দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সবজি চাষ করে নিজ উপজেলার চাহিদা পূরণ করে অন্যত্র সরবরাহ করতে সক্ষম কুষ্টিয়ার দৌলতপুর। সবজির ভান্ডার খ্যাত এই উপজেলায় এখন লাগামহীন সবজির দাম। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে নিম্ন-মধ্যম আয়ের মানুষেরা। এদিকে দাম বাড়ায় কমেছে বিক্রি। কেজি দরে কম এখন পোয়া, গ্রামেই কিনছেন ক্রেতারা।
এদিকে খুচরো বিক্রেতারা বলছেন, সবজির দাম বাড়ায় বিনিয়োগ বাড়িয়েছেন তাঁরা। তবে লাভ বাড়েনি, কমেছে বিক্রির হার। এদিকে দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা হরিয়ে কেজি ধরে কেনা সবজি পোয়া অথবা গ্রামে কিনছেন ক্রেতারা।
উপজেলা কৃষি বিভাগ বলছে, প্রতি বছর এই উপজেলায় সবজি চাষ হয় ৬ হাজার হেক্টর জমিতে। সেখান থেকে প্রতি বছর সবজি উৎপাদন হয় ১ লাখ ৫০ হাজার মেট্রিকটন যা স্থানীয় চাহিদা পূরণ করে উপজেলার বাইরে যায়। উপজেলার তারাগুনিয়া ও খলিশাকুন্ডি বাজার থেকে দিনে কয়েক কোটি টাকার সবজি অন্যান্য জেলা ও উপজেলায় পাঠানো হয়।
৪৬১ বর্গ কিলোমিটার কৃষি নির্ভর এই উপজেলায় প্রায় ৫ লাখের বেশি মানুষের বসবাস। যেখানে একজন মানুষের ন্যূনতম সবজি প্রয়োজন ২৫০ গ্রাম, সেখানে উপজেলাটির দৈনিক চাহিদা ধরা হয়েছে আনুমানিক ১২৫ মেট্রিকটন যার বাৎসরিক চাহিদা ৪৫ হাজার ৬২৫ মেট্রিকটন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড় পাইকারি সবজির বাজার তারাগুনিয়া বাজার ঘুরে দেখা গেছে, আলু পাইকারি ৫৩ ও খুচরা ৫৫-৬০, পেঁয়াজ পাইকারি ৯২ ও খুচরা ৯৫-১০০, মরিচের পাইকারি ১০০ ও খুচরা ১১৫-১২০, রসুন পাইকারি ২২০ টাকা খুচরা ২৩০-২৪০, কচু পাইকারি ৬০-৬৫ ও খুচরা ৭৫-৮০ টাকা।
শীতকালীন সবজি ফুলকপির পাইকারি দাম ৬০ টাকা ও খুচরা ৭০ টাকা যথাক্রমে মুলা পাইকারি ১৫-২০, খুচরা ২৫, পালং শাক পাইকারি ৪০-৪২ খুচরা ৫০-৫৪ টাকা, লাল শাক পাইকারি ২৫ টাকা খুচরা ৩০ টাকা, তবে বাজারে দেখা মেলেনি শিম, গাজর ও টমেটোর।
এদিকে পটল পাইকারি ৩২ ও খুচরা ৩৫-৪০ টাকা, পেঁপে পাইকারি ১৫ ও খুচরা ২০ টাকা, ওল পাইকারি ৪৫ ও খুচরা ৫৫-৬০ টাকা, কাঁচা কলা পাইকারি ২৮ ও খুচরা ৩৫-৪০, শসা পাইকারি ৪০ ও খুচরা ৪৫-৫০, ধনেপাতা পাইকারি ৮০ ও খুচরা ৯০ টাকা, উস্তে পাইকারি ৭৫ ও খুচরো ৯০-১০০, মিষ্টি কুমড়া পাইকারি ৫০ টাকা খুচরো ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে এ ছাড়া এ ছাড়া লাউ, চালকুমড়া পাইকারি ৩০ টাকা যা খুচরো বাজারে ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তারাগুনিয়া বাজারের খুচরা সবজি বিক্রেতা মতলেব হোসেন বলেন, বাজারে সব সবজির দাম তুলনামূলকভাবে বেশি তবে গত দুদিন একটু কমেছে। দাম বাড়ায় বিক্রিও কমেছে। আগে মানুষ কেজি ধরে কিনলেও এখন পোয়া অথবা গ্রামে মেপে কিনছেন।
