খুলনা প্রতিনিধি
খুলনায় শিশু অঙ্কিতা দে হত্যা মামলায় আদালত আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি প্রীতম রুদ্র আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি প্রীতম রুদ্র নগরীর দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে নগরীর পাবলা বণিকপাড়া এলাকার সুশান্ত দের কন্যা অঙ্কিতা দে নিখোঁজ হয়। সে স্থানীয় সরকারি বীণাপাণি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজ হওয়ার পর তাকে আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে অঙ্কিতার বাবা সুশান্ত দে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে জিডিটি মামলায় রূপান্তরিত হয়।
এ ঘটনায় পুলিশ ওই এলাকার জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী রিক্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এদিকে অঙ্কিতা নিখোঁজ হওয়ার ছয় দিন পর পাবলা বণিকপাড়ার একটি বাড়ির নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ওই ভবনের মালিকের ছেলে প্রীতম রুদ্রকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে প্রীতম রুদ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছরের ১০ এপ্রিল প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক এবং পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সৈয়দ তৌফিক উল্লাহ প্রমুখ।
রায় ঘোষণার পর নিহত অঙ্কিতা দের বাবা সুশান্ত দে সংক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করব।’
বাদীকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে হাইকোর্টে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।
খুলনায় শিশু অঙ্কিতা দে হত্যা মামলায় আদালত আসামি প্রীতম রুদ্রকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মতিউর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আসামি প্রীতম রুদ্র আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামি প্রীতম রুদ্র নগরীর দৌলতপুর পাবলা বণিকপাড়া এলাকার বাসিন্দা। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোমিনুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, ২০২১ সালের ২২ জানুয়ারি দুপুর ১২টার দিকে নগরীর পাবলা বণিকপাড়া এলাকার সুশান্ত দের কন্যা অঙ্কিতা দে নিখোঁজ হয়। সে স্থানীয় সরকারি বীণাপাণি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল। নিখোঁজ হওয়ার পর তাকে আত্মীয়স্বজনের বাড়িতে খুঁজে না পেয়ে অঙ্কিতার বাবা সুশান্ত দে দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তী সময়ে জিডিটি মামলায় রূপান্তরিত হয়।
এ ঘটনায় পুলিশ ওই এলাকার জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী রিক্তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। এদিকে অঙ্কিতা নিখোঁজ হওয়ার ছয় দিন পর পাবলা বণিকপাড়ার একটি বাড়ির নিচতলার বাথরুম থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ ওই ভবনের মালিকের ছেলে প্রীতম রুদ্রকে গ্রেপ্তার করে। হত্যাকাণ্ডে নিজের দায় স্বীকার করে প্রীতম রুদ্র আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। একই বছরের ১০ এপ্রিল প্রীতম রুদ্রকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মালেক এবং পিপি অ্যাডভোকেট আহাদুজ্জামান, অ্যাডভোকেট মোমিনুল ইসলাম, সৈয়দ তৌফিক উল্লাহ প্রমুখ।
রায় ঘোষণার পর নিহত অঙ্কিতা দের বাবা সুশান্ত দে সংক্ষুব্ধ হয়ে বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। আমরা সর্বোচ্চ শাস্তির জন্য উচ্চ আদালতে আপিল করব।’
বাদীকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার পক্ষে হাইকোর্টে সর্বোচ্চ আইনি সহায়তা দেওয়া হবে বলে জানান অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।
রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় তাহাজ্জুদ নামাজ পড়ার সময় ছুরিকাঘাতে যুক্তরাজ্যপ্রবাসী এ কে এম আব্দুর রশিদকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় হাজারীবাগ মডেল থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে এ মামলা করেছেন।
১ ঘণ্টা আগেসিরাজগঞ্জে বঙ্গবন্ধু ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রিপন মিয়াকে চাঁদাবাজির অভিযোগে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজগঞ্জ শহরের রহমতগঞ্জে ছয়টি পিকআপ ভ্যানে চাঁদা চাইলে তাঁকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
১ ঘণ্টা আগেবিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২ ঘণ্টা আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২ ঘণ্টা আগে