মেহেরপুরে ট্রাকের ধাক্কায় শিক্ষক নিহত 

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ১১: ৩৫

মেহেরপুরের গাংনী উপজেলায় ট্রাকের ধাক্কায় এক শিক্ষক নিহত হয়েছেন। আজ সোমবার সকালে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের পশ্চিম মালসাদহ গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত শিক্ষকের নাম মোছা. শামীমা ইসলাম (৫০)। তিনি করমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদের স্ত্রী এবং করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক। 

করমদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলম হুসাইন বলেন, শামীমা ইসলাম মেয়েকে নিয়ে স্বামী ফিরোজ আহমেদের মোটরসাইকেলে করে করমদী থেকে গাংনীর উদ্দেশ্যে আসছিলেন। পথে পশ্চিম মালসাদহ নামক স্থানে পৌঁছলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালুভর্তি একটি ট্রাক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় ট্রাকটি শামীমা ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 
 
এ ঘটনায় নিহতের স্বামী ফিরোজ আহমেদ ও মেয়ে প্রাপ্তি খাতুনও আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। চালক ট্রাক নিয়ে পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত