মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
ফ্যাক্টরির ওয়াশ রুমে সিগারেট খাওয়ায় তিন শ্রমিককে নির্যাতন ও ইলেকট্রিক শক দেওয়া হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে চাকরিচ্যুত করা হয়। বাগেরহাটের মোংলা ইপিজেডের জীম লাইট গার্মেন্টস ফ্যাক্টরির অ্যাডমিন স্টেশন অফিসার হৃদয় মাহমুদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
চাকরিচ্যুতদের অভিযোগ ফ্যাক্টরির ওয়াশ রুমে সিগারেট খাওয়ায় তাঁদেরকে নির্যাতন করে বেতন না দিয়েই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা বলেন, তাঁদেরকে ইলেকট্রিক শকসহ নির্যাতন করে রোদে দাঁড় করিয়ে রাখেন হৃদয় মাহমুদ।
নির্যাতনের শিকার এবং চাকরিচ্যুত ওই শ্রমিকেরা হলেন, প্রতিষ্ঠানটির মেশিন/সেলাই অপারেটর ইব্রাহিম জোমাদ্দার, নয়ন হাওলাদার ও সহকারী পলক। ভুক্তভোগী এই তিন শ্রমিক জানান, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্যাক্টরিতে কাজের ফাঁকে তারা ওয়াশ রুমে গিয়ে ধূমপান করেন। ধূমপানের অভিযোগে ফ্যাক্টরির সুপারভাইজার মো. মেহেদী ও লাইনম্যান মো. লিটন তাঁদের সেখান থেকে ধরে অ্যাডমিন অফিসার হৃদয় মাহমুদের কাছে নিয়ে যান। এরপর অ্যাডমিন অফিসার হৃদয় তাঁদের গালাগালির পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন ও ইলেকট্রিক শক দিয়ে রোদে দাঁড় করিয়ে রাখেন। পরে তাঁদের কাছ থেকে চাকরি থেকে অব্যাহতির মুচলেকা রেখে ফ্যাক্টরি থেকে বের করে দেন।
ভুক্তভোগী শ্রমিকেরা জানান, দেড় মাস হলো এ প্রতিষ্ঠানের কাজে যোগদান করেন তাঁরা। এর আগে এক মাসের বেতন তারা পেয়েছেন। কিন্তু চাকরিচ্যুতি করলেও তাঁদের বাকি ১৫ দিনের বেতন দেননি অ্যাডমিন অফিসার হৃদয়।
তাঁরা আরও জানান, হৃদয় তাঁদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়ে শাসিয়ে বলেছেন, ‘কোনো কিছুই দেওয়া হবে না, যেখানে যাবি যা, যা খুশি তাই কর গিয়ে, তাতে কোনো লাভ হবে না। কারণ আমি যুবলীগ নেতা।’
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত হৃদয় মাহমুদ বলেন, সিগারেট খাওয়ার কারণেই তাঁদেরকে চাকরিচ্যুতি করা হয়েছে। এখানে বেপজার কিছু নিয়ম রয়েছে, নিয়ম ভঙ্গের কারণেই এটা করা হয়েছে।
হৃদয় আরও বলেন, ‘তাঁদেরকে কোনো ধরনের টর্চার কিংবা ইলেকট্রিক শক দেওয়া হয়নি। এটা তারা বানিয়ে মিথ্যা বলছে।’
এ বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। হৃদয় যদি এমন করে থাকে অবশ্যই তাঁকে সতর্ক ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের চাকরিচ্যুতি করা হয়েছে তাঁরা তাঁদের বেতনও অবশ্যই পাবেন। সেই ব্যবস্থাও আমি করছি।’
ফ্যাক্টরির ওয়াশ রুমে সিগারেট খাওয়ায় তিন শ্রমিককে নির্যাতন ও ইলেকট্রিক শক দেওয়া হয়। পাশাপাশি মুচলেকা নিয়ে চাকরিচ্যুত করা হয়। বাগেরহাটের মোংলা ইপিজেডের জীম লাইট গার্মেন্টস ফ্যাক্টরির অ্যাডমিন স্টেশন অফিসার হৃদয় মাহমুদের বিরুদ্ধে এ অভিযোগ উঠেছে।
চাকরিচ্যুতদের অভিযোগ ফ্যাক্টরির ওয়াশ রুমে সিগারেট খাওয়ায় তাঁদেরকে নির্যাতন করে বেতন না দিয়েই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা বলেন, তাঁদেরকে ইলেকট্রিক শকসহ নির্যাতন করে রোদে দাঁড় করিয়ে রাখেন হৃদয় মাহমুদ।
নির্যাতনের শিকার এবং চাকরিচ্যুত ওই শ্রমিকেরা হলেন, প্রতিষ্ঠানটির মেশিন/সেলাই অপারেটর ইব্রাহিম জোমাদ্দার, নয়ন হাওলাদার ও সহকারী পলক। ভুক্তভোগী এই তিন শ্রমিক জানান, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ফ্যাক্টরিতে কাজের ফাঁকে তারা ওয়াশ রুমে গিয়ে ধূমপান করেন। ধূমপানের অভিযোগে ফ্যাক্টরির সুপারভাইজার মো. মেহেদী ও লাইনম্যান মো. লিটন তাঁদের সেখান থেকে ধরে অ্যাডমিন অফিসার হৃদয় মাহমুদের কাছে নিয়ে যান। এরপর অ্যাডমিন অফিসার হৃদয় তাঁদের গালাগালির পাশাপাশি শারীরিকভাবে নির্যাতন ও ইলেকট্রিক শক দিয়ে রোদে দাঁড় করিয়ে রাখেন। পরে তাঁদের কাছ থেকে চাকরি থেকে অব্যাহতির মুচলেকা রেখে ফ্যাক্টরি থেকে বের করে দেন।
ভুক্তভোগী শ্রমিকেরা জানান, দেড় মাস হলো এ প্রতিষ্ঠানের কাজে যোগদান করেন তাঁরা। এর আগে এক মাসের বেতন তারা পেয়েছেন। কিন্তু চাকরিচ্যুতি করলেও তাঁদের বাকি ১৫ দিনের বেতন দেননি অ্যাডমিন অফিসার হৃদয়।
তাঁরা আরও জানান, হৃদয় তাঁদেরকে ফ্যাক্টরি থেকে বের করে দিয়ে শাসিয়ে বলেছেন, ‘কোনো কিছুই দেওয়া হবে না, যেখানে যাবি যা, যা খুশি তাই কর গিয়ে, তাতে কোনো লাভ হবে না। কারণ আমি যুবলীগ নেতা।’
এ ঘটনার বিষয়ে অভিযুক্ত হৃদয় মাহমুদ বলেন, সিগারেট খাওয়ার কারণেই তাঁদেরকে চাকরিচ্যুতি করা হয়েছে। এখানে বেপজার কিছু নিয়ম রয়েছে, নিয়ম ভঙ্গের কারণেই এটা করা হয়েছে।
হৃদয় আরও বলেন, ‘তাঁদেরকে কোনো ধরনের টর্চার কিংবা ইলেকট্রিক শক দেওয়া হয়নি। এটা তারা বানিয়ে মিথ্যা বলছে।’
এ বিষয়ে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মাহবুব আহমেদ সিদ্দিক বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি। হৃদয় যদি এমন করে থাকে অবশ্যই তাঁকে সতর্ক ও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর যাদের চাকরিচ্যুতি করা হয়েছে তাঁরা তাঁদের বেতনও অবশ্যই পাবেন। সেই ব্যবস্থাও আমি করছি।’
বিশ্বের একমাত্র স্বীকৃত উড়ন্ত চক্ষু হাসপাতাল চট্টগ্রামে অবতরণ করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে একটি বিমানে স্থাপিত উড়ন্ত হাসপাতালটি চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিশেষায়িত হাসপাতালটি চক্ষুরোগসংক্রান্ত প্রশিক্ষণ দিতে ১৮ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চট্টগ্রামে অবস্থান করবে...
২৪ মিনিট আগে২০২৩ সালের ২২ আগস্ট সিমেন্টবোঝাই একটি ট্রাক কাটাগাঙ্গের এ লোহার সেতু ভেঙে নদীতে ডুবে যায়। ওই ঘটনায় ট্রাকচালক ওমর ফারুক ও চালকের সহকারী জাকির হোসেন কলিন্স নিহত হয়েছিলেন। এরপর সপ্তাহখানেক সরাসরি যানচলাচল বন্ধ থাকার পর ক্ষতিগ্রস্ত সেতুটি আবারও জোড়াতালি দিয়ে সংস্কার করা হয়...
২৮ মিনিট আগেফেনীর পরশুরামে কলেজছাত্র এমরান হোসেন রিফাত হত্যার ঘটনায় মামলা হয়েছে। এতে ছয়জনের নাম উল্লেখ করা হয়। তাঁদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
১ ঘণ্টা আগেসিলেটে ২৮০ বস্তা ভারতীয় চিনিসহ আকবর মিয়া (৪২) নামের এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটের সীমান্তবর্তী এলাকায় চেকপোস্ট বসিয়ে তাঁকে আটক করা হয়।
১ ঘণ্টা আগে