দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজছাত্রের মৃত্যু

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি 
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ১৪: ০০

কুষ্টিয়ার দৌলতপুরে পিকনিকে দুই পক্ষের সংঘর্ষে আহত কলেজছাত্র রাব্বি হোসেন (২০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত রাব্বি হোসেন উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুণ্ডি উত্তরপাড়া গ্রামের মসলেম উদ্দিনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট রাতে নিজ এলাকায় পিকনিক করছিল দুটি গ্রুপ। এ সময় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হলে হামলার ঘটনা ঘটে। তাতে কলেজছাত্র রাব্বি আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরদিন থানায় হামলার অভিযোগ এনে সাতজনের নামে মামলা করেন রাব্বির পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, পিকনিকে হামলার অভিযোগে থানায় মামলা হয়েছিল। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ছেলেটি গতকাল শুক্রবার মারা গেছে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত