ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের হারিয়ে যাওয়া মোবাইল ফোন এক মাসেও উদ্ধার হয়নি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার মোবাইল ফোন উদ্ধার না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নিজের নির্বাচনী এলাকা ইসলামপুর উপজেলায় পৌর শহরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ইসলামপুর আসন থেকে টানা ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম রাশেদ মোশারফের সহধর্মিণী হাসনা মোশাররফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী। এ সময় পাঞ্জাবির পকেটে রাখা তাঁর ব্যবহৃত ১৫ প্রো ম্যাক্স মডেলের আইফোনসহ দুটি মোবাইল ফোন হারিয়ে যায়।
এ বিষয়ে ওই দিন রাতে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইসমাইল হোসেন। ঘটনার মাস পেরিয়ে গেলেও ফোনের হদিস মেলাতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, ফোন উদ্ধারে একাধিক টিম কাজ করছে।
ওসি সুমন তালুকদার বলেন, ‘মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই ফোন উদ্ধারের ভালো কোনো খবর পাব।’
এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের গাড়ির ভেতর থেকে তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়। পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হওয়ায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় ফোনটি।
জামালপুরের ইসলামপুরে প্রয়াত ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশাররফের স্ত্রীর জানাজায় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান দুলালের হারিয়ে যাওয়া মোবাইল ফোন এক মাসেও উদ্ধার হয়নি। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার মোবাইল ফোন উদ্ধার না হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় নিজের নির্বাচনী এলাকা ইসলামপুর উপজেলায় পৌর শহরের শহীদ মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তম গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ইসলামপুর আসন থেকে টানা ছয়বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী মরহুম রাশেদ মোশারফের সহধর্মিণী হাসনা মোশাররফের জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী। এ সময় পাঞ্জাবির পকেটে রাখা তাঁর ব্যবহৃত ১৫ প্রো ম্যাক্স মডেলের আইফোনসহ দুটি মোবাইল ফোন হারিয়ে যায়।
এ বিষয়ে ওই দিন রাতে ইসলামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ধর্মমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ইসমাইল হোসেন। ঘটনার মাস পেরিয়ে গেলেও ফোনের হদিস মেলাতে পারেনি পুলিশ। তবে পুলিশের দাবি, ফোন উদ্ধারে একাধিক টিম কাজ করছে।
ওসি সুমন তালুকদার বলেন, ‘মন্ত্রী মহোদয়ের মোবাইল ফোন উদ্ধারে আমাদের একাধিক টিম কাজ করছে। আশা করছি, শিগগিরই ফোন উদ্ধারের ভালো কোনো খবর পাব।’
এর আগে ২০২১ সালের ৩০ মে সন্ধ্যায় ঢাকার বিজয় সরণি মোড়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের গাড়ির ভেতর থেকে তাঁর হাতে থাকা মোবাইল ফোনটি ছিনতাই হয়। পরিকল্পনামন্ত্রীর মোবাইল ফোন ছিনতাই হওয়ায় দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় শতাধিক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে উদ্ধার করা হয় ফোনটি।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৬ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৭ মিনিট আগেবরিশাল-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপুকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শরীফুর রহমান কারাগারে পাঠানোর নির্দেশ দেন
১৫ মিনিট আগেশেরপুরের নকলায় পরিত্যক্ত একটি ডোবা থেকে এক দরজির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে গৌড়দ্বার ইউনিয়নের রুণীগাঁও মধ্যপাড়া গ্রামের এক ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহের মুখ ও গলায় একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে।
২০ মিনিট আগে