মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরের উত্তর-পশ্চিম সীমান্ত গ্রাম এড়েন্দা। এ গ্রামের ভেতর দিয়ে যশোর সদর উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে আড়াই কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা। গ্রামের অন্তত ১ হাজার মানুষের বসবাস এ রাস্তার দু’ধারে। বর্ষা এলে রাস্তাটি কাদা-জলে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা মাড়িয়ে স্কুলে যেতে ভয় পায় শিক্ষার্থীরা। ভোগান্তির শেষ থাকে না সাধারণ মানুষেরও।
জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর বহু দিনের। ভোট এলে রাস্তা পাকা করার আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি মিললেও ভোটের পর আর কেউ খোঁজ নেয় না। ৫০ বছর এভাবেই চলছে। গ্রামের মানুষ এখনো আশায় বুক বেঁধে আছে।
এড়েন্দা আলী বক্সের দোকান থেকে সরদার পাড়া হয়ে রূপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার কাঁচা রাস্তা। রাস্তাটি এড়েন্দার সঙ্গে যশোর সদর উপজেলার সংযোগ সড়ক। এর মধ্যে আড়াই কিলোমিটার মনিরামপুরের মধ্যে পড়েছে।
এড়েন্দা গ্রামের কলেজছাত্র মাহমুদুল হাসান বলে, পাড়ার ৩০-৪০টি শিশু এ রাস্তা দিয়ে এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করে। কাদায় পড়ে যাওয়ার ভয়ে বর্ষার সময় শিশুরা বিদ্যালয়ে যেতে চায় না। কাদার কারণে রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এ এলাকা সবজি চাষের জন্য খুব পরিচিত। কিন্তু বর্ষাকালে বাজারে সবজি নিতে হিমশিম খান কৃষকেরা।
মাহমুদুল হাসান বলে, ‘স্বাধীনতার পর থেকে আমাদের বাপ-দাদারা রাস্তাটা পাকা করার জন্য বহু নেতার কাছে গেছেন। হচ্ছে, হবে— এ কথা বলে সবাই আশ্বাস দিয়েছেন। কিন্তু কেউ রাস্তা করে দেননি। দুই উপজেলার সীমান্তবর্তী গ্রাম হওয়ায় আমাদের কষ্ট কেউ দেখে না।’
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুদ্দিন বলেন, ‘এড়েন্দা ও রাজবাড়ী দু’গ্রাম নিয়ে আমার ওয়ার্ড। এখানে অন্তত ১০ কিলোমিটার কাঁচা রাস্তা আছে। বর্ষার সময় কাদা জমে রাস্তায় চলাচলে খুব কষ্ট হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কয়েকবার বলেছি। কিন্তু এখনো কোনো রাস্তায় ইট পড়েনি।’
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস বলেন, ‘উপজেলায় অনেক কাঁচা রাস্তা আছে। এর মধ্যে কিছু রাস্তা পাকাকরণের জন্য তালিকাভুক্ত হয়েছে। বাকিগুলোর তালিকা তৈরির কাজ চলছে। দ্রুত এড়েন্দা গ্রামের ভোগান্তির রাস্তাগুলো সংস্কার করা হবে।’
যশোরের মনিরামপুরের উত্তর-পশ্চিম সীমান্ত গ্রাম এড়েন্দা। এ গ্রামের ভেতর দিয়ে যশোর সদর উপজেলার সঙ্গে সংযোগ স্থাপন করেছে আড়াই কিলোমিটার দীর্ঘ একটি রাস্তা। গ্রামের অন্তত ১ হাজার মানুষের বসবাস এ রাস্তার দু’ধারে। বর্ষা এলে রাস্তাটি কাদা-জলে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা মাড়িয়ে স্কুলে যেতে ভয় পায় শিক্ষার্থীরা। ভোগান্তির শেষ থাকে না সাধারণ মানুষেরও।
জনগুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার দাবি এলাকাবাসীর বহু দিনের। ভোট এলে রাস্তা পাকা করার আশ্বাস পেয়ে কিছুটা স্বস্তি মিললেও ভোটের পর আর কেউ খোঁজ নেয় না। ৫০ বছর এভাবেই চলছে। গ্রামের মানুষ এখনো আশায় বুক বেঁধে আছে।
