদিকে আজ রোববার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটি বিকেল ৪টায় বৈঠকে বসে। বৈঠকে সিদ্ধান্তে বলা হয়, সৌমিক জাহানকে (চারুকলা বিভাগ) সাময়িকভাবে বহিষ্কারের সুপারিশ করা হলো। একইসাথে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদুপরি তাঁর অভিভাবকেকে আগামী শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত থাকার আমন্ত্রণ করা হয়েছে।
এছাড়াও সভায় অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী রাজু মিয়া (লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগ), নাজমুল হুদা দেওয়ানী (অর্থনীতি), আফজাল হোসাইন শান্ত (চারুকলা) ও খন্দকার রিফাদুল হাসানের (চারুকলা) আসন বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সিদ্ধান্তে আরও বলা হয়, র্যাগিংয়ের শিকার শিক্ষার্থীর চিকিৎসার যাবতীয় ব্যয়ভার অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহানের পরিবারকে বহন করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ১২ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয়ের অগ্নিবীণা হলের ২০৪ নম্বর কক্ষে নির্যাতনের শিকার হন সংগীত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক ছাত্র। আর অভিযুক্ত শিক্ষার্থী সৌমিক জাহান চারুকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
৮০ বছরের বেশি বয়স আবদুর রশিদের। বার্ধক্যজনিত কারণে শারীরিক নানা জটিলতায় দিন পার করছেন তিনি। অভাবের সংসারে চিকিৎসার খরচ কিছুটা হলেও মেটাতে পারতেন সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া বয়স্ক ভাতার টাকা দিয়ে। মোবাইল ব্যাংকিং সেবা নগদের নম্বরে তিন মাস পরপর এই টাকা আসে। প্রতিবারের মতো এবারও..
১৮ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অন্তবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও সাংবাদিককে মারধরের ঘটনায় পৃথক দুইটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
২১ মিনিট আগেগোপালগঞ্জে মোটরসাইকেলে ট্রাক চাপায় এক ঠিকাদার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৭ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে ব্যক্তি উদ্যোগে গড়ে ওঠা মাজার ভেঙে দিল এলাকাবাসী। গতকাল সোমবার রাতে রামচন্দ্রপুর গ্রামের আব্দুল হামিদের বাড়িতে গড়ে তোলা বুরহান উদ্দিন (র.) নামের এ মাজার ভেঙে ফেলা হয়।
২৯ মিনিট আগে