প্রতিনিধি, কালিয়া (নড়াইল)
আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রউফ মোল্লা (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে নড়াইলের কালিয়া থানা-পুলিশ। শিশুর মায়ের দায়ের করা মামলায় তাঁকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রউফের বাসা ওই শিশুর পরিবারের বাসার নিকটেই। প্রতিবেশী হওয়ার সুযোগে আব্দুর রউফ পিঠা খাওয়ানোর নাম করে গত ১৪ আগস্ট দুপুর দুইটার দিকে শিশুটিকে ডেকে বসতঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করা হয়। ধর্ষণের কথা কাউকে জানালে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর থেকে শিশুটি ভয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে।
শিশুটি ভয়ে পরিবারকে বিষয়টি না জানালেও পরিবার ঠিকই বিষয়টি বুঝতে পেরে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি জানাজানি হলে গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটির মা কালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় আব্দুর রউফকে গ্রেপ্তার করে।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ‘শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি রউফ মোল্লাকে গ্রেপ্তারের পর আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।’
আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আব্দুর রউফ মোল্লা (৬২) নামে অবসরপ্রাপ্ত এক স্কুলশিক্ষককে গ্রেপ্তার করেছে নড়াইলের কালিয়া থানা-পুলিশ। শিশুর মায়ের দায়ের করা মামলায় তাঁকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক আব্দুর রউফের বাসা ওই শিশুর পরিবারের বাসার নিকটেই। প্রতিবেশী হওয়ার সুযোগে আব্দুর রউফ পিঠা খাওয়ানোর নাম করে গত ১৪ আগস্ট দুপুর দুইটার দিকে শিশুটিকে ডেকে বসতঘরে নিয়ে যায়। এরপর শিশুটিকে ধর্ষণ করা হয়। ধর্ষণের কথা কাউকে জানালে গুলি করে হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর থেকে শিশুটি ভয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলে।
শিশুটি ভয়ে পরিবারকে বিষয়টি না জানালেও পরিবার ঠিকই বিষয়টি বুঝতে পেরে প্রথমে কালিয়া হাসপাতালে ভর্তি করে। এরপর অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ঘটনাটি জানাজানি হলে গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটির মা কালিয়া থানায় মামলা দায়ের করেন। পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় আব্দুর রউফকে গ্রেপ্তার করে।
কালিয়া থানার ওসি শেখ কনি মিয়া বলেন, ‘শিশুর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামি রউফ মোল্লাকে গ্রেপ্তারের পর আজ বুধবার আদালতে পাঠানো হয়েছে।’
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
২৫ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
২৭ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
২৮ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
২৯ মিনিট আগে