প্রতিনিধি
কলারোয়া (সাতক্ষীরা): দুই সন্তান রেখে প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠালেন বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেমের দাবিতে বাংলাদেশে আসা ওই নারীকে নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তের সাব পিলার ১৩ এর কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষে কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার আ ফ ম ওসমানীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের তারালী বিএসএফ ক্যাম্পের পক্ষে কমান্ডার রিশি মিশারা ও সাব ইন্সপেক্টর দলিল সিংসহ ছয় সদস্যের প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিল।
কাঁকডাঙ্গা বিওপির লেফটেন্যান্ট ক্যাপ্টেন মাহমুদ বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরের তারালী গ্রামের মৃত জালাল সরদারের মেয়ে খাদিজা খাতুন (২৪) ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার চালতিবাড়ীয়ার দিঘার সোনাতনকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহাবুবুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ভারত থেকে গত ২ মে বাংলাদেশি যুবক ওই নারীকে নিয়ে আসে। এ ঘটনায় তারালী পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করেন ওই নারীর স্বামী। পরে বাংলাদেশে জাস্টিস কেয়ার নামে একটি সংস্থা ওই নারীর সন্ধান শুরু করে। বিভিন্ন স্থানে গোপন সংবাদে খোঁজখবর করে জানা যায়, সে মাহাবুবুর রহমানের বাড়িতে আছে। পরে সেখান থেকে ওই নারীকে বিজিবি উদ্ধার করতে সক্ষম হয় ৷ বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে অবৈধ উপায়ে দেশে নিয়ে আসা যুবক পলাতক রয়েছেন ৷ অভিযুক্ত প্ররোচনাকারী যুবকের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ৷
স্থানীয় ঘটনা সূত্রে জানা যায়, ওই নারী তার ভুল বুঝতে পেরে যশোর বাঁগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুলের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে সে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালী গ্রামের ইউপি সদস্য ইয়ার আলী বিষয়টি জানতে পেরে বিজিবির জেলা পর্যায়ের কর্মকর্তা, কলারোয়া থানা-পুলিশ, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে অবহিত করেন। পরে দুই দেশের বিজিবি ও বিএসএফ আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে তাঁর নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইউপি সদস্য ইয়ার আলী, বাংলাদেশে জাস্টিস কেয়ারের প্রতিনিধি এ বি এম মহিদ হোসেন, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির প্রতিনিধি সাকিব প্রমুখ ৷
কলারোয়া (সাতক্ষীরা): দুই সন্তান রেখে প্রেমের টানে ভারত থেকে বাংলাদেশে পালিয়ে আসা এক নারীকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত পাঠালেন বিজিবি। গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রেমের দাবিতে বাংলাদেশে আসা ওই নারীকে নিয়ে সাতক্ষীরার কলারোয়ায় সীমান্তের সাব পিলার ১৩ এর কাছে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বিজিবির পক্ষে কাঁকডাঙ্গা বিওপির কমান্ডার আ ফ ম ওসমানীর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের তারালী বিএসএফ ক্যাম্পের পক্ষে কমান্ডার রিশি মিশারা ও সাব ইন্সপেক্টর দলিল সিংসহ ছয় সদস্যের প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিল।
কাঁকডাঙ্গা বিওপির লেফটেন্যান্ট ক্যাপ্টেন মাহমুদ বলেন, ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরের তারালী গ্রামের মৃত জালাল সরদারের মেয়ে খাদিজা খাতুন (২৪) ফেসবুকের মাধ্যমে বাংলাদেশের যশোর জেলার শার্শা থানার চালতিবাড়ীয়ার দিঘার সোনাতনকাটি গ্রামের রবিউল ইসলামের ছেলে মাহাবুবুর রহমানের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ভারত থেকে গত ২ মে বাংলাদেশি যুবক ওই নারীকে নিয়ে আসে। এ ঘটনায় তারালী পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি করেন ওই নারীর স্বামী। পরে বাংলাদেশে জাস্টিস কেয়ার নামে একটি সংস্থা ওই নারীর সন্ধান শুরু করে। বিভিন্ন স্থানে গোপন সংবাদে খোঁজখবর করে জানা যায়, সে মাহাবুবুর রহমানের বাড়িতে আছে। পরে সেখান থেকে ওই নারীকে বিজিবি উদ্ধার করতে সক্ষম হয় ৷ বিয়ের প্রলোভন দেখিয়ে নারীকে অবৈধ উপায়ে দেশে নিয়ে আসা যুবক পলাতক রয়েছেন ৷ অভিযুক্ত প্ররোচনাকারী যুবকের বিরুদ্ধে মানব পাচার আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে ৷
স্থানীয় ঘটনা সূত্রে জানা যায়, ওই নারী তার ভুল বুঝতে পেরে যশোর বাঁগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুলের বাড়িতে আশ্রয় নেন। সেখান থেকে সে কলারোয়া সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের গাড়াখালী গ্রামের ইউপি সদস্য ইয়ার আলী বিষয়টি জানতে পেরে বিজিবির জেলা পর্যায়ের কর্মকর্তা, কলারোয়া থানা-পুলিশ, উপজেলা চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে অবহিত করেন। পরে দুই দেশের বিজিবি ও বিএসএফ আনুষ্ঠানিক পতাকা বৈঠকের মাধ্যমে ওই নারীকে তাঁর নিজ দেশ ভারতে ফেরত পাঠানো হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, ইউপি সদস্য ইয়ার আলী, বাংলাদেশে জাস্টিস কেয়ারের প্রতিনিধি এ বি এম মহিদ হোসেন, জেলা মানব পাচার প্রতিরোধ কমিটির প্রতিনিধি সাকিব প্রমুখ ৷
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৬ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৭ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৮ ঘণ্টা আগে