মাগুরা প্রতিনিধি
মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প আমি দেখি না। জেলা আওয়ামী লীগ কাজ করছে। আমরা কাজ করছি। সবাই মিলে অনেক ভোটার সমাগম করতে পারব বলে মনে করি।’
আজ বুধবার দুপুরে জেলা শহরের নীজনান্দুয়ালী স্কুল মাঠে পথসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সেখানে সাকিব আল হাসান এসব কথা বলেন।
সাকিব আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি আপনারা আমাকে ভোট দেবেন। আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন।’
পথসভার আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে কেশব মোড় নির্বাচনী প্রচারণা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের নানা দিক নিয়ে প্রশ্নের উত্তর দেন এই ক্রিকেটার।
মাগুরার ভোটাররা কেমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার এলাকায় আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমার ইচ্ছা আছে এলাকার ৪ লাখ ৫০০ ভোটারের সঙ্গে দেখা করার।’
ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করার প্রশ্নে তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি সেখানেই ভোটাররা রয়েছে। সবাই আমাকে ভোট দেবে বলছেন। আমিও তাঁদের ভাবনাকে স্বাগত জানাই।’
নির্বাচনে বিরোধী পক্ষ নিয়ে কী ভাবনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন বিরোধী দলে যারা আছে তাদের নিয়ে আমি এখন ভাবছি না। আমি আমার নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে ভাবছি। ৭ তারিখে ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চাই।’ সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কি না–এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।’
মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান বলেছেন, ‘উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে নৌকার কোনো বিকল্প আমি দেখি না। জেলা আওয়ামী লীগ কাজ করছে। আমরা কাজ করছি। সবাই মিলে অনেক ভোটার সমাগম করতে পারব বলে মনে করি।’
আজ বুধবার দুপুরে জেলা শহরের নীজনান্দুয়ালী স্কুল মাঠে পথসভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। সেখানে সাকিব আল হাসান এসব কথা বলেন।
সাকিব আরও বলেন, ‘আগামী ৭ জানুয়ারি আপনারা আমাকে ভোট দেবেন। আপনাদের হয়ে কাজ করার সুযোগ দেবেন। মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করুন।’
পথসভার আগে আজ বেলা সাড়ে ১১টার দিকে কেশব মোড় নির্বাচনী প্রচারণা কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে নির্বাচনের নানা দিক নিয়ে প্রশ্নের উত্তর দেন এই ক্রিকেটার।
মাগুরার ভোটাররা কেমন প্রশ্নে তিনি বলেন, ‘আমার এলাকায় আমি প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ঘুরছি। বিভিন্ন পথসভায় মানুষের সঙ্গে দেখা হচ্ছে। আমার ইচ্ছা আছে এলাকার ৪ লাখ ৫০০ ভোটারের সঙ্গে দেখা করার।’
ভোটারদের সঙ্গে সরাসরি দেখা করার প্রশ্নে তিনি বলেন, ‘যেখানেই যাচ্ছি সেখানেই ভোটাররা রয়েছে। সবাই আমাকে ভোট দেবে বলছেন। আমিও তাঁদের ভাবনাকে স্বাগত জানাই।’
নির্বাচনে বিরোধী পক্ষ নিয়ে কী ভাবনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন বিরোধী দলে যারা আছে তাদের নিয়ে আমি এখন ভাবছি না। আমি আমার নির্বাচনী ক্যাম্পেইন নিয়ে ভাবছি। ৭ তারিখে ভোটের পর অন্য কিছু নিয়ে ভাবতে চাই।’ সংসদ সদস্য নির্বাচিত হলে খেলা চালিয়ে যাবেন কি না–এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি বলেন, ‘আমি তো অবসর নিইনি। আমি খেলার ওপরে আছি। তাই যখনই খেলতে পারব তখনই দেশের হয়ে খেলব। এখন নির্বাচন ছাড়া আর কিছু ভাবছি না।’
সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে হামলা-গুলির অভিযোগে করা মামলায় সিলেট মহানগর যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১০ মিনিট আগেকবির বলেন, ‘আমার ছেলে তো কোনো রাজনীতি করত না। কোনো অন্যায় করেনি। তাহলে কেন এভাবে তাকে হত্যা করা হলো? সায়েম দেশের জন্য শহীদ হলেও সরকার থেকে বা অন্য কেউ কোনো খবর নিতে আসেনি।’
২১ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে চলমান আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার বেলা ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে আগামী সোমবার পর্যন্ত অনশন কর্মসূচি স্থগিত করেছেন শিক্ষার্থীরা।
৩২ মিনিট আগেগাংনী উপজেলায় নেপিয়ার ঘাসসহ অন্যান্য গোখাদ্যের ব্যাপক চাষ হচ্ছে। তবে চাহিদা বেশি হওয়ায় ঘাসের দাম কমছে না। স্থানীয় চাষিরা জানিয়েছেন, নেপিয়ার ঘাস চাষ লাভজনক হওয়ায় তাঁরা অন্য ফসল বাদ দিয়ে ঘাস চাষে মনোযোগ দিচ্ছেন।
৩৩ মিনিট আগে