জামালপুর প্রতিনিধি
জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী প্রেমানন্দ ক্ষত্রিয় শোভনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতের আশ্রয় নিব।’
মামলা থেকে জানা গেছে, প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন জামালপুরের দেওয়ানগঞ্জের ইয়াসমিন আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে ২০১৫ সালে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শোভন স্ত্রীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শোভন। এতে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৩ জুলাই মারা যান ইয়াসমিন।
আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৫ জনের সাক্ষীর ভিত্তিতে আসামি প্রেমানন্দ শোভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্র ধরে তাঁরা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
জামালপুরে স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় স্বামী প্রেমানন্দ ক্ষত্রিয় শোভনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. রফিকুল ইসলাম এই রায় ঘোষণা করেন।
বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন মামলার আসামিপক্ষের আইনজীবী মো. দিদারুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা এই মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছি। উচ্চ আদালতের আশ্রয় নিব।’
মামলা থেকে জানা গেছে, প্রেমানন্দ ক্ষত্রিয় শোভন জামালপুরের দেওয়ানগঞ্জের ইয়াসমিন আক্তারের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি ধর্মান্তরিত হয়ে ২০১৫ সালে তাঁকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই শোভন স্ত্রীকে জমি লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে তাঁদের মধ্যে কলহ সৃষ্টি হয়। এর জেরে ২০২০ সালের ১ জুলাই রাতে স্ত্রীর গায়ে পেট্রল ঢেলে জ্বলন্ত চুলার ওপর ধাক্কা দিয়ে ফেলে দেন শোভন। এতে দগ্ধ হলে ইয়াসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০২০ সালের ১৩ জুলাই মারা যান ইয়াসমিন।
আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ইয়াসমিনের বড় বোন হাজেরা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় ১৫ জনের সাক্ষীর ভিত্তিতে আসামি প্রেমানন্দ শোভনকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত।
নিহত ইয়াসমিন আক্তারের বাড়ি নেত্রকোনায় এবং শোভনের বাড়ি ময়মনসিংহে। চাকরি সূত্র ধরে তাঁরা জামালপুরের দেওয়ানগঞ্জে ভাড়া বাসায় বসবাস করতেন।
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
৫ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
১৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
২৭ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
২৮ মিনিট আগে