মাগুরা প্রতিনিধি
এবার কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সাড়ে ৭ কিলোমিটার পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মাগুরা পৌরসভার ঘোরামারা গ্রামের আমজাদ হোসেন (৬০)। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ওই পতাকা স্থানীয় নিশ্চিন্তপুর মাঠে প্রদর্শন করেন তিনি। এদিকে এত বড় পতাকা দেখতে মাগুরাসহ দেশের নানা প্রান্ত থেকে জার্মানি ফুটবল দলের ভক্তরা।
স্থানীয়রা বলছে, ওই ব্যক্তির নাম আমজাদ হোসেন হলেও তাঁকে অনেকে চেনেন পতাকা আমজাদ নামে। ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানি পতাকা বানিয়ে তিনি প্রথম তাক লাগিয়ে দেন। সে সময়ে জার্মানি দূতাবাস থেকে বলা এটাই পৃথিবীর সর্ববৃহৎ জার্মান পতাকা। এরপর ২০১৮ সালের বিশ্বকাপে আমজাদ হোসেন বানান সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা পতাকা। এবার আসরে তিনি তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা। তবে ২০১৮ সালের পতাকার সঙ্গে নতুন দুই কিলোমিটার যোগ করে এই পতাকা তৈরি করা হয়েছে।
আমজাদ হোসেন জানান, ২০০৪ সালে জার্মানের তৈরি একটি ওষুধ খেয়ে এক ধরনের রোগমুক্তি হয় তাঁর। এরপর থেকেই জার্মানিকে ভালোবাসেন কৃতজ্ঞতা বোধ থেকেই। ফুটবল দল হিসেবে জার্মানকে সমর্থনও করেন এ কারণেই।
পতাকা আমজাদ বলেন, ‘অনেকে মনে করে এটা আমার পাগলামি। আমিও তাই মনে করি। আমি যখন কষ্টে থাকতাম, অসুখ-বিসুখে তখন এই সমালোচকেরা কেউ খোঁজ নিতেন না। ওদের (জার্মানি) ওষুধ খেয়েই তো আমি ভালো হয়ে গেছি। তাই পতাকা বানিয়ে তাদের প্রতি এটা আমার সম্মান প্রদর্শন এটা।’
এ সম্পর্কে বাংলাদেশ জার্মানি ফুটবল দলের ফ্যান গ্রুপের সদস্য নাজমুল হোসাইন বিশ্বাস জানান, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। গতবারও (২০১৪) এসেছিলাম। আমজাদ চাচা আমাদের গ্রুপের চেয়ারম্যান। তিনি প্রতিবার এমন বড় পতাকা বানান যাতে আমরা জার্মান ভক্তরা খুব গর্বিত বোধ করছি।’
জার্মান ফ্যান ক্লাবের সদস্যরা আরও বলেন, ‘আমজাদ চাচা অনেক কষ্টে বড় পতাকা বানান। জার্মানি ফুটবল দলের আজীবন ফ্যান ক্লাবের সদস্য তিনি। বাংলাদেশে তিনিই প্রথম ও শেষ। এটা আমাদের জন্য গর্বের।’
পতাকা প্রদর্শনে উপস্থিত স্থানীয় চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, ‘ফুটবল খেলাকে ভালোবেসে আমার এলাকার ছেলে আমজাদ যে পাগলামি করে, এটা আমাদের ভালোই লাগে। ফুটবল খেলাকে যে ভালোবাসতে হবে, আমজাদ তা প্রতিবার আমাদের বুঝিয়ে দেয়। এ ছাড়া আমজাদের কারণে মাগুরার ২০১৪ আর ২০১৮ সালের পতাকার কারণে জার্মান দূতাবাসের সকলে মাগুরায় আসে। এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের।’
মাগুরার ক্রীড়া ব্যক্তিত্ব বারিক আনজাম বারকি বলেন, ‘খেলাধুলাকে এগিয়ে নিতে আমজাদের মতো মানুষ লাগে। বিশেষ করে ফুটবলকে দেশে জনপ্রিয় করতে এর কোনো বিকল্প নেই।’
এবার কাতার ফুটবল বিশ্বকাপ উপলক্ষে সাড়ে ৭ কিলোমিটার পতাকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন মাগুরা পৌরসভার ঘোরামারা গ্রামের আমজাদ হোসেন (৬০)। আজ শুক্রবার সকাল ৮টা থেকে ওই পতাকা স্থানীয় নিশ্চিন্তপুর মাঠে প্রদর্শন করেন তিনি। এদিকে এত বড় পতাকা দেখতে মাগুরাসহ দেশের নানা প্রান্ত থেকে জার্মানি ফুটবল দলের ভক্তরা।
স্থানীয়রা বলছে, ওই ব্যক্তির নাম আমজাদ হোসেন হলেও তাঁকে অনেকে চেনেন পতাকা আমজাদ নামে। ২০১৪ সালে সাড়ে তিন কিলোমিটার লম্বা জার্মানি পতাকা বানিয়ে তিনি প্রথম তাক লাগিয়ে দেন। সে সময়ে জার্মানি দূতাবাস থেকে বলা এটাই পৃথিবীর সর্ববৃহৎ জার্মান পতাকা। এরপর ২০১৮ সালের বিশ্বকাপে আমজাদ হোসেন বানান সাড়ে পাঁচ কিলোমিটার লম্বা পতাকা। এবার আসরে তিনি তৈরি করেছেন সাড়ে সাত কিলোমিটার লম্বা পতাকা। তবে ২০১৮ সালের পতাকার সঙ্গে নতুন দুই কিলোমিটার যোগ করে এই পতাকা তৈরি করা হয়েছে।
আমজাদ হোসেন জানান, ২০০৪ সালে জার্মানের তৈরি একটি ওষুধ খেয়ে এক ধরনের রোগমুক্তি হয় তাঁর। এরপর থেকেই জার্মানিকে ভালোবাসেন কৃতজ্ঞতা বোধ থেকেই। ফুটবল দল হিসেবে জার্মানকে সমর্থনও করেন এ কারণেই।
পতাকা আমজাদ বলেন, ‘অনেকে মনে করে এটা আমার পাগলামি। আমিও তাই মনে করি। আমি যখন কষ্টে থাকতাম, অসুখ-বিসুখে তখন এই সমালোচকেরা কেউ খোঁজ নিতেন না। ওদের (জার্মানি) ওষুধ খেয়েই তো আমি ভালো হয়ে গেছি। তাই পতাকা বানিয়ে তাদের প্রতি এটা আমার সম্মান প্রদর্শন এটা।’
এ সম্পর্কে বাংলাদেশ জার্মানি ফুটবল দলের ফ্যান গ্রুপের সদস্য নাজমুল হোসাইন বিশ্বাস জানান, ‘আমি চট্টগ্রাম থেকে এসেছি। গতবারও (২০১৪) এসেছিলাম। আমজাদ চাচা আমাদের গ্রুপের চেয়ারম্যান। তিনি প্রতিবার এমন বড় পতাকা বানান যাতে আমরা জার্মান ভক্তরা খুব গর্বিত বোধ করছি।’
জার্মান ফ্যান ক্লাবের সদস্যরা আরও বলেন, ‘আমজাদ চাচা অনেক কষ্টে বড় পতাকা বানান। জার্মানি ফুটবল দলের আজীবন ফ্যান ক্লাবের সদস্য তিনি। বাংলাদেশে তিনিই প্রথম ও শেষ। এটা আমাদের জন্য গর্বের।’
পতাকা প্রদর্শনে উপস্থিত স্থানীয় চাউলিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাফিজার রহমান বলেন, ‘ফুটবল খেলাকে ভালোবেসে আমার এলাকার ছেলে আমজাদ যে পাগলামি করে, এটা আমাদের ভালোই লাগে। ফুটবল খেলাকে যে ভালোবাসতে হবে, আমজাদ তা প্রতিবার আমাদের বুঝিয়ে দেয়। এ ছাড়া আমজাদের কারণে মাগুরার ২০১৪ আর ২০১৮ সালের পতাকার কারণে জার্মান দূতাবাসের সকলে মাগুরায় আসে। এটা আমাদের জন্য গর্বের ও আনন্দের।’
মাগুরার ক্রীড়া ব্যক্তিত্ব বারিক আনজাম বারকি বলেন, ‘খেলাধুলাকে এগিয়ে নিতে আমজাদের মতো মানুষ লাগে। বিশেষ করে ফুটবলকে দেশে জনপ্রিয় করতে এর কোনো বিকল্প নেই।’
ঘটনার প্রত্যক্ষদর্শী লুৎফল আমিন চৌধুরী বলেন, ‘আমি মাছের প্রজেক্ট দেখতে যাচ্ছিলাম। আজমপুর রেলওয়ে কলোনি মসজিদের সামনে দুজনকে ধস্তাধস্তি করতে দেখে তাদের শান্ত করার চেষ্টা করি। কিছুক্ষণ পর আরও ৪-৫ জন যুবক এসে স্বাধীনকে মারধর শুরু করে। একপর্যায়ে স্বপন স্বাধীনকে লম্বা ছুরি দিয়ে পেটে আঘাত করে। বিষয়টি তাৎক্
২১ মিনিট আগেআওয়ামী লীগের নেতা-কর্মীরা শেখ হাসিনার ওপর এত ভরসা করত, কিন্তু তাদের খোলা মাঠে রেখে ভয়ে হেলিকপ্টারে করে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল শুক্রবার রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার রাশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম
৩৫ মিনিট আগেতিন ধারায় বিভক্ত হয়ে পড়েছেন রাজশাহী মহানগর বিএনপির নেতা-কর্মীরা। নগর বিএনপির আহ্বায়ক কমিটির নেতাদের ‘অযোগ্য’ বলছে একটি পক্ষ। আরেক পক্ষের অভিযোগ, আহ্বায়ক কমিটিতে এখন ‘ভূমিদস্যু’ ও ‘চাঁদাবাজদের’ দৌরাত্ম্য। তাই আলাদা হয়েছেন তাঁরা। তবে নগর বিএনপির আহ্বায়ক বলছেন, দ্বন্দ্ব-বিভাজনের কথা তাঁর জানা নেই।
১ ঘণ্টা আগেরাজধানীর আজিমপুরে অপহৃত শিশুকে মোহাম্মদপুর থেকে উদ্ধার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাতেই তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
২ ঘণ্টা আগে