জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগরে মো. ফজলু (২৬) নামে বিজিবির এক কথিত সোর্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের ভৈরব নদের পাড় থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। আর নিখোঁজ রয়েছে আরেক কথিত সোর্স নিহতের ফুপাতো ভাই জব্বার।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে নিহত ফজলুর মা মঞ্জুরা খাতুন দাবি করছেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।
নিহত ফজলু উপজেলার মনোহরপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বাসিন্দা কাশেম মিয়ার ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
ফজলুর মা মঞ্জুরা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে ভ্যান চালায় আর পোল মিলে কাজ করে। মঙ্গলবার এশার নামাজের পর ভাড়ার টাকা আনার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাইনি। মানুষ চিনে ফেলেছে বলে তাঁকে মেরে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘আজ সকালে স্থানীয় কয়েকজন জানান, একজন অচেতন অবস্থায় মাঠে পড়ে রয়েছে। পরে আমরা গিয়ে দেখি আমার ছেলে ফজলু সেটা। তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। কোনো বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’
চুয়াডাঙ্গার জীবননগরে মো. ফজলু (২৬) নামে বিজিবির এক কথিত সোর্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের ভৈরব নদের পাড় থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। আর নিখোঁজ রয়েছে আরেক কথিত সোর্স নিহতের ফুপাতো ভাই জব্বার।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে নিহত ফজলুর মা মঞ্জুরা খাতুন দাবি করছেন, তাঁর ছেলেকে হত্যা করা হয়েছে।
নিহত ফজলু উপজেলার মনোহরপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের বাসিন্দা কাশেম মিয়ার ছেলে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
ফজলুর মা মঞ্জুরা খাতুন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে ভ্যান চালায় আর পোল মিলে কাজ করে। মঙ্গলবার এশার নামাজের পর ভাড়ার টাকা আনার নাম করে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তাঁকে পাইনি। মানুষ চিনে ফেলেছে বলে তাঁকে মেরে ফেলেছে।’
তিনি আরও বলেন, ‘আজ সকালে স্থানীয় কয়েকজন জানান, একজন অচেতন অবস্থায় মাঠে পড়ে রয়েছে। পরে আমরা গিয়ে দেখি আমার ছেলে ফজলু সেটা। তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। কোনো বিষক্রিয়ায় তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’
আওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
৬ মিনিট আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
১ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
১ ঘণ্টা আগেনিজেদের অবস্থান জানান দিতে রাজধানীর কাকরাইল মসজিদসহ আশপাশের সড়কে বড় জমায়েত করে গতকাল শুক্রবার পবিত্র জুমার নামাজ আদায় করেছেন তাবলিগ জামায়াতের সাদপন্থীরা। নামাজ শেষে যাওয়ার আগে আগামী ৭ ডিসেম্বর বড় জমায়েতের ঘোষণা দিয়েছেন তাঁরা।
৯ ঘণ্টা আগে