জাককানইবি প্রতিনিধি
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজশিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জাককানইবিশিস)। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নজরুল ভাস্কর্যের সামনে মানববন্ধন শুরু হয়। পরে বৃষ্টি শুরু হলে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, কোষাধ্যক্ষ জালাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার সময় এখন এসেছে। সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ডকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। একটা শ্রেণি সব সময় অপচেষ্টা করে শিক্ষকদের হয়রানি করতে। কিন্তু শিক্ষকদের আক্রান্ত পরিশ্রম কখনো চোখে পড়ে না। আমি মনে করি, শিক্ষক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করবে সংশ্লিষ্টরা।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিন (অবন্ত) বলেন, সামাজিক ও নৈতিক শিক্ষার অভাবে কোথাও কোথাও ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক শফিক শাহীন বলেন, প্রতিটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। যা দেখে আর কেউ যেন শিক্ষকের গায়ে হাত না দিতে পারে। এই শিক্ষক হত্যাকাণ্ডের বিচার না হলে সমগ্র বাংলাদেশের শিক্ষকেরা নিরাপত্তাহীন হয়ে যাবেন।
সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকার হত্যা ও নড়াইলের কলেজশিক্ষক অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসকে পুলিশের সামনে জুতার মালা পরিয়ে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জাককানইবিশিস)। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নজরুল ভাস্কর্যের সামনে মানববন্ধন শুরু হয়। পরে বৃষ্টি শুরু হলে প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন পালন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর, কোষাধ্যক্ষ জালাল উদ্দীন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শেখ সুজন আলী, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
এ সময় বিশ্ববিদ্যালয় উপাচার্য সৌমিত্র শেখর বলেন, ‘সাম্প্রতিক সময়ে শিক্ষক নির্যাতন ও হত্যার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। শিক্ষকদের মর্যাদা সমুন্নত রাখার সময় এখন এসেছে। সমাজ ও রাষ্ট্রের মেরুদণ্ডকে ধ্বংস করার অপচেষ্টা চলছে। একটা শ্রেণি সব সময় অপচেষ্টা করে শিক্ষকদের হয়রানি করতে। কিন্তু শিক্ষকদের আক্রান্ত পরিশ্রম কখনো চোখে পড়ে না। আমি মনে করি, শিক্ষক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করবে সংশ্লিষ্টরা।’
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ড. তুহিনুর রহমান তুহিন (অবন্ত) বলেন, সামাজিক ও নৈতিক শিক্ষার অভাবে কোথাও কোথাও ছাত্র-শিক্ষক সম্পর্কের চরম অবনতি লক্ষ্য করা যাচ্ছে। এই দুটি ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
বিশ্ববিদ্যালয় হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহযোগী অধ্যাপক শফিক শাহীন বলেন, প্রতিটি ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন তিনি। এসব ঘটনার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর বিচারের ব্যবস্থা করতে হবে। যা দেখে আর কেউ যেন শিক্ষকের গায়ে হাত না দিতে পারে। এই শিক্ষক হত্যাকাণ্ডের বিচার না হলে সমগ্র বাংলাদেশের শিক্ষকেরা নিরাপত্তাহীন হয়ে যাবেন।
প্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১০ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
২৮ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিহত আবদুল্লাহকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় বেনাপোল পৌর বল ফিল্ড মাঠে গার্ড অব অনার শেষে পাশের বড় আঁচড়া গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।
১ ঘণ্টা আগে