মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুরে এক পৌর কাউন্সিলরের অনিবন্ধিত মোটরসাইকেল ধরা নিয়ে ট্রাফিক পুলিশ ও জনতার মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুরে মনিরামপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা ট্রাফিক পুলিশের দাবি, বুধবার সকাল থেকে তাঁরা ১১ সদস্য ২-৩ দলে ভাগ হয়ে মনিরামপুর বাজারে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। দুপুর ১টার দিকে নম্বর বিহীন একটি মোটরসাইকেল চালিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে আসে এক যুবক। ওই যুবকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। গাড়িটি আটক করে থানায় নিলে আইয়ুব পাটোয়ারি নামে মনিরামপুর পৌরসভার এক কাউন্সিলর তাঁদের সঙ্গে এসে বাগ্বিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি বলেন, ‘দুপুরে আমার ব্যবহৃত অ্যাপাচি মডেলের মোটরসাইকেল নিয়ে বিজয়রামপুরের বাড়ি থেকে বাজারে আসে আমার ভাইপো টগর। সে কেন্দ্রীয় মসজিদের সামনে আসলে পুলিশ মোটরসাইকেলটি আটক করে। এরপর টগর আমাকে মোবাইলে বিষয়টি জানায়। আমি মোবাইল পুলিশের কাছে দিতে বলি। তখন আমার পরিচয় পেয়ে পুলিশ সংযোগ কেটে দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছে কারণ জানতে চাই।’
কাউন্সিলর আরও বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র না থাকায় পুলিশ মামলা গিছে। কিন্তু আমার গাড়ি তাঁরা আটক করে থানায় নিল কেন সেটা আমি পুলিশের কাছে জানতে চেয়েছি।’
স্থানীয়রা বলছেন, প্রায়ই মনিরামপুরে মোটরসাইকেল ধরতে আসে ট্রাফিক পুলিশ। গাড়ির কাগজপত্র চাওয়ার আগে তারা চাবি কেড়ে নেয়। কাগজপত্র দেখানোর সময় না দিয়ে অনেক সময় মামলা লিখে ফেলে। এতে অহেতুক মানুষ হয়রানির শিকার হন। এ ছাড়া ট্রাফিক পুলিশের সঙ্গে সাদা পোশাকের লোক থাকে। তারা লাঠি হাতে মোটরসাইকেল চালকদের সঙ্গে খারাপ আচরণ করে।
এদিকে বুধবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে ট্রাফিক পুলিশ ও জনতার উত্তেজনার পর ওই জায়গা ছেড়ে দেয় পুলিশ। পরে বিকেলে তাঁদের থানা মোড়ে অভিযান চালাতে দেখা যায়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘বুধবার বিকেল পর্যন্ত আমরা মনিরামপুরে ৪২টি অবৈধ মোটরসাইকেল আটক করেছি। ৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়েছি।’
এসআই বলেন, আইয়ুব পাটোয়ারির মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। যে ছেলেটি মোটরসাইকেল চালাচ্ছিল তাঁর ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। কাগজপত্র না থাকায় মোটরসাইকেলটি আটক করে মনিরামপুর থানায় রাখা হয়েছে।
এসআই ইমরান আরও বলেন, ‘আইয়ুব পাটোয়ারির বাগ্বিতণ্ডার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তাঁর মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। মোটরসাইকেল ছাড়াতে হলে কাউন্সিলরকে আগে গাড়ির নিবন্ধন করতে হবে। সে কাগজপত্র আনার পর চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় পৃথক আইনে মামলা দেওয়া হবে।’