বাজারে বেজপুর এলাকা থেকে বাজার করতে আশা সহিদুল ইসলাম বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ সারা দিনে ইনকাম করি ৫০০ টাকা। বাজারে এসে কী কিনব ভেবে কুল পায় না। মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি। আর কী কিনে খাব? বড় মাছ-গোস্তো তো ভাবাই যায় না।’
কাইয়ামারি থেকে আশা শামিম নামের এক ব্যক্তি বলেন, ‘বাজারে সবজির এত দাম যে বাজার করা অসম্ভব হয়ে গেছে। এখন ৫০০ গ্রাম অথবা ২৫০ গ্রাম করে কেনা লাগছে, কেজি তো এখন স্বপ্ন।’
উপজেলার ডাংমড়কা থেকে বাজার করতে আশা সফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সবজি কিনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ আছে। এই উপজেলার সবজি বাইরে অন্যান্য উপজেলায় যায়। কয়েক দিনের তুলনায় সবজির দাম কমেছে। দাম যেটুকু বেড়েছে সিন্ডিকেটর কারণে।’
বাজার তদারকির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ বলেন, ‘বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং চলছে।’
সবজি চাষ করে নিজ উপজেলার চাহিদা পূরণ করে অন্যত্র সরবরাহ করতে সক্ষম কুষ্টিয়ার দৌলতপুর। সবজির ভান্ডার খ্যাত এই উপজেলায় এখন লাগামহীন সবজির দাম। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে নিম্ন-মধ্যম আয়ের মানুষেরা। এদিকে দাম বাড়ায় কমেছে বিক্রি। কেজি দরে কম এখন পোয়া, গ্রামেই কিনছেন ক্রেতারা।
এদিকে খুচরো বিক্রেতারা বলছেন, সবজির দাম বাড়ায় বিনিয়োগ বাড়িয়েছেন তাঁরা। তবে লাভ বাড়েনি, কমেছে বিক্রির হার। এদিকে দাম বাড়ার কারণে ক্রয় ক্ষমতা হরিয়ে কেজি ধরে কেনা সবজি পোয়া অথবা গ্রামে কিনছেন ক্রেতারা।
উপজেলা কৃষি বিভাগ বলছে, প্রতি বছর এই উপজেলায় সবজি চাষ হয় ৬ হাজার হেক্টর জমিতে। সেখান থেকে প্রতি বছর সবজি উৎপাদন হয় ১ লাখ ৫০ হাজার মেট্রিকটন যা স্থানীয় চাহিদা পূরণ করে উপজেলার বাইরে যায়। উপজেলার তারাগুনিয়া ও খলিশাকুন্ডি বাজার থেকে দিনে কয়েক কোটি টাকার সবজি অন্যান্য জেলা ও উপজেলায় পাঠানো হয়।
৪৬১ বর্গ কিলোমিটার কৃষি নির্ভর এই উপজেলায় প্রায় ৫ লাখের বেশি মানুষের বসবাস। যেখানে একজন মানুষের ন্যূনতম সবজি প্রয়োজন ২৫০ গ্রাম, সেখানে উপজেলাটির দৈনিক চাহিদা ধরা হয়েছে আনুমানিক ১২৫ মেট্রিকটন যার বাৎসরিক চাহিদা ৪৫ হাজার ৬২৫ মেট্রিকটন।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বড় পাইকারি সবজির বাজার তারাগুনিয়া বাজার ঘুরে দেখা গেছে, আলু পাইকারি ৫৩ ও খুচরা ৫৫-৬০, পেঁয়াজ পাইকারি ৯২ ও খুচরা ৯৫-১০০, মরিচের পাইকারি ১০০ ও খুচরা ১১৫-১২০, রসুন পাইকারি ২২০ টাকা খুচরা ২৩০-২৪০, কচু পাইকারি ৬০-৬৫ ও খুচরা ৭৫-৮০ টাকা।
শীতকালীন সবজি ফুলকপির পাইকারি দাম ৬০ টাকা ও খুচরা ৭০ টাকা যথাক্রমে মুলা পাইকারি ১৫-২০, খুচরা ২৫, পালং শাক পাইকারি ৪০-৪২ খুচরা ৫০-৫৪ টাকা, লাল শাক পাইকারি ২৫ টাকা খুচরা ৩০ টাকা, তবে বাজারে দেখা মেলেনি শিম, গাজর ও টমেটোর।
এদিকে পটল পাইকারি ৩২ ও খুচরা ৩৫-৪০ টাকা, পেঁপে পাইকারি ১৫ ও খুচরা ২০ টাকা, ওল পাইকারি ৪৫ ও খুচরা ৫৫-৬০ টাকা, কাঁচা কলা পাইকারি ২৮ ও খুচরা ৩৫-৪০, শসা পাইকারি ৪০ ও খুচরা ৪৫-৫০, ধনেপাতা পাইকারি ৮০ ও খুচরা ৯০ টাকা, উস্তে পাইকারি ৭৫ ও খুচরো ৯০-১০০, মিষ্টি কুমড়া পাইকারি ৫০ টাকা খুচরো ৫৫-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বাজারে এ ছাড়া এ ছাড়া লাউ, চালকুমড়া পাইকারি ৩০ টাকা যা খুচরো বাজারে ৩৫-৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তারাগুনিয়া বাজারের খুচরা সবজি বিক্রেতা মতলেব হোসেন বলেন, বাজারে সব সবজির দাম তুলনামূলকভাবে বেশি তবে গত দুদিন একটু কমেছে। দাম বাড়ায় বিক্রিও কমেছে। আগে মানুষ কেজি ধরে কিনলেও এখন পোয়া অথবা গ্রামে মেপে কিনছেন।
বাজারে বেজপুর এলাকা থেকে বাজার করতে আশা সহিদুল ইসলাম বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ সারা দিনে ইনকাম করি ৫০০ টাকা। বাজারে এসে কী কিনব ভেবে কুল পায় না। মিষ্টি কুমড়া ৬০ টাকা কেজি। আর কী কিনে খাব? বড় মাছ-গোস্তো তো ভাবাই যায় না।’
কাইয়ামারি থেকে আশা শামিম নামের এক ব্যক্তি বলেন, ‘বাজারে সবজির এত দাম যে বাজার করা অসম্ভব হয়ে গেছে। এখন ৫০০ গ্রাম অথবা ২৫০ গ্রাম করে কেনা লাগছে, কেজি তো এখন স্বপ্ন।’
উপজেলার ডাংমড়কা থেকে বাজার করতে আশা সফিকুল ইসলাম বলেন, ‘আমরা নিম্ন আয়ের মানুষ। সবজি কিনে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে।’
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘বাজারে পর্যাপ্ত সবজির সরবরাহ আছে। এই উপজেলার সবজি বাইরে অন্যান্য উপজেলায় যায়। কয়েক দিনের তুলনায় সবজির দাম কমেছে। দাম যেটুকু বেড়েছে সিন্ডিকেটর কারণে।’
বাজার তদারকির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ওবায়দুল্লাহ বলেন, ‘বাজার দর নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং চলছে।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৭ ঘণ্টা আগে