খুলনার আদালত চত্বর থেকে পালাল আসামি

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১৬: ৪৬

খুলনায় আদালত চত্বর থেকে চুরির মামলার এক আসামি পালিয়েছে। আজ বৃহস্পতির বেলা ১১টার দিকে খুলনা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এ ঘটনা ঘটে।

পালিয়ে যাওয়া আসামি হলেন—নগরীর দৌলতপুর থানা এলাকার পাবলা দত্তবাড়ির মিন্টু সরদারের ছেলে মো. হৃদয় সরদার। এ ঘটনার পর আদালত পাড়ায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে আসামিকে গ্রেপ্তারের জন্য নগরীতে চেকপোস্ট বসানো হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানায়, আসামি হৃদয় সরদার নগরীর দৌলতপুর থানার একটি চুরি মামলায় কারাগারে ছিলেন। আদালতে তাঁর হাজিরার দিন ছিল আজ। বেলা ১১টার দিকে তাঁকে আদালতে নেওয়া হয়। এ সময় আসামি হৃদয় এজলাসে না উঠে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি কমিশনার (প্রসিকিউশন) মনিরা সুলতানা বলেন, আসামি হৃদয়কে গ্রেপ্তারের জোর তৎপরতা চালানো হচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। দ্রুত তাঁকে গ্রেপ্তার করা হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্যিক সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ-পাকিস্তান, শঙ্কায় ভারত

হাসিনা ক্ষমতা ছাড়ার পর দেশ ‘মবের মুল্লুক’: সামিনা লুৎফা

বাংলাদেশের বন্দরে পাকিস্তানের কার্গো জাহাজ, ‘ঐতিহাসিক’ বলা হচ্ছে যে কারণে

পরশুরামে ছুরিকাঘাতে তরুণ নিহত

নির্বাচন সংস্কার কমিশনের সংলাপ শুরু কাল, চলবে পুরো নভেম্বর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত