শরনখোলা (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের শরণখোলায় স্বামীর জেলে কার্ডের চাল নিতে গিয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক নারী ইউপি সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
আহত ওই নারী সোনাতলা গ্রামের জেলে নাসির হাওলাদারের স্ত্রী। তাঁকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদিকে ওই নারীর পাল্টা আক্রমনে গিয়াস উদ্দিন (৭০) নামের এক ইউপি সদস্য আহতের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী হাসিনা বেগম জানান, ১ নম্বর সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার মঙ্গলবার বিকেলে এলাকায় জেলে কার্ডের চাল বিতরণের সিলিপ বিতরণ করেছেন। সবাইকে দিলেও তাঁর স্বামীর কার্ডের সিলিপ দেননি। আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্যের কাছে কার্ডের সিলিপ চাইলে পরে দেওয়া হবে বলে জানান। স্বামীর অসুস্থতার কথা জানিয়ে বারবার অনুরোধ করার হলেও ইউপি সদস্য জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তাঁকে চুল ধরে বের করে দেন। এ সময় ইউপি সদস্য গিয়াসউদ্দিন ও জাকির হোসেন মিলে তাঁকে মারধর করেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে সোনাতলার ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি পরিষদে কার্ডের সিলিপ লিখতেছিলাম। এ সময় ওই নারী এসে তাঁর স্বামীর কার্ডের সিলিপ চান। এবার বরাদ্দ কম আসায় পরবর্তীধাপে তাঁকে দেওয়া হবে বলে জানানো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে পায়ের জুতা খুলে আমার দিকে ছুড়ে মারেন।’ এ সময় গিয়াস উদ্দিন নামের আরেক ইউপি সদস্য আহত হন বলে জানান তিনি।
এ নিয়ে রায়েন্দা ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কার্ডের সিলিপ অনুযায়ী চাল দিচ্ছিলাম, এ সময় শুনি জাহাঙ্গীরের সঙ্গে ওই নারীর কথা-কাটাকাটি চলছে। আমি তাঁদের থামাতে গেলে ওই নারী আমার ওপর আক্রমন করেন। তাঁর জুতার আঘাতে আমার ডান হাত ভেঙে গেছে।’
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে মোট ২ হাজার ৬০০ জন জেলে। এর মধ্যে এবার বরাদ্দ এসেছে ১ হাজার ২৩০ জনের। বাকিদের জন্য আগামী মাসে বরাদ্দ পাওয়া যাবে। এ কারণে অর্ধেক জেলেকে এই বরাদ্দের চাল দেওয়া যাচ্ছে না। কিন্তু হাসিনা বেগম তা মানতে নারাজ। অনাকাঙ্খিত ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
বাগেরহাটের শরণখোলায় স্বামীর জেলে কার্ডের চাল নিতে গিয়ে হাসিনা বেগম (৪৫) নামে এক নারী ইউপি সদস্যদের হাতে মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার সাউথখালী ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটেছে।
আহত ওই নারী সোনাতলা গ্রামের জেলে নাসির হাওলাদারের স্ত্রী। তাঁকে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদিকে ওই নারীর পাল্টা আক্রমনে গিয়াস উদ্দিন (৭০) নামের এক ইউপি সদস্য আহতের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী হাসিনা বেগম জানান, ১ নম্বর সোনাতলা ওয়ার্ডের ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার মঙ্গলবার বিকেলে এলাকায় জেলে কার্ডের চাল বিতরণের সিলিপ বিতরণ করেছেন। সবাইকে দিলেও তাঁর স্বামীর কার্ডের সিলিপ দেননি। আজ বুধবার সকালে ইউনিয়ন পরিষদে গিয়ে ইউপি সদস্যের কাছে কার্ডের সিলিপ চাইলে পরে দেওয়া হবে বলে জানান। স্বামীর অসুস্থতার কথা জানিয়ে বারবার অনুরোধ করার হলেও ইউপি সদস্য জাহাঙ্গীর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগালি করে তাঁকে চুল ধরে বের করে দেন। এ সময় ইউপি সদস্য গিয়াসউদ্দিন ও জাকির হোসেন মিলে তাঁকে মারধর করেন।
এদিকে অভিযোগ অস্বীকার করে সোনাতলার ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমি পরিষদে কার্ডের সিলিপ লিখতেছিলাম। এ সময় ওই নারী এসে তাঁর স্বামীর কার্ডের সিলিপ চান। এবার বরাদ্দ কম আসায় পরবর্তীধাপে তাঁকে দেওয়া হবে বলে জানানো হয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে পায়ের জুতা খুলে আমার দিকে ছুড়ে মারেন।’ এ সময় গিয়াস উদ্দিন নামের আরেক ইউপি সদস্য আহত হন বলে জানান তিনি।
এ নিয়ে রায়েন্দা ওয়ার্ডের ইউপি সদস্য গিয়াস উদ্দিন বলেন, ‘আমি কার্ডের সিলিপ অনুযায়ী চাল দিচ্ছিলাম, এ সময় শুনি জাহাঙ্গীরের সঙ্গে ওই নারীর কথা-কাটাকাটি চলছে। আমি তাঁদের থামাতে গেলে ওই নারী আমার ওপর আক্রমন করেন। তাঁর জুতার আঘাতে আমার ডান হাত ভেঙে গেছে।’
সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে মোট ২ হাজার ৬০০ জন জেলে। এর মধ্যে এবার বরাদ্দ এসেছে ১ হাজার ২৩০ জনের। বাকিদের জন্য আগামী মাসে বরাদ্দ পাওয়া যাবে। এ কারণে অর্ধেক জেলেকে এই বরাদ্দের চাল দেওয়া যাচ্ছে না। কিন্তু হাসিনা বেগম তা মানতে নারাজ। অনাকাঙ্খিত ঘটনাটি সমাধানের চেষ্টা চলছে।’
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
নিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
২ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুম হত্যায় আরও এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে রুকু আক্তার নামের ওই আসামিকে গ্রেপ্তার করা হয়
৩ ঘণ্টা আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩ ঘণ্টা আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
৫ ঘণ্টা আগে