ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় হঠাৎ অসুস্থ হয়ে শিউলী আক্তার (৩৬) নামের এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে এসকিউ বিরিকিনা কারখানায় এই ঘটনা ঘটে। এর আগে একই কারখানার দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।
শিউলীর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসাইন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ প্রাথমিকভাবে এই চিকিৎসক জানাতে পারেননি। শিউলী নেত্রকোনার মদন উপজেলার আলমুশরা রাজতলা গ্রামের বাসিন্দা।
কারখানার শ্রমিক ও শিল্পপুলিশ জানায়, আজ সকালে জামিরদিয়া গ্রামের পোশাক কারখানা এসকিউ স্টেশনের বিরিকিনার এক নম্বর ইউনিটের ৭ জন ও সেলসিয়াস লিমিটেডের ৫ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন, শিউলী, নিশাদ (৩০), সুমি (৩০), শারমিন (২৩), সেলিম (২৯), রেজিনা (২৬), হাসিনা (৩৬), অজুফা (২১), মারুফা (২১), সুফিয়া (৩১), জোসনা (৩২) ও রহিমা (২৫)।
অসুস্থ শ্রমিকদের শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শিউলী আক্তারের মৃত্যু হয়। এর আগেও ওই কারখানার ৩৪ জন শ্রমিক অসুস্থ হন। সেই ঘটনায় দুজন শ্রমিক মারা যান বলে জানায় শিল্প পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এসকিউ গ্রুপের কারখানায় আবারও শ্রমিক অসুস্থ ও একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ময়মনসিংহের ভালুকায় হঠাৎ অসুস্থ হয়ে শিউলী আক্তার (৩৬) নামের এক নারী পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিরদিয়া গ্রামে এসকিউ বিরিকিনা কারখানায় এই ঘটনা ঘটে। এর আগে একই কারখানার দুই শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটে।
শিউলীর মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ হাসানুল হোসাইন। তাঁর মৃত্যুর প্রকৃত কারণ প্রাথমিকভাবে এই চিকিৎসক জানাতে পারেননি। শিউলী নেত্রকোনার মদন উপজেলার আলমুশরা রাজতলা গ্রামের বাসিন্দা।
কারখানার শ্রমিক ও শিল্পপুলিশ জানায়, আজ সকালে জামিরদিয়া গ্রামের পোশাক কারখানা এসকিউ স্টেশনের বিরিকিনার এক নম্বর ইউনিটের ৭ জন ও সেলসিয়াস লিমিটেডের ৫ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাঁরা হলেন, শিউলী, নিশাদ (৩০), সুমি (৩০), শারমিন (২৩), সেলিম (২৯), রেজিনা (২৬), হাসিনা (৩৬), অজুফা (২১), মারুফা (২১), সুফিয়া (৩১), জোসনা (৩২) ও রহিমা (২৫)।
অসুস্থ শ্রমিকদের শ্রীপুরের মাওনা আল হেরা হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে চারজন শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে শিউলী আক্তারের মৃত্যু হয়। এর আগেও ওই কারখানার ৩৪ জন শ্রমিক অসুস্থ হন। সেই ঘটনায় দুজন শ্রমিক মারা যান বলে জানায় শিল্প পুলিশ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এরশাদুল আহমেদ এসকিউ গ্রুপের কারখানায় আবারও শ্রমিক অসুস্থ ও একজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩৩ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৪ মিনিট আগে