চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
সাড়ে চার বছরের কালা মানিক। ওজনে প্রায় ৩৫ মণ। বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার ইয়াসিন আরাফাত ও জিহাদ আলমের খামারে বেড়ে ওঠা। বিশ থেকে একুশ দিন পর কোরবানির ঈদ। ঈদ ঘিরে ব্যস্ত বাগেরহাটের চিতলমারী উপজেলার খামারিরা। খামারে কী চমক আছে জানার আগ্রহে থাকে মানুষ। এবার চমক দেখাতে ‘কালামানিক’কে নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন দুই ভাই ইয়াসিন আরাফাত ও জিহাদ আলম। কালামানিকের দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।
ইয়াসিন আরাফাত ও তার ভাই জিহাদ আলম জানান, উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের কাউয়ার পোল এলাকায় তাঁদের বসবাস। বাবার নাম মোর্শেদ আলম মোল্লা। পেশায় জিহাদ চাকরিজীবী ও আরাফাত ব্যবসায়ী। দুই ভাই পাশাপাশি গরুর খামার করেন। সাড়ে চার বছর আগে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে খামারে ফ্রিজিয়ান জাতের একটি এঁড়ে বাছুর (পুরুষ) কিনে আনেন। আদর করে এটির নাম রাখেন ‘কালামানিক’।
কালামানিককে তাঁরা দেশীয় ঘাস, খড়কুটো খাইয়ে পরম যত্নের সঙ্গে লালন-পালন করেছেন। সাড়ে চার বছরে কালামানিকের ওজন এখন প্রায় ১ হাজার ৪০০ কেজি। দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। কম-বেশি হলে এ বছরই তাঁরা কালামানিককে বাজারজাত করবেন। তাই ক্রেতার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
চিতলমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল বলেন, ‘এ উপজেলায় ৮৯৫টি গবাদি পশুর খামার রয়েছে। কোরবানি উপলক্ষে খামারিরা পশু প্রস্তুত রেখেছেন। আমরা তাঁদের নিয়মিত খোঁজ-খবর রাখছি এবং সর্বাত্মক সহযোগিতা করছি। ইয়াসিন আরাফাত ও জিহাদ আলমের কালামানিক এ বছর প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছে। আমরা চাই খামারিরা ন্যায্যমূল্য পাক।’
সাড়ে চার বছরের কালা মানিক। ওজনে প্রায় ৩৫ মণ। বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকার ইয়াসিন আরাফাত ও জিহাদ আলমের খামারে বেড়ে ওঠা। বিশ থেকে একুশ দিন পর কোরবানির ঈদ। ঈদ ঘিরে ব্যস্ত বাগেরহাটের চিতলমারী উপজেলার খামারিরা। খামারে কী চমক আছে জানার আগ্রহে থাকে মানুষ। এবার চমক দেখাতে ‘কালামানিক’কে নিয়ে ক্রেতার অপেক্ষায় রয়েছেন দুই ভাই ইয়াসিন আরাফাত ও জিহাদ আলম। কালামানিকের দাম হাঁকা হয়েছে ১২ লাখ টাকা।
ইয়াসিন আরাফাত ও তার ভাই জিহাদ আলম জানান, উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের কাউয়ার পোল এলাকায় তাঁদের বসবাস। বাবার নাম মোর্শেদ আলম মোল্লা। পেশায় জিহাদ চাকরিজীবী ও আরাফাত ব্যবসায়ী। দুই ভাই পাশাপাশি গরুর খামার করেন। সাড়ে চার বছর আগে ১ লাখ ৬০ হাজার টাকা দিয়ে খামারে ফ্রিজিয়ান জাতের একটি এঁড়ে বাছুর (পুরুষ) কিনে আনেন। আদর করে এটির নাম রাখেন ‘কালামানিক’।
কালামানিককে তাঁরা দেশীয় ঘাস, খড়কুটো খাইয়ে পরম যত্নের সঙ্গে লালন-পালন করেছেন। সাড়ে চার বছরে কালামানিকের ওজন এখন প্রায় ১ হাজার ৪০০ কেজি। দাম হেঁকেছেন ১২ লাখ টাকা। কম-বেশি হলে এ বছরই তাঁরা কালামানিককে বাজারজাত করবেন। তাই ক্রেতার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
চিতলমারী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আহমেদ ইকবাল বলেন, ‘এ উপজেলায় ৮৯৫টি গবাদি পশুর খামার রয়েছে। কোরবানি উপলক্ষে খামারিরা পশু প্রস্তুত রেখেছেন। আমরা তাঁদের নিয়মিত খোঁজ-খবর রাখছি এবং সর্বাত্মক সহযোগিতা করছি। ইয়াসিন আরাফাত ও জিহাদ আলমের কালামানিক এ বছর প্রদর্শনীতে প্রথম স্থান অধিকার করেছে। আমরা চাই খামারিরা ন্যায্যমূল্য পাক।’
বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ইউরোপীয় বিভিন্ন দেশের কনস্যুলেট এবং দূতাবাস কার্যক্রম না থাকায় নাগরিকদের অন্য দেশ অভিমুখী হতে হচ্ছে।
২৫ মিনিট আগেআজ শুক্রবার সকাল থেকে মসজিদের সামনে অবস্থান নিয়েছে সাদপন্থীরা। সকাল থেকে মসজিদে প্রবেশ করেন শত শত সাদপন্থী। তাঁদের লক্ষ্য, লাখো মুসল্লির সমাগমে জুমার নামাজ আদায় করে নিজেদের অবস্থান ও শক্তি জানান দেওয়া। জমায়েতের চাপে আশপাশে সব রাস্তা বন্ধ হয়ে গেছে।
৩৫ মিনিট আগেবাড়ির আঙিনায় বেড়া দেওয়া নিয়ে শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় শ্যালকের শাবলের আঘাতে দুলাভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার পৌরশহরের কালিনগর মহল্লায় এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করেছে পুলিশ।
১ ঘণ্টা আগেগাইবান্ধার গোবিন্দগঞ্জে দোকানে সিগারেট না পেয়ে ছুরিকাঘাতে বিএনপি-জামায়াতের ৬ নেতা-কর্মীকে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা মারুফ হাসানের বিরুদ্ধে। ঘটনাস্থল থেকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার পৌর শহরের চৌমাথা মোড়ে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে