প্রতিনিধি
মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে গেছেন এক নারীসহ তিন করোনা আক্রান্ত রোগী। বুধবার বিকেল ৩টায় ওই রোগীরা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পালিয়ে যান। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।
পালিয়ে যাওয়া করোনা আক্রান্তরা হচ্ছেন মহম্মদপুর উপজেলা সদরে রুইজানি গ্রামের মৃত হাসান উদ্দিন মুন্সীর ছেলে আলী আকবর মুন্সী (৬০), একই গ্রামের মৃত তমাল মোল্যার ছেলে আবু মোল্যা (৬০) ও বিনোদপুর এলাকার হাসেম মৃধার স্ত্রী (৫০) খাদিজা বেগম।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের উপজেলা সদরের রুইজানির দুজন ও বিনোদপুর এলাকার একজনের বসতবাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মহম্মদপুর থানাকে লিখিত অভিযোগ জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১মে করোনার উপসর্গ নিয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ওয়ার্ডে ভর্তি হন ছয় ব্যক্তি। ১ জুন তাঁদের নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। ২ জুন দুপুরে ল্যাব থেকে দেওয়া প্রতিবেদনে তিনজন রোগীর করোনা পজিটিভ আসে। তাঁদের একজন নারী ও দুজন পুরুষ। সঙ্গে সঙ্গে ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি ওই সব ব্যক্তিদের জানান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক কাজী আবু আহসান বলেন, দুপুরের দিকে ওই তিন রোগীকে খুঁজতে যান ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তখন থেকেই তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ভর্তি রেজিস্ট্রারে থাকা রোগীর মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, পালিয়ে যাওয়া তিন করোনা রোগীর সন্ধান পেতে তাঁরা কাজ করছেন। আত্মীয়দের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে গেছেন এক নারীসহ তিন করোনা আক্রান্ত রোগী। বুধবার বিকেল ৩টায় ওই রোগীরা হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় পালিয়ে যান। মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মকসেদুল মোমিন বিষয়টি নিশ্চিত করেন।
পালিয়ে যাওয়া করোনা আক্রান্তরা হচ্ছেন মহম্মদপুর উপজেলা সদরে রুইজানি গ্রামের মৃত হাসান উদ্দিন মুন্সীর ছেলে আলী আকবর মুন্সী (৬০), একই গ্রামের মৃত তমাল মোল্যার ছেলে আবু মোল্যা (৬০) ও বিনোদপুর এলাকার হাসেম মৃধার স্ত্রী (৫০) খাদিজা বেগম।
মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রামানন্দ পাল জানান, করোনা আক্রান্ত ব্যক্তিদের উপজেলা সদরের রুইজানির দুজন ও বিনোদপুর এলাকার একজনের বসতবাড়িতে লাল পতাকা টাঙিয়ে লকডাউন করে দেওয়া হয়েছে। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ মহম্মদপুর থানাকে লিখিত অভিযোগ জানিয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১মে করোনার উপসর্গ নিয়ে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স করোনা ওয়ার্ডে ভর্তি হন ছয় ব্যক্তি। ১ জুন তাঁদের নমুনা পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়। ২ জুন দুপুরে ল্যাব থেকে দেওয়া প্রতিবেদনে তিনজন রোগীর করোনা পজিটিভ আসে। তাঁদের একজন নারী ও দুজন পুরুষ। সঙ্গে সঙ্গে ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্তরা বিষয়টি ওই সব ব্যক্তিদের জানান।
হাসপাতালের আবাসিক চিকিৎসক কাজী আবু আহসান বলেন, দুপুরের দিকে ওই তিন রোগীকে খুঁজতে যান ওয়ার্ডে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা। তখন থেকেই তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। এমনকি ভর্তি রেজিস্ট্রারে থাকা রোগীর মোবাইল ফোন নম্বরও বন্ধ পাওয়া যাচ্ছে। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
মহম্মদপুর থানার ওসি তারক বিশ্বাস জানান, পালিয়ে যাওয়া তিন করোনা রোগীর সন্ধান পেতে তাঁরা কাজ করছেন। আত্মীয়দের মাধ্যমে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।
রাজধানীর মহাখালীতে সড়ক ও রেলপথে অবরোধ তুলে নিয়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা। আজ সোমবার বিকাল ৪টার দিকে তাঁরা সবগুলো সড়ক ছেড়ে দেয়।
৫ মিনিট আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে দ্রুতগামী বাস চাপায় জুলি আক্তার (৩৫) নামের এক পথচারী নারী নিহত হয়েছেন। গতকাল রোববার রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরামতল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৪ মিনিট আগেনাটোর সদর উপজেলায় প্রশ্নপত্র দেখানোর প্রলোভন এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে হযরত আলী (৪২) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৮ মিনিট আগেপাকিস্তানের সঙ্গে অ্যাকাডেমিকসহ সকল সম্পর্কের ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। ২০১৫ সালে তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় পাকিস্তানের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত হয়। গত ১৩ নভেম্বরের সিন্ডিকেট সভায় নিষেধা
২৭ মিনিট আগে