পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা আসামিকে ছিনিয়ে নিলেন স্বজনেরা

নড়াইল প্রতিনিধি 
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৬: ১৫
আসামি বিল্লাল শেখ। ছবি: সংগৃহীত

নড়াইলে চার মামলার পরোয়ানাভুক্ত ও এক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিল্লাল শেখকে (৫০) পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। গতকাল শনিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, পালিয়ে যাওয়া বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বিল্লাল শেখের বাড়ি গোবরা এলাকায়। ২০১৮ সালে একটি মামলায় তাঁকে ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। এ ছাড়া তিনি চার মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

সদর থানা-পুলিশ শনিবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আসামি বিল্লালকে গোবরা বাজার থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠায়। এ সময় মোটরসাইকেল দিয়ে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দেন আসামির ছেলে জুয়েল ও তাঁর ভাইয়ের ছেলে শাকিল। বিল্লালের স্বজন রাজীব মোল্যার নেতৃত্বে শতাধিক লোক পুলিশ সদস্যদেরকে মারধর করে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছে পুলিশ।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত