কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে মালা মোস্তফা সরদার (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের এসএসবি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মুন্নাফ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মাটির স্তূপের ওপরে মোস্তফা সেলোইঞ্জিন চালিত মালামাল বহনকারী গাড়ি থেকে মাটি নামাচ্ছিলেন। এ সময় গাড়িটি একদিকে উঁচু হয়ে যায় এবং মোস্তফা স্তূপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাড়ে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এ সময় অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ইটভাটা শ্রমিকের নেতা আশরাফ সরদার বলেন, ‘গাড়ি থেকে মাটি নামাতে গিয়ে বিদ্যুতের শর্ট লেগে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
এসএসবি ইটভাটার মালিক নাজিম উদ্দিন বলেন, ‘অসাবধানতাবশত দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। স্বজনদের সঙ্গে কথা চলছে এ বিষয়ে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে ভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান।’
কুষ্টিয়ার কুমারখালীতে বিদ্যুতায়িত হয়ে মালা মোস্তফা সরদার (৪০) নামের এক ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ রোববার বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের বরইচারা গ্রামের এসএসবি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মুন্নাফ সরদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৩টার দিকে মাটির স্তূপের ওপরে মোস্তফা সেলোইঞ্জিন চালিত মালামাল বহনকারী গাড়ি থেকে মাটি নামাচ্ছিলেন। এ সময় গাড়িটি একদিকে উঁচু হয়ে যায় এবং মোস্তফা স্তূপের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তাড়ে জড়িয়ে বিদ্যুতায়িত হন। এ সময় অন্যান্য শ্রমিকেরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ইটভাটা শ্রমিকের নেতা আশরাফ সরদার বলেন, ‘গাড়ি থেকে মাটি নামাতে গিয়ে বিদ্যুতের শর্ট লেগে অসুস্থ হয়ে পড়েন মোস্তফা। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।’
এসএসবি ইটভাটার মালিক নাজিম উদ্দিন বলেন, ‘অসাবধানতাবশত দুর্ঘটনায় একজন শ্রমিক নিহত হয়েছেন। স্বজনদের সঙ্গে কথা চলছে এ বিষয়ে।’
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘বিদ্যুতায়িত হয়ে ভাটা শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান।’
নওগাঁয় নজরুল ইসলাম (৪১) নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বুধবার সকালে জেলা সদরের দক্ষিণ সুলতানপুর এলাকায় এই ঘটনা ঘটে। বাড়ির পাশের একখণ্ড জমি নিয়ে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
১ few সেকেন্ড আগেবিক্ষোভকারীরা সড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সড়ক ছাড়ার অনুরোধ করা হয়। তবে রিকশাচালকেরা পুলিশের অনুরোধ উপেক্ষা করে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থল থেকে আটক তিন চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
৮ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ছোটহরণ এলাকায় ঢাকাগামী লাইনে এই দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেবুধবার ভোর পৌনে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। গত ১৫ নভেম্বর বিকেল পৌনে ৫টার দিকে হাজারীবাগ এনায়েতগঞ্জ জামে মসজিদের সামনে আক্রমণের শিকার হন। রাজনৈতিক দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
২০ মিনিট আগে