যশোরের মনিরামপুরে এক পৌর কাউন্সিলরের অনিবন্ধিত মোটরসাইকেল ধরা নিয়ে ট্রাফিক পুলিশ ও জনতার মাঝে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ বুধবার দুপুরে মনিরামপুর বাজারের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জেলা ট্রাফিক পুলিশের দাবি, বুধবার সকাল থেকে তাঁরা ১১ সদস্য ২-৩ দলে ভাগ হয়ে মনিরামপুর বাজারে অবৈধ মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। দুপুর ১টার দিকে নম্বর বিহীন একটি মোটরসাইকেল চালিয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে আসে এক যুবক। ওই যুবকের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। গাড়িটি আটক করে থানায় নিলে আইয়ুব পাটোয়ারি নামে মনিরামপুর পৌরসভার এক কাউন্সিলর তাঁদের সঙ্গে এসে বাগ্বিতণ্ডায় জড়ান।
এ বিষয়ে কাউন্সিলর আইয়ুব পাটোয়ারি বলেন, ‘দুপুরে আমার ব্যবহৃত অ্যাপাচি মডেলের মোটরসাইকেল নিয়ে বিজয়রামপুরের বাড়ি থেকে বাজারে আসে আমার ভাইপো টগর। সে কেন্দ্রীয় মসজিদের সামনে আসলে পুলিশ মোটরসাইকেলটি আটক করে। এরপর টগর আমাকে মোবাইলে বিষয়টি জানায়। আমি মোবাইল পুলিশের কাছে দিতে বলি। তখন আমার পরিচয় পেয়ে পুলিশ সংযোগ কেটে দেন। পরে আমি ঘটনাস্থলে গিয়ে পুলিশের কাছে কারণ জানতে চাই।’
কাউন্সিলর আরও বলেন, ‘আমার গাড়ির কাগজপত্র না থাকায় পুলিশ মামলা গিছে। কিন্তু আমার গাড়ি তাঁরা আটক করে থানায় নিল কেন সেটা আমি পুলিশের কাছে জানতে চেয়েছি।’
স্থানীয়রা বলছেন, প্রায়ই মনিরামপুরে মোটরসাইকেল ধরতে আসে ট্রাফিক পুলিশ। গাড়ির কাগজপত্র চাওয়ার আগে তারা চাবি কেড়ে নেয়। কাগজপত্র দেখানোর সময় না দিয়ে অনেক সময় মামলা লিখে ফেলে। এতে অহেতুক মানুষ হয়রানির শিকার হন। এ ছাড়া ট্রাফিক পুলিশের সঙ্গে সাদা পোশাকের লোক থাকে। তারা লাঠি হাতে মোটরসাইকেল চালকদের সঙ্গে খারাপ আচরণ করে।
এদিকে বুধবার দুপুরে কেন্দ্রীয় মসজিদের সামনে ট্রাফিক পুলিশ ও জনতার উত্তেজনার পর ওই জায়গা ছেড়ে দেয় পুলিশ। পরে বিকেলে তাঁদের থানা মোড়ে অভিযান চালাতে দেখা যায়।
ট্রাফিক পুলিশের সার্জেন্ট উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, ‘বুধবার বিকেল পর্যন্ত আমরা মনিরামপুরে ৪২টি অবৈধ মোটরসাইকেল আটক করেছি। ৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়েছি।’
এসআই বলেন, আইয়ুব পাটোয়ারির মোটরসাইকেলের কাগজপত্র ছিল না। যে ছেলেটি মোটরসাইকেল চালাচ্ছিল তাঁর ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছিল না। কাগজপত্র না থাকায় মোটরসাইকেলটি আটক করে মনিরামপুর থানায় রাখা হয়েছে।
এসআই ইমরান আরও বলেন, ‘আইয়ুব পাটোয়ারির বাগ্বিতণ্ডার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এরপর থানা থেকে অতিরিক্ত পুলিশ আমাদের সঙ্গে যোগ দিয়েছে। তাঁর মোটরসাইকেলের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হয়নি। মোটরসাইকেল ছাড়াতে হলে কাউন্সিলরকে আগে গাড়ির নিবন্ধন করতে হবে। সে কাগজপত্র আনার পর চালকের লাইসেন্স ও হেলমেট না থাকায় পৃথক আইনে মামলা দেওয়া হবে।’
তিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
৩১ মিনিট আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৯ ঘণ্টা আগে