সাইফুল মাসুম ও সৌগত বসু, খুলনা থেকে
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচনী আচারবিধিতে রঙিন পোস্টার বা ফেস্টুন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও খুলনার রূপসা বাস টার্মিনালে নৌকার প্রার্থীর পক্ষে রেক্সিনের তৈরি দুটি রঙিন ফেস্টুন লাগানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, রূপসা বাস টার্মিনালের ওপরে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বড় করে রঙিন বিলবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘কর্মে ঘেরা উন্নয়নে ফেরা, খুলনা হবে সবার সেরা।’ আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচন-২০২৩-এ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ভাইকে নৌকা মার্কায় ভোট দিন।
ফেস্টুনটি লাগানো হয়েছে মো. খেলাফত হাওলাদারের সৌজন্যে। তিনি কেসেসির ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা ইউনিট কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। একই রকম ফেস্টুন আরেকটি লাগানো হয়েছে মো. বাদল সেপাইয়ের সৌজন্যে। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
অথচ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতীক ব্যবহার বা প্রদর্শনের জন্য একাধিক রং ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রঙিন পোস্টার কোথাও লাগানো হয়নি। এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা কাজ করছি।’
এবারের কেসিসি নির্বাচন ইতিহাসের নজিরবিহীন হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, কেসিসি নির্বাচনের মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী তালুকদার আব্দুল খালেকের বিরুদ্ধে নির্বাচনী বিধিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচনী আচারবিধিতে রঙিন পোস্টার বা ফেস্টুন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও খুলনার রূপসা বাস টার্মিনালে নৌকার প্রার্থীর পক্ষে রেক্সিনের তৈরি দুটি রঙিন ফেস্টুন লাগানো হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, রূপসা বাস টার্মিনালের ওপরে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বড় করে রঙিন বিলবোর্ড লাগানো হয়েছে। সেখানে লেখা রয়েছে, ‘কর্মে ঘেরা উন্নয়নে ফেরা, খুলনা হবে সবার সেরা।’ আসন্ন খুলনা সিটি করপোরেশন নির্বাচন-২০২৩-এ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক ভাইকে নৌকা মার্কায় ভোট দিন।
ফেস্টুনটি লাগানো হয়েছে মো. খেলাফত হাওলাদারের সৌজন্যে। তিনি কেসেসির ২২ নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা ইউনিট কমিটির যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন। একই রকম ফেস্টুন আরেকটি লাগানো হয়েছে মো. বাদল সেপাইয়ের সৌজন্যে। তিনি ২২ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে রয়েছেন।
অথচ সিটি করপোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারণায় কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিজ ছবি ও প্রতীক ছাড়া অন্য কারও নাম, ছবি বা প্রতীক ছাপাতে কিংবা ব্যবহার করতে পারবেন না। কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতীক ব্যবহার বা প্রদর্শনের জন্য একাধিক রং ব্যবহার করতে পারবেন না।
এ বিষয়ে জানতে চাইলে খুলনা সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলাউদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘রঙিন পোস্টার কোথাও লাগানো হয়নি। এমন কোনো তথ্য আমাদের কাছে নেই। সুষ্ঠু-সুন্দর পরিবেশে নির্বাচন যাতে অনুষ্ঠিত হয়, তার জন্য আমরা কাজ করছি।’
এবারের কেসিসি নির্বাচন ইতিহাসের নজিরবিহীন হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, কেসিসি নির্বাচনের মেয়র পদে এবার পাঁচজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন—আওয়ামী লীগের তালুকদার আব্দুল খালেক (নৌকা), জাপার শফিকুল ইসলাম মধু (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আব্দুল আউয়াল (হাতপাখা), স্বতন্ত্রপ্রার্থী এস এম শফিকুর রহমান মুশফিক (দেয়াল ঘড়ি) ও জাকের পার্টির এস এম সাব্বির হোসেন (গোলাপ ফুল)। আগামী ১২ জুন খুলনা সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে।
রাজশাহীতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে উপজেলার অভয়া-কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৪ মিনিট আগেপ্রায় তিন মাস পর গাজীপুরের শ্রীপুরের সাফারি পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। পুরোনো নাম বদলে নতুন নাম ধারণ করা সাফারি পার্ক গাজীপুরে আজ শুক্রবার ছুটির দিনে ছিল উপচে পড়া ভিড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যাপক ভাঙচুরের পর পার্কটি বন্ধ রাখা হয়।
১৫ মিনিট আগেপটুয়াখালীর কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের ২০০ বছর ধরে চলে আসা রাস উৎসবে গতকাল বৃহস্পতিবার রাত থেকেই তীর্থযাত্রীদের ঢল নেমেছে। পুণ্যার্থীদের আগমনে ভরপুর কুয়াকাটার রাধাকৃষ্ণ মন্দিরের প্রাঙ্গণসহ কুয়াকাটার আশপাশ।
৩৩ মিনিট আগেখুলনায় অগ্নিকাণ্ডে একটি পাটের বস্তার গোডাউনসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে নগরীর বড় বাজারের বার্মাশীল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে