সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানা (জেএফসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেনকে (৪৫) মারধরের অভিযোগ উঠেছে সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিসংলগ্ন কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তাঁরা গাজীপুরের মাওনা এলাকার বাসিন্দা। নিজ বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার সকালে তাঁর স্বামী তোফাজ্জল হোসেন কান্দারপাড়া বাসস্ট্যান্ডে বাসের টিকিট আনতে যান। এ সময় তিনি হামলার শিকার হন।
তোফাজ্জল হোসেনের সহকর্মী মহিউদ্দিন জানান, করোনার কারণে তাঁর পরিবার দীর্ঘদিন বাড়িতে যেতে পারছিল না। তুষার-তুহিন কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার পথে ১৫-২০ জন তোফাজ্জলকে জোরপূর্বক বাজারের ভেতরে নিতে চায়। একপর্যায়ে তারা তোফাজ্জলকে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।’
সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
দেশের সর্ববৃহৎ যমুনা সার কারখানা (জেএফসিএল) শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তোফাজ্জল হোসেনকে (৪৫) মারধরের অভিযোগ উঠেছে সাবেক সিবিএ নেতার বিরুদ্ধে। আজ শুক্রবার জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিসংলগ্ন কান্দারপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তোফাজ্জল হোসেনকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতের স্ত্রী মাসুমা পারভীন জানান, তাঁরা গাজীপুরের মাওনা এলাকার বাসিন্দা। নিজ বাড়িতে যাওয়ার জন্য শুক্রবার সকালে তাঁর স্বামী তোফাজ্জল হোসেন কান্দারপাড়া বাসস্ট্যান্ডে বাসের টিকিট আনতে যান। এ সময় তিনি হামলার শিকার হন।
তোফাজ্জল হোসেনের সহকর্মী মহিউদ্দিন জানান, করোনার কারণে তাঁর পরিবার দীর্ঘদিন বাড়িতে যেতে পারছিল না। তুষার-তুহিন কাউন্টার থেকে টিকিট নিয়ে ফেরার পথে ১৫-২০ জন তোফাজ্জলকে জোরপূর্বক বাজারের ভেতরে নিতে চায়। একপর্যায়ে তারা তোফাজ্জলকে বেধড়ক মারধর শুরু করে। খবর পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে জেএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাধারণ সম্পাদক শফিকুর রহমান অভিযোগ করে বলেন, ‘সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নির্দেশে স্থানীয় সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে।’
সিবিএর সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘মারধরের বিষয়ে আমি কিছুই জানি না।’
তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ (উপপরিদর্শক) আব্দুল লতিফ বলেন, ‘বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁয় নজরুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দক্ষিণ সুলতানপুর এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগেবিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে আটক তিন চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
১০ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকাগামী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
১০ মিনিট আগেবুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। গত ১৫ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে হাজারীবাগ এনায়েতগঞ্জ জামে মসজিদের সামনে আক্রমণের শিকার হন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
২২ মিনিট আগে