সীমান্ত দিয়ে পালানোর সময় ভারতীয় পুলিশ সদস্য গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৪, ২২: ২২

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে পালানোর সময় পি জন সেলভারাজ (৫২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে ৫৮ বিজিবির সদস্যরা। তিনি ভারতের তামিলনাড়ু এলাকার বাসিন্দা এবং সে দেশের পুলিশের এসএসআই।

আজ বুধবার বিজিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভারতীয় ওই পুলিশ কীভাবে এবং কেন বাংলাদেশ থেকে পালাচ্ছিল তা বিজিবির সূত্রগুলো নিশ্চিত করতে পারেনি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের ২২ মার্চ অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মহেশপুর ৫৮ বিজিবি তাকে গ্রেপ্তার করে মহেশপুর থানায় সোপর্দ করে। গত ১৩ জুন আদালত থেকে জামিন নিয়ে দেশের অভ্যন্তরে পালিয়ে ছিলেন। এরপর ১৩ আগস্ট সন্ধ্যার দিকে সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টাকালে বিজিবি তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় মহেশপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে ঝিনাইদহ জেলা কারাগারে পাঠানো হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান কাজল বলেন, ‘আদালত থেকে জামিনে বের হওয়ার পর মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে বাংলাদেশেই থাকার কথা ছিল। কিন্তু তিনি পালিয়ে আবার ভারতে প্রবেশের চেষ্টা করেন।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত