ফুটবল খেলার সময় বজ্রপাতে দুই যুবকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ : ২২ জুন ২০২৩, ১৮: ৪০

কুষ্টিয়ার মিরপুরে ফুটবল খেলতে গিয়ে বজ্রপাতে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে একজন।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার আমলাসদরপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।

নিহতেরা হলেন—উপজেলার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে তরিকুল ইসলাম (৩৫) ও আমলা ইউনিয়নের মোহদীপুর এলাকার শাকিল আহম্মেদ (১৮)। আহত কিশোরের নাম নাইম হোসেন (১৬) সে দৌলতপুর উপজেলার গাছের দাইড় এলাকার শরিফুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে বিদ্যালয় মাঠে ফুটবল খেলছিল স্থানীয় কয়েকজন কিশোর ও যুবকেরা। হঠাৎ বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে শাকিল, তরিকুল ও নাইম আহত হন। এ সময় স্থানীয়রা তাঁদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা জুবাইয়া ফারজানা জানান, বজ্রপাতে আহত অবস্থায় শাকিল ও নাইম নামের দুজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তরিকুলকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। শাকিলের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নাইম বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শাকিলের মৃত্যু হয়। তার মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

যানজটে গুলি করে ফেঁসে গেলেন জাপার সাবেক এমপি, অস্ত্রসহ আটক

শোরুম উদ্বোধন করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পরীমনি, কী ঘটেছিল সেখানে

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত