সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর গ্যাসের ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, আজ সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ে ওই ছাত্রী গ্যাসের ট্যাবলেট খায়।
স্বজনদের দাবি, স্কুলে মোবাইল ফোন নিয়ে যেতে নিষেধ করায় মায়ের ওপর অভিমান করে সে বিদ্যালয়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
ওই স্কুলছাত্রীর নাম সুমাইয়া খাতুন (১৬)। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের আহাদ আলীর মেয়ে। তিনি দিনমজুর হিসেবে বাগেরহাটের এক ইটভাটায় কাজ করেন।
কুশখালি গ্রামের বাসিন্দা ও সুমাইয়ার চাচাতো ভাই আব্বাস হোসেন (২৫) জানান, সুমাইয়া বাড়িতে থাকাকালীন ও স্কুলে আসা-যাওয়ার পথে মোবাইল ফোনে কথা বলত। বিষয়টি তার মা নীলিমা খাতুন নিষেধ করতেন, কিন্তু সে শুনতো না। আজ রোববার সকালে সুমাইয়া মোবাইলে একজনের সঙ্গে কথা বললে তার মা তাকে বকাবকি করে। এমনকি স্কুলে মোবাইল না নিয়ে যাওয়ারও নির্দেশনা দেন। এতে সে মায়ের ওপর অভিমান করে স্কুলে যেয়ে গ্যাস ট্যাবলেট খায়।
দুপুর ১২টার দিকে স্কুলের এক সহপাঠীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সুমাইয়ার মরদেহ হাসপাতালে রাখা আছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রয়োজন না পড়লে আগামীকাল সোমবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
সাতক্ষীরায় দশম শ্রেণির এক স্কুলছাত্রীর গ্যাসের ট্যাবলেট (কীটনাশক) খেয়ে মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে, আজ সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কুশখালি মাধ্যমিক বিদ্যালয়ে ওই ছাত্রী গ্যাসের ট্যাবলেট খায়।
স্বজনদের দাবি, স্কুলে মোবাইল ফোন নিয়ে যেতে নিষেধ করায় মায়ের ওপর অভিমান করে সে বিদ্যালয়ে গ্যাসের ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।
ওই স্কুলছাত্রীর নাম সুমাইয়া খাতুন (১৬)। সে সাতক্ষীরা সদর উপজেলার কুশখালি গ্রামের আহাদ আলীর মেয়ে। তিনি দিনমজুর হিসেবে বাগেরহাটের এক ইটভাটায় কাজ করেন।
কুশখালি গ্রামের বাসিন্দা ও সুমাইয়ার চাচাতো ভাই আব্বাস হোসেন (২৫) জানান, সুমাইয়া বাড়িতে থাকাকালীন ও স্কুলে আসা-যাওয়ার পথে মোবাইল ফোনে কথা বলত। বিষয়টি তার মা নীলিমা খাতুন নিষেধ করতেন, কিন্তু সে শুনতো না। আজ রোববার সকালে সুমাইয়া মোবাইলে একজনের সঙ্গে কথা বললে তার মা তাকে বকাবকি করে। এমনকি স্কুলে মোবাইল না নিয়ে যাওয়ারও নির্দেশনা দেন। এতে সে মায়ের ওপর অভিমান করে স্কুলে যেয়ে গ্যাস ট্যাবলেট খায়।
দুপুর ১২টার দিকে স্কুলের এক সহপাঠীর মাধ্যমে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুপুর ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমাইয়া মারা যায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম জানান, সুমাইয়ার মরদেহ হাসপাতালে রাখা আছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রয়োজন না পড়লে আগামীকাল সোমবার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
রাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১২ মিনিট আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১৪ মিনিট আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১৪ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে বিএসএফ। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।
১৬ মিনিট আগে