নেত্রকোনা প্রতিনিধি
অবৈধভাবে ইটভাটা চালানোর অভিযোগে নেত্রকোনার আটপাড়া উপজেলার ‘নেহাল ব্রিকস ফিল্ড’ নামের ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এর দুদিন পরই সেটি চালু করে ইটভাটা কর্তৃপক্ষ। ভাটাটিতে এরপর থেকে পুরোদমে শুরু হয় ইট পোড়ানোর কাজ।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে নেহাল ব্রিকস ফিল্ডে ভেঙে দেওয়া জায়গাগুলো মাটি দিয়ে সংস্কার করতে দেখা গেছে। ওই ইটভাটার শ্রমিক নূর মোহাম্মদ বলেন, অভিযানে ইটভাটার তিনটি স্থানের কিছু অংশ ভ্যাকু দিয়ে ভেঙে দেয় প্রশাসন। পরে মাটি দিয়ে সেই স্থান মেরামত করা হয়েছে। বন্ধের দুই-তিন দিন পরই এটি চালু করা হয়েছে। তবে কি উপায়ে চালু করা হয়েছে তা তিনি জানেন না।
এ বিষয়ে ইট ভাটাটির মালিক আব্দুস সামাদ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আজ বুধবার। তিনি ভাটা চালু করার কথা স্বীকার করে বলেন, ‘প্রশাসন জরিমানা করে বন্ধ করেছে সত্য। এখন আমি আবারও চালু করেছি।’ আবারও চালুর জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না অনুমতি নেওয়া হয়নি। আমি–ই চালু করেছি।’
নেহাল ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গত ১৯ জানুয়ারি প্রশাসন অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে এটির কার্যক্রম বন্ধ করেছে। তবে একজন নেতার মাধ্যমে দ্রুত ইটভাটার কার্যক্রম ফের চালু করা হয়েছে। নেতার নাম জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই ইটভাটায় অভিযান চালানো হয়। ৬০ হাজার টাকা জরিমানাসহ এটির কার্যক্রম বন্ধ করা হয়। সাংবাদিকদের মাধ্যমে জেনেছি ইটভাটাটি সংস্কার করে ফের কার্যক্রম শুরু করেছে। এটি আইন বিরোধী। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর জাহান চৌধুরী বলেন, নিয়ম না মেনে গড়ে ওঠা পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেত্রকোনা জেলার নেটওয়ার্ক মেম্বার দেলোয়ার খান বলেন, ‘পরিবেশের ক্ষতি মেনে নেওয়া যাবে না। পরিবেশে দূষিত হলে এর কুফল আমাদের সবার ওপর পড়বে। যেসব ইটভাটা বিদ্যালয় বা বসতবাড়ির আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলো দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে আটপাড়ার ইউএনওকে বলব।’
অবৈধভাবে ইটভাটা চালানোর অভিযোগে নেত্রকোনার আটপাড়া উপজেলার ‘নেহাল ব্রিকস ফিল্ড’ নামের ইটভাটাটি বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু এর দুদিন পরই সেটি চালু করে ইটভাটা কর্তৃপক্ষ। ভাটাটিতে এরপর থেকে পুরোদমে শুরু হয় ইট পোড়ানোর কাজ।
গতকাল মঙ্গলবার বিকেলে সরেজমিন গিয়ে নেহাল ব্রিকস ফিল্ডে ভেঙে দেওয়া জায়গাগুলো মাটি দিয়ে সংস্কার করতে দেখা গেছে। ওই ইটভাটার শ্রমিক নূর মোহাম্মদ বলেন, অভিযানে ইটভাটার তিনটি স্থানের কিছু অংশ ভ্যাকু দিয়ে ভেঙে দেয় প্রশাসন। পরে মাটি দিয়ে সেই স্থান মেরামত করা হয়েছে। বন্ধের দুই-তিন দিন পরই এটি চালু করা হয়েছে। তবে কি উপায়ে চালু করা হয়েছে তা তিনি জানেন না।
এ বিষয়ে ইট ভাটাটির মালিক আব্দুস সামাদ তালুকদারের সঙ্গে মোবাইল ফোনে কথা হয় আজ বুধবার। তিনি ভাটা চালু করার কথা স্বীকার করে বলেন, ‘প্রশাসন জরিমানা করে বন্ধ করেছে সত্য। এখন আমি আবারও চালু করেছি।’ আবারও চালুর জন্য অনুমতি নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘না অনুমতি নেওয়া হয়নি। আমি–ই চালু করেছি।’
নেহাল ব্রিকস ফিল্ডের ব্যবস্থাপক আনোয়ার হোসেন জানান, গত ১৯ জানুয়ারি প্রশাসন অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা করেছে। সেই সঙ্গে এটির কার্যক্রম বন্ধ করেছে। তবে একজন নেতার মাধ্যমে দ্রুত ইটভাটার কার্যক্রম ফের চালু করা হয়েছে। নেতার নাম জানতে চাইলে তিনি তা জানাতে অস্বীকৃতি জানান।
আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাকিল আহমেদ বলেন, উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী এই ইটভাটায় অভিযান চালানো হয়। ৬০ হাজার টাকা জরিমানাসহ এটির কার্যক্রম বন্ধ করা হয়। সাংবাদিকদের মাধ্যমে জেনেছি ইটভাটাটি সংস্কার করে ফের কার্যক্রম শুরু করেছে। এটি আইন বিরোধী। খোঁজ নিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি তানভীর জাহান চৌধুরী বলেন, নিয়ম না মেনে গড়ে ওঠা পরিবেশের জন্য ক্ষতিকর ইটভাটার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) নেত্রকোনা জেলার নেটওয়ার্ক মেম্বার দেলোয়ার খান বলেন, ‘পরিবেশের ক্ষতি মেনে নেওয়া যাবে না। পরিবেশে দূষিত হলে এর কুফল আমাদের সবার ওপর পড়বে। যেসব ইটভাটা বিদ্যালয় বা বসতবাড়ির আশপাশে অবৈধভাবে গড়ে উঠেছে সেগুলো দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।’
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, ‘এ বিষয়ে ব্যবস্থা নিতে আটপাড়ার ইউএনওকে বলব।’
গাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
৩ মিনিট আগেঅনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
৩৩ মিনিট আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
৩৩ মিনিট আগেযশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুনজুর রহমানের মৎস্য ফিডের গুদামঘর ভাঙচুর-লুটপাট এবং অপর এক ব্যক্তির কফি হাউসে আগুন লাগিয়ে ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে সুফলাকাটি ইউনিয়নের কলাগাছি বাজারে এ ঘটনাটি ঘটে। এসময় কলাগাছি বাজার এলাকায়
১ ঘণ্টা আগে