ইবি রেজিস্ট্রারের অডিও ফাঁসের ঘটনায় তদন্ত কমিটি

ইবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৩, ১৯: ৪০

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের অডিও ফাঁসের ঘটনাটি খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। আজ রোববার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় উপাচার্যের একান্ত সহকারী মো. মনিরুজ্জামান মোল্লার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দ্রুত সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার মধ্যরাতে সাথী খাতুন নামের একটি আইডি থেকে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান ও মঈন নামের এক ব্যক্তির অডিও কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় লেনদেন-সংক্রান্ত পরপর কয়েকটি ভিন্ন ভিন্ন সময়ের কথোপকথন শোনা যায়। যদিও বিষয়টি সম্পর্কে অবগত না বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার।

কমিটির আহ্বায়ক ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলাম, সদস্যসচিব উপ-রেজিস্ট্রার আলীবদ্দীন খান। কমিটির অন্য সদস্যরা হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিয়া মো. রাশেদুজ্জামান ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরাসরি সমুদ্রপথে বাণিজ্য সম্পর্কের ঐতিহাসিক যুগে বাংলাদেশ–পাকিস্তান, শঙ্কায় ভারত

দ্রুত বেতন-ভাতা পাবে এমপিওভুক্ত প্রতিষ্ঠান

দেশে স্যাটেলাইট ইন্টারনেট চালুর উদ্যোগ, সুযোগ পেতে পারে ইলন মাস্কের স্টারলিংক

গাজীপুরে বেতন পেলেন ৫ কারখানার সাড়ে ৩ হাজার শ্রমিক, কাজে যোগ দেবে কাল

মালামালের সঙ্গে শিশুকেও তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত