কুষ্টিয়ায় ডাম্প ট্রাক-মাহেন্দ্রের সংঘর্ষ, পুলিশ ও ইবি শিক্ষার্থীর মৃত্যু 

কুষ্টিয়া ও দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৪, ২১: ১৩

কুষ্টিয়ার কুমারখালীতে ডাম্প ট্রাক–মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের কালুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। 

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস এই তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তিরা হলেন–দৌলতপুর থানার উপপরিদর্শক মো. শহিদুল ইসলাম (৫৫)। তিনি মাগুড়া জেলার শ্রিপুর থানার আমলসার গ্রামের মৃত আনোয়ার হোসেন মোল্লার ছেলে। আজ দুপুরে দাপ্তরিক কাজে খোকসা থানায় যাওয়ার পথে তিনি দূর্ঘটনার শিকার হন বলে জানান দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

এবং মনির হোসাইন (২২), তিনি উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চড় চাপড়া গ্রামের মো. আরমান (৬০) ও তাঁর স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. রুহুল (১৯) ও রিয়াজুল (৩০)। 

মো. শহিদুল ইসলামহাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আজ বেলা ৩টা দিকে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র এবং রাজবাড়ীর থেকে আসা যাত্রীবাহী ডাম্প ট্রাক কালুর মোড় এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ নয়জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। 

প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ হারুন বলেন, ‘মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নয়জন গুরুতর আহত হলে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।’ 

ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ‘ট্রাক ও মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপপরিদর্শক ও ইবির এক ছাত্র নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। ঘাতক ট্রাক ও মাহেন্দ্র গাড়িটি জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম উদ্বোধন

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

বিসিএস নিয়োগ: নিজেই রাজনৈতিক সম্পৃক্ততার তথ্য দিয়ে ফেঁসে যাচ্ছেন অনেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত