যশোর প্রতিনিধি
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে বর্তমান দুই সংসদ সদস্যের দলীয় মনোনয়ন ফরম কেনার ছবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দুই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, উপজেলার শীর্ষ নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপি-জামায়াতের নাশকতা মামলার আসামি ও নেতা-কর্মীদের নিয়ে তাঁরা মনোনয়ন সংগ্রহ করেছেন।
এতে দুই উপজেলাসহ তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দুটিকে ঘিরে বর্তমান ওই সংসদ সদস্যদের নিয়ে সমালোচনা করছেন নেতা-কর্মীরা।
সংসদ সদস্যরা হলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিৎ রায় এবং যশোর-৫ (মনিরামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তাঁরা দুজনেই নিজ নিজ আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন।
নেতা-কর্মীরা জানিয়েছেন, টানা তিনবারের যশোর-৪ আসন থেকে আওয়ামী লীগের এমপি হওয়া রণজিৎ কুমার এবারও নির্বাচনের মাঠে রয়েছেন। কিন্তু দলীয় নেতা-কর্মীরা তাঁকে এড়িয়ে চলছেন। ১৯ নভেম্বর দলীয় মনোনয়ন ফরম কেনেন রণজিৎ কুমার। সেদিনই ঢাকার ন্যাম ভবনে একটি গ্রুপ ছবিতে রণজিৎ রায়ের পাশে বাঘারপাড়ার বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে দেখা যায়। শহিদুল ২০১৫ সালের ২২ এপ্রিল রাতে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
ছবিতে এমপির সঙ্গে বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এবং উপজেলা বিএনপি সদস্য আরিফ খান তুর্কিকেও দেখা যায়। তুর্কির বিরুদ্ধে ২০১৮ সালের ৮ আগস্ট ও ১৪ জুনের দুটি নাশকতার মামলা আছে। এ ছাড়া ছবিতে থাকা বাঘারপাড়া পৌরসভার মহিরণ এলাকার জামির হোসেন ও সাজ্জাদ খন্দকার বিএনপি পরিবারের সদস্য বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। এর আগেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যশোরের আমজাদ মোল্লা বা আমজাদ রাজাকারের পক্ষে অবস্থান নিয়ে নিজ দলের নেতা-কর্মীকে নানাভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে এমপি রণজিতের বিরুদ্ধে, যা নিয়ে উপজেলা নেতা-কর্মীর মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ। ফলে উপজেলা ও তৃণমূল নেতা-কর্মীর সঙ্গে এমপির দূরত্ব সৃষ্টি হয়েছে।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বলেন, ‘আমাদের এমপি রণজিৎ বাবু তো আওয়ামী লীগ করেন না। উনি বিএনপি-জামায়াত নিয়ে চলছেন। চাকরি দিয়েছেন বিএনপি-জামায়াতের লোকজনদের। আমজাদ রাজাকারের পরিবারকে সমর্থন দিয়েছেন। বিষয়টি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও জানানো হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাঁর পক্ষে নেই। দল যদি তাঁকে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রে কাজ করব; কিন্তু এলাকার জনগণ এমপি রণজিৎকে চাচ্ছে না। সর্বশেষ ২০ নভেম্বর বিষয়টি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও জানানো হয়েছে।’
এই বিষয়ে জানতে চাইলে সংসদ রণজিৎ রায় বলেন, ‘অনেকেই আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করে। আপনারা যা পারেন লিখেন, সমস্যা নাই।’ এই বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
এদিকে, যশোর-৬ (মনিরামপুর) আসনে অংশ নেওয়ার জন্য ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে মনোনয়ন ফরম হাতে রাখা তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ছবিতে দেখা যাচ্ছে, উপজেলার হরিহরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন নেতা ও খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মীরা প্রতিমন্ত্রী স্বপনের পেছনে দাঁড়িয়ে আছেন। দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে। একই সঙ্গে তাঁরা দুজনেই নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এদিকে উপজেলার শীর্ষ নেতাদের বাদ দিয়ে বিএনপির নেতা ও নাশকতা মামলার আসামিদের নিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কেনা নিয়ে বইছে সমালোচনার ঝড়।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯ নভেম্বর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (মনিরামপুর) আসনে দলীয় মনোনয়ন ফরম কেনেন বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সেদিন ঢাকার বাসার সামনে মনোনয়ন হাতে দাঁড়িয়ে রয়েছেন স্বপন ভট্টাচার্যকে। তাঁর পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যানও রয়েছেন। স্বপন ভট্টাচার্যের পেছনে রয়েছেন উপজেলার হরিহরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক। যাঁর বিরুদ্ধে ২০১৮ সালে মনিরামপুরে নাশকতা মামলায় ১৪ নম্বর আসামি ছিলেন। সেই মামলায় দণ্ডিত হয়ে কারাগারেও ছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত হরিহরনগর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ছাড়া জামায়াতে ইসলামীর ইউনিয়ন নেতা ও খানপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলামকেও প্রতিমন্ত্রীর পেছনে দেখা গেছে। তাঁর বিরুদ্ধে ২০১৪ ও ২০১৮ সালে নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে বিজয়ী হন। নেতা-কর্মীরা জানিয়েছেন, দলীয় মনোনয়ন কেনার ওই ছবিতে আরও পাঁচজন ইউপি চেয়ারম্যান থাকলেও তাঁদের মধ্যে তিনজন নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।
নেতা-কর্মীদের অভিযোগ, ২০১৪ সালে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী দাঁড়িয়ে এমপি নির্বাচিত হন স্বপন। পরের বার ২০১৮ সালে দলের মনোনয়ন পেয়ে এমপি ও প্রতিমন্ত্রী হন। এর পর থেকে তাঁর বিপক্ষে আওয়ামী লীগের একটি বলায় সৃষ্টি হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহামুদুল হাসান প্রতিমন্ত্রীর সঙ্গে রাজনীতি করলেও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদকসহ বড় একটি পক্ষ প্রতিমন্ত্রীর বিপক্ষে। ভবদহ অঞ্চল নিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম ও দলীয় কোন্দলের কারণে উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সর্বশেষ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিমন্ত্রীর অনুসারীদের নির্বাচনে প্রার্থী ঘোষণা করে নৌকার প্রার্থীদের পরাজিত করেছেন, যা নিয়ে উপজেলা নেতা-কর্মীর মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ। ফলে উপজেলা ও তৃণমূল নেতা-কর্মীর সঙ্গে এমপির দূরত্ব সৃষ্টি হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রী সব সময় জামায়াত-বিএনপিদের সঙ্গে নিয়ে রাজনীতি করেন। তার প্রমাণ হলো দলীয় মনোনয়ন কেনার ছবি। ছবিটির বেশির ভাগ নেতা-কর্মী আওয়ামী লীগের বিরোধী শক্তি। যারা সব সময় নৌকার বিরোধিতা করেন, তাঁদের নিয়েই। ইউনিয়ন বিএনপি নেতা, জামায়াত নেতা, নাশকতা মামলার আসামিরা তাঁর চারপাশে। টানা দুবারের সংসদ ও বর্তমান প্রতিমন্ত্রীর পাশে উপজেলার নেতা-কর্মীরা তাঁর সঙ্গে না থাকার কারণ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শের মানুষ না। তিনি তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করেন না। সংসদ নির্বাচিত হওয়ার পর থেকে নিয়োগ-বাণিজ্যে পুনর্বাসিত করেছেন জামায়াত-বিএনপিদের।’
প্রতিমন্ত্রীর সঙ্গে নাশকতা মামলার আসামিদের থাকা প্রসঙ্গে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা নেই। কাগজপত্র দেখে বলতে পারব।’ তবে হরিহরনগর ও খানপুর ইউপির চেয়ারম্যান স্বতন্ত্র নির্বাচন করেছিলেন বলে জানান তিনি। দলীয় নেতাদের আওয়ামী লীগের এমপির সঙ্গে মনোনয়ন ফরম কিনতে যাওয়া প্রসঙ্গে জেলা বা উপজেলা বিএনপির কোনো নেতা কথা বলেননি। যশোর বিএনপির শীর্ষ নেতারা বর্তমানে আত্মগোপনে।
মনোনয়ন ফরম কেনার সময় ওই দুই ইউপি চেয়ারম্যান উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘আমি বর্তমান এমপি ও প্রতিমন্ত্রী, আমার সঙ্গে অনেকেই মিশতে চায়। মনোনয়ন ফরম কেনার সময় অনেকেই ছিল; দলবল-নির্বিশেষে বিভিন্ন সংগঠনের লোকজন ছিল। অনেক সংগঠনের লোকজন আমার কাছে আসে, কাউকে নিষেধ করতে পারি না। আবদুর রাজ্জাক আওয়ামী লীগ করে না, তবে নাশকতার মামলা ছিল কি না আমার জানা নেই।’
প্রসঙ্গত, নানা সময়ে সমালোচিত ও আলোচিত এই দুই সংসদের বিরুদ্ধে এক হয়েছেন দুই উপজেলার নেতা-কর্মীরা। এই দুই এমপির কাছ থেকে মনোনয়ন বাগিয়ে নিয়ে ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন ২৭ নেতা-কর্মী। এর মধ্যে রণজিতের আসনে ১৫ জন আর প্রতিমন্ত্রী স্বপনের আসনে ১২।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে বর্তমান দুই সংসদ সদস্যের দলীয় মনোনয়ন ফরম কেনার ছবি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। দুই সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ, উপজেলার শীর্ষ নেতা-কর্মীদের বাদ দিয়ে বিএনপি-জামায়াতের নাশকতা মামলার আসামি ও নেতা-কর্মীদের নিয়ে তাঁরা মনোনয়ন সংগ্রহ করেছেন।
এতে দুই উপজেলাসহ তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি দুটিকে ঘিরে বর্তমান ওই সংসদ সদস্যদের নিয়ে সমালোচনা করছেন নেতা-কর্মীরা।
সংসদ সদস্যরা হলেন যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর) আসনের সংসদ সদস্য রণজিৎ রায় এবং যশোর-৫ (মনিরামপুর) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তাঁরা দুজনেই নিজ নিজ আসনের মনোনয়ন সংগ্রহ করেছেন।
নেতা-কর্মীরা জানিয়েছেন, টানা তিনবারের যশোর-৪ আসন থেকে আওয়ামী লীগের এমপি হওয়া রণজিৎ কুমার এবারও নির্বাচনের মাঠে রয়েছেন। কিন্তু দলীয় নেতা-কর্মীরা তাঁকে এড়িয়ে চলছেন। ১৯ নভেম্বর দলীয় মনোনয়ন ফরম কেনেন রণজিৎ কুমার। সেদিনই ঢাকার ন্যাম ভবনে একটি গ্রুপ ছবিতে রণজিৎ রায়ের পাশে বাঘারপাড়ার বর্তমান পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে দেখা যায়। শহিদুল ২০১৫ সালের ২২ এপ্রিল রাতে সদর উপজেলার চান্দুটিয়া গ্রামে নাশকতা মামলার এজাহারভুক্ত আসামি।
ছবিতে এমপির সঙ্গে বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি এবং উপজেলা বিএনপি সদস্য আরিফ খান তুর্কিকেও দেখা যায়। তুর্কির বিরুদ্ধে ২০১৮ সালের ৮ আগস্ট ও ১৪ জুনের দুটি নাশকতার মামলা আছে। এ ছাড়া ছবিতে থাকা বাঘারপাড়া পৌরসভার মহিরণ এলাকার জামির হোসেন ও সাজ্জাদ খন্দকার বিএনপি পরিবারের সদস্য বলে স্থানীয় আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন। এর আগেও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত যশোরের আমজাদ মোল্লা বা আমজাদ রাজাকারের পক্ষে অবস্থান নিয়ে নিজ দলের নেতা-কর্মীকে নানাভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে এমপি রণজিতের বিরুদ্ধে, যা নিয়ে উপজেলা নেতা-কর্মীর মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ। ফলে উপজেলা ও তৃণমূল নেতা-কর্মীর সঙ্গে এমপির দূরত্ব সৃষ্টি হয়েছে।
বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা হাসান আলী বলেন, ‘আমাদের এমপি রণজিৎ বাবু তো আওয়ামী লীগ করেন না। উনি বিএনপি-জামায়াত নিয়ে চলছেন। চাকরি দিয়েছেন বিএনপি-জামায়াতের লোকজনদের। আমজাদ রাজাকারের পরিবারকে সমর্থন দিয়েছেন। বিষয়টি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকেও জানানো হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা তাঁর পক্ষে নেই। দল যদি তাঁকে মনোনয়ন দেয়, সে ক্ষেত্রে কাজ করব; কিন্তু এলাকার জনগণ এমপি রণজিৎকে চাচ্ছে না। সর্বশেষ ২০ নভেম্বর বিষয়টি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকেও জানানো হয়েছে।’
এই বিষয়ে জানতে চাইলে সংসদ রণজিৎ রায় বলেন, ‘অনেকেই আমার বিরুদ্ধে অনেক অভিযোগ করে। আপনারা যা পারেন লিখেন, সমস্যা নাই।’ এই বলে মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি।
এদিকে, যশোর-৬ (মনিরামপুর) আসনে অংশ নেওয়ার জন্য ওই আসনের বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে মনোনয়ন ফরম হাতে রাখা তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ওই ছবিতে দেখা যাচ্ছে, উপজেলার হরিহরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক ও জামায়াতে ইসলামীর ইউনিয়ন নেতা ও খানপুর ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলামসহ কয়েকজন নেতা-কর্মীরা প্রতিমন্ত্রী স্বপনের পেছনে দাঁড়িয়ে আছেন। দুই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা রয়েছে। একই সঙ্গে তাঁরা দুজনেই নৌকার প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এদিকে উপজেলার শীর্ষ নেতাদের বাদ দিয়ে বিএনপির নেতা ও নাশকতা মামলার আসামিদের নিয়ে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন কেনা নিয়ে বইছে সমালোচনার ঝড়।
নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯ নভেম্বর আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে যশোর-৬ (মনিরামপুর) আসনে দলীয় মনোনয়ন ফরম কেনেন বর্তমান সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সেদিন ঢাকার বাসার সামনে মনোনয়ন হাতে দাঁড়িয়ে রয়েছেন স্বপন ভট্টাচার্যকে। তাঁর পাশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহমুদুল হাসানসহ কয়েকজন ইউপি চেয়ারম্যানও রয়েছেন। স্বপন ভট্টাচার্যের পেছনে রয়েছেন উপজেলার হরিহরনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক। যাঁর বিরুদ্ধে ২০১৮ সালে মনিরামপুরে নাশকতা মামলায় ১৪ নম্বর আসামি ছিলেন। সেই মামলায় দণ্ডিত হয়ে কারাগারেও ছিলেন। সর্বশেষ ২০২৩ সালের ১৭ জুলাই অনুষ্ঠিত হরিহরনগর ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে চেয়ারম্যান নির্বাচিত হন।
এ ছাড়া জামায়াতে ইসলামীর ইউনিয়ন নেতা ও খানপুর ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলামকেও প্রতিমন্ত্রীর পেছনে দেখা গেছে। তাঁর বিরুদ্ধে ২০১৪ ও ২০১৮ সালে নাশকতার মামলা রয়েছে। এ ছাড়া সর্বশেষ ইউপি নির্বাচনে তিনি নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে বিজয়ী হন। নেতা-কর্মীরা জানিয়েছেন, দলীয় মনোনয়ন কেনার ওই ছবিতে আরও পাঁচজন ইউপি চেয়ারম্যান থাকলেও তাঁদের মধ্যে তিনজন নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।
নেতা-কর্মীদের অভিযোগ, ২০১৪ সালে দলীয় প্রার্থীর বিপক্ষে বিদ্রোহী দাঁড়িয়ে এমপি নির্বাচিত হন স্বপন। পরের বার ২০১৮ সালে দলের মনোনয়ন পেয়ে এমপি ও প্রতিমন্ত্রী হন। এর পর থেকে তাঁর বিপক্ষে আওয়ামী লীগের একটি বলায় সৃষ্টি হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মাহামুদুল হাসান প্রতিমন্ত্রীর সঙ্গে রাজনীতি করলেও উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সম্পাদকসহ বড় একটি পক্ষ প্রতিমন্ত্রীর বিপক্ষে। ভবদহ অঞ্চল নিয়ে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম ও দলীয় কোন্দলের কারণে উপজেলা পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে তাঁর দূরত্ব সৃষ্টি হয়েছে। একই সঙ্গে সর্বশেষ ইউনিয়ন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিমন্ত্রীর অনুসারীদের নির্বাচনে প্রার্থী ঘোষণা করে নৌকার প্রার্থীদের পরাজিত করেছেন, যা নিয়ে উপজেলা নেতা-কর্মীর মধ্যে সৃষ্টি হয় ক্ষোভ। ফলে উপজেলা ও তৃণমূল নেতা-কর্মীর সঙ্গে এমপির দূরত্ব সৃষ্টি হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রী সব সময় জামায়াত-বিএনপিদের সঙ্গে নিয়ে রাজনীতি করেন। তার প্রমাণ হলো দলীয় মনোনয়ন কেনার ছবি। ছবিটির বেশির ভাগ নেতা-কর্মী আওয়ামী লীগের বিরোধী শক্তি। যারা সব সময় নৌকার বিরোধিতা করেন, তাঁদের নিয়েই। ইউনিয়ন বিএনপি নেতা, জামায়াত নেতা, নাশকতা মামলার আসামিরা তাঁর চারপাশে। টানা দুবারের সংসদ ও বর্তমান প্রতিমন্ত্রীর পাশে উপজেলার নেতা-কর্মীরা তাঁর সঙ্গে না থাকার কারণ প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর আদর্শের মানুষ না। তিনি তৃণমূলের নেতা-কর্মীদের মূল্যায়ন করেন না। সংসদ নির্বাচিত হওয়ার পর থেকে নিয়োগ-বাণিজ্যে পুনর্বাসিত করেছেন জামায়াত-বিএনপিদের।’
প্রতিমন্ত্রীর সঙ্গে নাশকতা মামলার আসামিদের থাকা প্রসঙ্গে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি জানা নেই। কাগজপত্র দেখে বলতে পারব।’ তবে হরিহরনগর ও খানপুর ইউপির চেয়ারম্যান স্বতন্ত্র নির্বাচন করেছিলেন বলে জানান তিনি। দলীয় নেতাদের আওয়ামী লীগের এমপির সঙ্গে মনোনয়ন ফরম কিনতে যাওয়া প্রসঙ্গে জেলা বা উপজেলা বিএনপির কোনো নেতা কথা বলেননি। যশোর বিএনপির শীর্ষ নেতারা বর্তমানে আত্মগোপনে।
মনোনয়ন ফরম কেনার সময় ওই দুই ইউপি চেয়ারম্যান উপস্থিত থাকার বিষয়টি স্বীকার করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বলেন, ‘আমি বর্তমান এমপি ও প্রতিমন্ত্রী, আমার সঙ্গে অনেকেই মিশতে চায়। মনোনয়ন ফরম কেনার সময় অনেকেই ছিল; দলবল-নির্বিশেষে বিভিন্ন সংগঠনের লোকজন ছিল। অনেক সংগঠনের লোকজন আমার কাছে আসে, কাউকে নিষেধ করতে পারি না। আবদুর রাজ্জাক আওয়ামী লীগ করে না, তবে নাশকতার মামলা ছিল কি না আমার জানা নেই।’
প্রসঙ্গত, নানা সময়ে সমালোচিত ও আলোচিত এই দুই সংসদের বিরুদ্ধে এক হয়েছেন দুই উপজেলার নেতা-কর্মীরা। এই দুই এমপির কাছ থেকে মনোনয়ন বাগিয়ে নিয়ে ইতিমধ্যে মনোনয়ন সংগ্রহ করেছেন ২৭ নেতা-কর্মী। এর মধ্যে রণজিতের আসনে ১৫ জন আর প্রতিমন্ত্রী স্বপনের আসনে ১২।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৮ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৮ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৯ ঘণ্টা আগে