নেত্রকোনায় পুলিশের অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ১০৫ জন

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ২০: ১৩

নেত্রকোনায় গত এক সপ্তাহে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত, চোরাকারবারি, মাদক কারবারি, জুয়াড়ি, সাজাপ্রাপ্ত আসামিসহ ১০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সুপারের সম্মেলনকক্ষে আজ সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হারুন অর রশিদ এ তথ্য জানান।

এসব অভিযানে ৩৫০ কেজি ভারতীয় সুপারি, ৪৩ বোতল ভারতীয় মদ, একটি চুরি যাওয়া ট্রলি, একটি অটোরিকশা, ৭১ বোতল ফেনসিডিল, ১০টি ইয়াবা, ৬ গ্রাম হেরোইন ও ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গত ২৫ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। 

অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, জেলাকে মাদক ও অপরাধমুক্ত করার লক্ষ্যে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধসহ সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করার কাজে যে বা যারাই জড়িত থাকুক, তাকে আইনের আওতায় আনা হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি ও মিডিয়া) লুৎফুর রহমান, ডিবির (পশ্চিম) ওসি মোহাম্মদ আব্দুল আহাদ খান প্রমুখ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত