কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় ধর্ষণের শিকার ১২ বছর ৫ মাস বয়সী এক শিশু অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে আরেক শিশু ও তার অভিভাবকসহ চারজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় এ মামলা করেছেন। কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গত শনিবার মেয়ে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এর আগে মামলার এজাহারে নাম থাকা শিশুটিকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, শিশুটির মা বাদী হয়ে গত শুক্রবার কেন্দুয়া থানায় এ মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় (ধর্ষণ করার অপরাধ ও হুমকি প্রদানের অপরাধ) এ মামলা করা হয়। মামলার এজাহারে অভিযুক্ত শিশুটির বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। তবে আদালতে পাঠানো এক লিখিত ব্যাখ্যায় জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার প্রকৃত বয়স ১২ বছর ৫ মাস ২২ দিন এবং মেয়েটির বয়স ১২ বছর ৫ মাস উল্লেখ করা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেলেই শিশুটিকে আদালতে পাঠানো হয়। অভিযুক্ত আসামি শিশু হওয়ায় থানা-পুলিশের হেফাজতে নেওয়া পর আদালত তাকে নেত্রকোনা জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বলে আদালতের জিআরও শাখা সূত্র জানিয়েছে।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, প্রায় ১১ বছর আগে ওই মেয়ে শিশুটির বাবা মারা যায়। এরপর তাকে নানির বাড়িতে রেখে চট্টগ্রামে গিয়ে একটি পোশাক কারখানায় কাজ নেন। প্রায় দুই বছর আগে তিনি সেখান থেকে সৌদি আরবে যান। এ অবস্থায় গত ২২ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ছয় মাস ধরে ধর্ষণ করা হয়। সবশেষ গত ২০ সেপ্টেম্বরও ধর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে সৌদি আরব থেকে থেকে মা বাড়িতে ফিরে তিনি মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন। তবে এত দিনে মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
অন্যদিকে, মামলার দুই নম্বর আসামি ও অভিযুক্ত শিশুটির বাবা এ মামলাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিশুটিকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া নির্যাতনের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন এবং ২২ ধারায় আদালতে জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেলে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নেত্রকোনার কেন্দুয়ায় ধর্ষণের শিকার ১২ বছর ৫ মাস বয়সী এক শিশু অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগে থানায় মামলা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে আরেক শিশু ও তার অভিভাবকসহ চারজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় এ মামলা করেছেন। কেন্দুয়া উপজেলার মোজাফরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
গত শনিবার মেয়ে শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। একই দিন নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২২ ধারায় আদালতে তার জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। এর আগে মামলার এজাহারে নাম থাকা শিশুটিকে পুলিশ আদালতে পাঠালে আদালত তাকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানায়, শিশুটির মা বাদী হয়ে গত শুক্রবার কেন্দুয়া থানায় এ মামলা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৫০৬ ধারায় (ধর্ষণ করার অপরাধ ও হুমকি প্রদানের অপরাধ) এ মামলা করা হয়। মামলার এজাহারে অভিযুক্ত শিশুটির বয়স ১৯ বছর উল্লেখ করা হয়েছে। তবে আদালতে পাঠানো এক লিখিত ব্যাখ্যায় জন্ম নিবন্ধন সনদ অনুযায়ী তার প্রকৃত বয়স ১২ বছর ৫ মাস ২২ দিন এবং মেয়েটির বয়স ১২ বছর ৫ মাস উল্লেখ করা হয়েছে।
এদিকে শুক্রবার বিকেলেই শিশুটিকে আদালতে পাঠানো হয়। অভিযুক্ত আসামি শিশু হওয়ায় থানা-পুলিশের হেফাজতে নেওয়া পর আদালত তাকে নেত্রকোনা জেলা কারাগারের জেল সুপারের মাধ্যমে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন বলে আদালতের জিআরও শাখা সূত্র জানিয়েছে।
মামলার এজাহারের বিবরণ অনুযায়ী, প্রায় ১১ বছর আগে ওই মেয়ে শিশুটির বাবা মারা যায়। এরপর তাকে নানির বাড়িতে রেখে চট্টগ্রামে গিয়ে একটি পোশাক কারখানায় কাজ নেন। প্রায় দুই বছর আগে তিনি সেখান থেকে সৌদি আরবে যান। এ অবস্থায় গত ২২ মার্চ শিশুটি ধর্ষণের শিকার হয়। পরে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ছয় মাস ধরে ধর্ষণ করা হয়। সবশেষ গত ২০ সেপ্টেম্বরও ধর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে সৌদি আরব থেকে থেকে মা বাড়িতে ফিরে তিনি মেয়ের কাছ থেকে পুরো ঘটনা জানতে পারেন। তবে এত দিনে মেয়ে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা।
অন্যদিকে, মামলার দুই নম্বর আসামি ও অভিযুক্ত শিশুটির বাবা এ মামলাকে ষড়যন্ত্র বলে দাবি করেছেন।
এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা ও স্থানীয় পেমই পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত শিশুটিকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। এ ছাড়া নির্যাতনের শিকার শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন এবং ২২ ধারায় আদালতে জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পেলে এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৪ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৫ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৬ ঘণ্টা আগে