এড়েন্দা আলী বক্সের দোকান থেকে সরদার পাড়া হয়ে রূপদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার কাঁচা রাস্তা। রাস্তাটি এড়েন্দার সঙ্গে যশোর সদর উপজেলার সংযোগ সড়ক। এর মধ্যে আড়াই কিলোমিটার মনিরামপুরের মধ্যে পড়েছে।
এড়েন্দা গ্রামের কলেজছাত্র মাহমুদুল হাসান বলে, পাড়ার ৩০-৪০টি শিশু এ রাস্তা দিয়ে এড়েন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়া-আসা করে। কাদায় পড়ে যাওয়ার ভয়ে বর্ষার সময় শিশুরা বিদ্যালয়ে যেতে চায় না। কাদার কারণে রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া সম্ভব হয় না। এ এলাকা সবজি চাষের জন্য খুব পরিচিত। কিন্তু বর্ষাকালে বাজারে সবজি নিতে হিমশিম খান কৃষকেরা।
মাহমুদুল হাসান বলে, ‘স্বাধীনতার পর থেকে আমাদের বাপ-দাদারা রাস্তাটা পাকা করার জন্য বহু নেতার কাছে গেছেন। হচ্ছে, হবে— এ কথা বলে সবাই আশ্বাস দিয়েছেন। কিন্তু কেউ রাস্তা করে দেননি। দুই উপজেলার সীমান্তবর্তী গ্রাম হওয়ায় আমাদের কষ্ট কেউ দেখে না।’
স্থানীয় ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুদ্দিন বলেন, ‘এড়েন্দা ও রাজবাড়ী দু’গ্রাম নিয়ে আমার ওয়ার্ড। এখানে অন্তত ১০ কিলোমিটার কাঁচা রাস্তা আছে। বর্ষার সময় কাদা জমে রাস্তায় চলাচলে খুব কষ্ট হয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে কয়েকবার বলেছি। কিন্তু এখনো কোনো রাস্তায় ইট পড়েনি।’
এ ব্যাপারে জানতে চাইলে মনিরামপুর উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ দাস বলেন, ‘উপজেলায় অনেক কাঁচা রাস্তা আছে। এর মধ্যে কিছু রাস্তা পাকাকরণের জন্য তালিকাভুক্ত হয়েছে। বাকিগুলোর তালিকা তৈরির কাজ চলছে। দ্রুত এড়েন্দা গ্রামের ভোগান্তির রাস্তাগুলো সংস্কার করা হবে।’
ঢাকার ধামরাইয়ে থেমে থাকা একটি ট্রাককে পেছনে থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে পিকআপের চালক ও সহকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
১০ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে মহাসড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাসের চাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার মাদখলা গ্রামের তুলা গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুব আলী বিষয়টি নিশ্চিত করেন।
২৪ মিনিট আগেঅনেক সম্ভাবনা নিয়ে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে ১০ হাজার ৬৯০ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় টানেল। নির্মাণের এক বছর পার হলেও দুই পাড়ে এখনো রয়ে গেছে অনেক ‘অপূর্ণতা’। কিন্তু আয় কম হওয়ায় সেই অপূর্ণতাগুলো পূরণে আগ্রহ হারাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষও।
১ ঘণ্টা আগেবছর দুয়েক আগে ত্রাণ হিসেবে একটি কম্বল পেয়েছিলেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাধানগর গ্রামের নিত্য সূত্রধর। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তর হয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের মাধ্যমে তাঁর হাতে গিয়ে পৌঁছায় কম্বলটি। মন্ত্রণালয়ের ক্রয়সংক্রান্ত নথিতে কম্বলট
১ ঘণ্টা আগে