গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুর-২ (গাংনী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল গনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকা, কালো টাকার ছড়াছড়ি এবং দলীয় নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি আশা করেছিলেন, দল সাবেক পার্লামেন্ট সদস্যদের মূল্যায়ন করবে এবং সর্বাঙ্গীন সহযোগিতা দেবে। কিন্তু মনোনয়নপত্র জমাদানের পর থেকে দলের সভাপতি শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার বিরূপ আচরণ শুরু করেন। তাঁরা দলীয় ফান্ডসহ ও অন্যান্য জায়গা থেকে সংগৃহীত অর্থ প্রার্থীদের মধ্যে অল্প কিছু বিতরণ করে বেশির ভাগ অর্থ নিয়ে তাঁরা তাঁদের নির্বাচনী এলাকায় ব্যস্ত হয়ে পড়েন।
বিজ্ঞপ্তিতে আব্দুল গনি উল্লেখ করেন, ‘আমিসহ অন্যরা অর্থের অভাবে প্রচার চালাতে ব্যর্থ হচ্ছি এবং অন্য প্রার্থীদের অর্থের কাছে অসহায় বোধ করি। কর্মীরা পরামর্শ দেয় যে, অন্য প্রার্থীদের অর্থের কাছে যদি সমপরিমাণ অর্থ ব্যয় করতে না পারি তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ভালো। তাঁদের কথায় উদ্বুদ্ধ হয়ে বাস্তবতার নিরিখে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় ও কালো টাকার ছড়াছড়ির কারণে এবং আমার দলীয় নেতাদের অসহযোগিতার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল গনি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজ্ঞপ্তির কপি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুল গনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মেহেরপুর-২ (গাংনী) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আব্দুল গনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। আজ শনিবার বিকেলে সাংবাদিকদের কাছে বিজ্ঞপ্তি পাঠিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকা, কালো টাকার ছড়াছড়ি এবং দলীয় নেতাদের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে উল্লেখ করা হয়।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার্থে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তিনি আশা করেছিলেন, দল সাবেক পার্লামেন্ট সদস্যদের মূল্যায়ন করবে এবং সর্বাঙ্গীন সহযোগিতা দেবে। কিন্তু মনোনয়নপত্র জমাদানের পর থেকে দলের সভাপতি শমশের মবিন চৌধুরী ও মহাসচিব তৈমুর আলম খন্দকার বিরূপ আচরণ শুরু করেন। তাঁরা দলীয় ফান্ডসহ ও অন্যান্য জায়গা থেকে সংগৃহীত অর্থ প্রার্থীদের মধ্যে অল্প কিছু বিতরণ করে বেশির ভাগ অর্থ নিয়ে তাঁরা তাঁদের নির্বাচনী এলাকায় ব্যস্ত হয়ে পড়েন।
বিজ্ঞপ্তিতে আব্দুল গনি উল্লেখ করেন, ‘আমিসহ অন্যরা অর্থের অভাবে প্রচার চালাতে ব্যর্থ হচ্ছি এবং অন্য প্রার্থীদের অর্থের কাছে অসহায় বোধ করি। কর্মীরা পরামর্শ দেয় যে, অন্য প্রার্থীদের অর্থের কাছে যদি সমপরিমাণ অর্থ ব্যয় করতে না পারি তাহলে নির্বাচন থেকে সরে দাঁড়ানো ভালো। তাঁদের কথায় উদ্বুদ্ধ হয়ে বাস্তবতার নিরিখে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ না থাকায় ও কালো টাকার ছড়াছড়ির কারণে এবং আমার দলীয় নেতাদের অসহযোগিতার কারণে আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি।’
এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল গনি বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন। এ সময় তিনি আজকের পত্রিকাকে বলেন, বিজ্ঞপ্তির কপি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর পাঠানো হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা তৃণমূল বিএনপির প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আবদুল গনির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত বুধবার উদ্ধার হওয়া খণ্ডবিখণ্ড লাশটি ব্যবসায়ী জসিম উদ্দিন মাসুমের (৬২)। তিনি ফতুল্লার চাঁদ ডাইং ফ্যাক্টরির মালিক। এ ঘটনায় হওয়া মামলায় রুমা আক্তার নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১৪ মিনিট আগেরাজশাহীতে মাসব্যাপী তাঁতবস্ত্র ও কুটিরশিল্প মেলা শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেলে নগর ভবনের গ্রিন প্লাজায় রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম শরীফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন।
১ ঘণ্টা আগেকুষ্টিয়ার জগতি রেলস্টেশনে আন্তনগর ট্রেন থামানো, স্টেশন আধুনিকায়নসহ ছয় দফা দাবিতে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
১ ঘণ্টা আগেরংপুরের মিঠাপুকুরে জামাই-শ্বশুরের বিবাদ থামাতে গিয়ে সোহান আহমেদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার পাইকান গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সোহান ওই গ্রামের মো. শাহজাহানের ছেলে।
১ ঘণ্টা আগে